রজার হার্পার

রজার অ্যান্ড্রু হার্পার (ইংরেজি: Roger Harper; জন্ম: ১৭ মার্চ, ১৯৬৩) গায়ানার জর্জটাউনে জন্মগ্রহণকারী সাবেক প্রথিতযশা ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। বর্তমানে তিনি কোচের দায়িত্ব পালন করছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পক্ষে টেস্টএকদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। রজার হার্পার অল-রাউন্ডার হিসেবেই দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে ব্যাট করার পাশাপাশি ডানহাতে অফ ব্রেক বোলিং করতেন তিনি। ১৯৮৩ থেকে ১৯৯৬ পর্যন্ত সর্বমোট ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আধিপত্য বিস্তার করেছেন। পরবর্তীকালে তাকে অবিশ্বাস্য ফিল্ডার হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।[1]

রজার হার্পার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামরজার অ্যান্ড্রু হার্পার
জন্ম (1963-03-17) ১৭ মার্চ ১৯৬৩
জর্জটাউন, গায়ানা
উচ্চতা ফুট ৪ ইঞ্চি (১.৯৩ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ-ব্রেক
সম্পর্কমার্ক হার্পার (ভাই)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক১০ ডিসেম্বর ১৯৮৩ বনাম ভারত
শেষ টেস্ট৮ ডিসেম্বর ১৯৯৩ বনাম শ্রীলঙ্কা
ওডিআই অভিষেক১৩ অক্টোবর ১৯৮৩ বনাম ভারত
শেষ ওডিআই১৩ এপ্রিল ১৯৯৬ বনাম শ্রীলঙ্কা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৭৯-১৯৯০ডেমেরারা
১৯৭৯-১৯৯৭গায়ানা
১৯৮৫-১৯৮৭নর্দাম্পটনশায়ার
১৯৮৯-১৯৯৬বাকাপ সিসি
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২৫ ১০৫ ২০০ ২১৪
রানের সংখ্যা ৫৩৫ ৮৫৫ ৭,৪৮০ ২,৬৫০
ব্যাটিং গড় ১৮.৪৪ ১৬.১৩ ৩৪.০০ ২১.৯০
১০০/৫০ ০/৩ ০/০ ১০/৩৬ ০/৬
সর্বোচ্চ রান ৭৪ ৪৫* ২৩৪ ৬৯*
বল করেছে ৩,৬১৫ ৫,১৭৫ ৩৭,৮২৬ ১০,৪০৩
উইকেট ৪৬ ১০০ ৫৬৭ ২১০
বোলিং গড় ২৮.০৬ ৩৪.৩১ ২৫.৯৭ ৩০.৭৯
ইনিংসে ৫ উইকেট ২৮
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৬/৫৭ ৪/৪০ ৬/২৪ ৫/৩৭
ক্যাচ/স্ট্যাম্পিং ৩৬/– ৫৫/– ২৬২/– ১২০/–
উৎস: ক্রিকইনফো, ২৪ নভেম্বর ২০১৪

খেলোয়াড়ী জীবন

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুই শতাধিক প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশ নিয়েছেন। তার টেস্ট বোলিং গড় ২৮.০৬ যা ল্যান্স গিবসের চেয়েও শ্রেয়তর। কমপক্ষে ২৫ টেস্ট উইকেট লাভকারী ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনারদের মধ্যে তিনিই শীর্ষস্থান দখল করেছেন।

১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপে তিনি তার সেরা বোলিং করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ৪৭ রানে ৪ উইকেট পেয়ে ওয়েস্ট ইন্ডিজকে খেলার নিয়ন্ত্রণে এনেছিল।

অবসর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ২০০০ থেকে ২০০৩ সাল মেয়াদে ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ মনোনীত হন। এরপর ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজ যুব দলের ব্যবস্থাপকের দায়িত্ব পান। ২০০৫ সালের ডিসেম্বরের শেষদিকে ক্রিকেট কেনিয়ার পক্ষ থেকে তাকে কেনিয়া ক্রিকেট দলের দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয়া হয়। অন্তর্বর্তীকালীন কোচ মুদাসসর নজরের পরিবর্তে তার এ দায়িত্বভার জানুয়ারি, ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ প্রসঙ্গে হারপার বলেছিলেন যে, কোচের দায়িত্বে ফিরে আসায় তিনি সত্যিকার অর্থেই আনন্দিত যা ক্রিকেটের উচ্চ পর্যায়ের সাথে সম্পৃক্ত।[2]

তথ্যসূত্র

  1. ইএসপিএনক্রিকইনফোতে রজার হার্পার (ইংরেজি)
  2. Harper Confirmed as Kenya Coach ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ অক্টোবর ২০০৬ তারিখে from CaribbeanCricket.com, published 10 January 2006

বহিঃসংযোগ

ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
অ্যালান ডসন
পেশাদার নেলসন ক্রিকেট ক্লাব
১৯৯৮-১৯৯৯
উত্তরসূরী
কিথ আর্থারটন
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.