মাইকেল কিন (ফুটবলার)

মাইকেল ভিনসেন্ট কিন (জন্ম ১১ জানুয়ারি ১৯৯৩) একজন ইংরেজ পেশাদার ফুটবলার যিনি একজন ডিফেন্ডার হিসেবে প্রিমিয়ার লীগ ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে থাকেন। কিন অনূর্ধ্ব ১৭ পর্যায়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করলেও অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ২১ স্তরে তিনি ইংল্যান্ডের হয়ে খেলেন। ২০১২ সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের রিসার্ভ প্লেয়ার অব দ্যা ইয়ার নির্বাচিত হন। তার যমজ ভাই, উইল কিন, যিনিও একজন ফুটবলার, ম্যানচেস্টার ইউনাইটেডে একজন স্ট্রাইকার হিসেবে খেলেন।

মাইকেল কিন
ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলছেন কিন, ২০১২ সাল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাইকেল ভিনসেন্ট কিন[1]
জন্ম (1993-01-11) ১১ জানুয়ারি ১৯৯৩[2]
জন্ম স্থান স্টোকপোর্ট, ইংল্যান্ড
উচ্চতা ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)[2]
মাঠে অবস্থান ডিফেন্ডার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড
জার্সি নম্বর ৩৮
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৯–২০১১ ম্যানচেস্টার ইউনাইটেড
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১১– ম্যানচেস্টার ইউনাইটেড (০)
২০১২–২০১৩ → লিচেস্টার সিটি (ধারে) ২২ (২)
২০১৩-২০১৪ → ডার্বি কাউন্ট্রি (ধারে) (০)
২০১৪ → ব্ল্যাকবার্ন রোভার্স (ধারে) ১৩ (৩)
জাতীয় দল
২০১০–২০১১ রিপাবলিক অব আয়ারল্যান্ড অ১৭ (০)
২০১২ ইংল্যান্ড অ১৯ (০)
২০১৩– ইংল্যান্ড অ২১ ১২ (৩)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৩:৫৪, ৫ মে ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২০:৫৭, ২৬ মে ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

তথ্যসূত্র

  1. "Premier League clubs submit squad lists" (PDF)PremierLeague.com। Premier League। ২ ফেব্রুয়ারি ২০১২। পৃষ্ঠা 24। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১২
  2. "M. Keane"। Soccerway। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.