আয়ারল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা

অত্র নিবন্ধটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশগ্রহণকারী আয়ারল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা সম্পর্কীয়। অত্র তালিকায় আইসিসি ট্রফি, অনূর্ধ্ব-১৯, একদিনের আন্তর্জাতিক, টুয়েন্টি২০ আন্তর্জাতিকটেস্ট খেলা রয়েছে। তালিকাটি ফেব্রুয়ারি, ২০১২ সাল অনুযায়ী সঠিক।

টেস্ট ক্রিকেট

এ তালিকায় আয়ারল্যান্ড ক্রিকেট দলের পক্ষে কমপক্ষে একটি টেস্টে অধিনায়কের দায়িত্ব পালনকারী ক্রিকেটারকে রাখা হয়েছে। একজন ক্রিকেটারের পাশে প্রতীকের সাহায্যে টেস্ট সিরিজে দলের পক্ষে কমপক্ষে একটি খেলায় অধিনায়কের দায়িত্ব পালনকে বুঝানো হয়েছে।

আইরিশ টেস্ট ক্রিকেট অধিনায়ক
ক্রমিক নাম সালপ্রতিপক্ষস্থানখেলাজয়পরাজয়ড্র
উইলিয়াম পোর্টারফিল্ড

২০১৭পাকিস্তানআয়ারল্যান্ড
মোট
সর্বমোট

একদিনের আন্তর্জাতিক

২০০৬ সালে প্রথিতযশা অল-রাউন্ডার ট্রেন্ট জনস্টনকে আয়ারল্যান্ডের প্রথম ওডিআই অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়।[1] ২০০৮ সালের শুরুতে অধিনায়কের দায়িত্ব থেকে নিজ নাম প্রত্যাহার করে নেন। আঘাতজনিত কারণে ক্রিকেট থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য ক্রিকেটের বাইরে অবস্থান করতে বাধ্য হন।[2] এপ্রিল, ২০০৮ সালে উইলিয়াম পোর্টারফিল্ডকে জনস্টনের স্থলাভিষিক্ত করা হয় ও আয়ারল্যান্ডের পূর্ণাঙ্গকালীন অধিনায়কের দায়িত্বভার অর্পণ করা হয়।[3] কাউন্টি দলের সাথে চুক্তিবদ্ধতার কারণে উইলিয়াম পোর্টারফিল্ডের অনুপস্থিতিতে কাইল ম্যাককলানকে অধিনায়কের দায়িত্ব পালন করতে হয়।[4] এ বিকল্প দায়িত্ব বর্তমানে কেভিন ও’ব্রায়ানের উপর বর্তিয়েছে।

আয়ারল্যান্ড ওডিআই অধিনায়ক
ক্রমিক নাম সাল খেলা জয় টাই পরাজয় ফলাফল হয়নি
ট্রেন্ট জনস্টন২০০৬-২০১০৩২১৪১৫
কাইল ম্যাককলান২০০৭-০৮
উইলিয়াম পোর্টারফিল্ড২০০৮-বর্তমান৯৬৪৩৪৬
কেভিন ও’ব্রায়ান২০১০-২০১৪
সর্বমোট১৩৬৬০৬৬

টুয়েন্টি২০ আন্তর্জাতিক

টুয়েন্টি২০ আন্তর্জাতিকে আয়ারল্যান্ডের পক্ষে উইলিয়াম পোর্টারফিল্ড নেতৃত্ব দিচ্ছেন।[5]

আয়ারল্যান্ডের টি২০আই অধিনায়ক
ক্রমিক নাম সময়কাল খেলা জয় টাই পরাজয় ফলাফল হয়নি
উইলিয়াম পোর্টারফিল্ড২০০৮-২০১৭৫৬২৬২৬
কেভিন ও’ব্রায়ান২০১৫
গ্যারি উইলসন২০১৬-বর্তমান
সর্বমোট৬১২৬২৯

আইসিসি ট্রফি/আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব

১৯৯৩-৯৪ মৌসুমের আইসিসি ট্রফি প্রতিযোগিতায় আয়ারল্যান্ডের অভিষেক ঘটে।

খেলোয়াড়[6] অধিনায়কত্বের সময়কাল খেলা জয় পরাজয় টাই ফলাফল হয়নি % জয়[A]
অ্যালেন লুইস১৯৯৩-৯৪৪২.৮৬
জাস্টিন বেনসন১৯৯৬/৯৭১০৬৬.৬৬
কাইল ম্যাককলান২০০১২০০৫৪৪.৪৪
ডেকার কারি২০০৫০.০০
জেসন মলিন্স২০০৫১০০.০০
উইলিয়াম পোর্টারফিল্ড২০০৯১০৮০.০০
মোট১৯৯৩/৯৪২০০৫৩২১৮১৩৫৮.০৬

যুবদের ওডিআই অধিনায়ক

আয়ারল্যান্ডের টি২০আই অধিনায়ক
ক্রমিক নাম সাল খেলা জয় টাই পরাজয় ফলাফল হয়নি
যোসেফ ক্লিনটন১৯৯৮
এড জয়েস১৯৯৮
পিটার শিল্ডস১৯৯৮
উইলিয়াম পোর্টারফিল্ড২০০৪
ইয়ন মর্গ্যান২০০৬
গ্রেগ থম্পসন২০০৮
অ্যান্ড্রু বালবির্নি২০১০
জর্জ ডকরেল২০১২
সর্বমোট৪৩১৪২৮

মহিলাদের টেস্ট

২০০০ সালে ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে একটিমাত্র টেস্টে আয়ারল্যান্ড খেলেছে।

আয়ারল্যান্ডের মহিলা টেস্ট অধিনায়ক
ক্রমিক নাম সাল খেলা জয় টাই পরাজয় ফলাফল হয়নি
মিরিয়াম গ্রিলি২০০০
সর্বমোট

মহিলাদের একদিনের আন্তর্জাতিক

আয়ারল্যান্ডের মহিলা ওডিআই অধিনায়ক
ক্রমিক নাম সাল খেলা জয় টাই পরাজয় ফলাফল হয়নি
মেরি-প্যাট মুর১৯৮৭-১৯৯৩২১১৬
সোনিয়া রিমসবটম১৯৮৯-৯০
এলিজাবেথ ওয়েন্স১৯৮৮
মিরিয়াম গ্রিলি১৯৯৫-২০০০৩৩১১২১
নিক্কি স্কোয়ার২০০১
অ্যান লাইনহ্যান২০০২
ক্লেয়ার শিলিংটন২০০৩-২০১১১৫
হিদার হুইল্যান২০০৩-২০১১১৫
ইসোবেল জয়েস২০০৮-১৭১৪
১০সিয়ারা ম্যাটকাফে২০১০-১১
১১মেরি ওয়ালড্রন২০১৩
সর্বমোট১৩০৩৮৮৭

মহিলাদের টি২০আই

আয়ারল্যান্ড মহিলা টি২০আই অধিনায়ক
ক্রমিক নাম সাল খেলা জয় টাই পরাজয় ফলাফল হয়নি
ইসোবেল জয়েস২০০৮-২১১৭
হিদার হুইল্যান২০০৯
১০সিয়ারা মেটকাফে২০১০-১১
১১সেসিলিয়া জয়েস২০১২
সর্বমোট৩০২৩

পাদটীকা

A Percentage is worked out by counting tied games as half a win and excluding no results from the equation.

তথ্যসূত্র

  1. Cricinfo staff (৭ জুন ২০০৬), Ireland announce squad for England match, Cricinfo.com Retrieved on 3 November 2008.
  2. Johnston takes a break from cricket, Cricinfo staff, ২২ মার্চ ২০০৮ Retrieved on 3 November 2008.
  3. Porterfield takes charge, BBC Online, ২৩ এপ্রিল ২০০৮ Retrieved on 30 May 2008.
  4. Cricket Ireland (২২ মে ২০০৮), Ireland hit by Porterfield withdrawal, Cricketeurope4.net Retrieved on 30 May 2008.
  5. Ireland T20I Captains
  6. Ireland Captains' Playing Record in the ICC Trophy, CricketArchive.com Retrieved on 8 November 2008.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.