কিয়েভ মেট্রো

কিয়েভ মেট্রো (ইউক্রেনীয় ভাষায়: Київський метрополітен ক্যিয়িভ়্‌স্ক্যিই মেত্রোপলিতেন্‌) ইউক্রেনের রাজধানী কিয়েভকে সেবা প্রদানকারী একটি দ্রুত পরিবহন ব্যবস্থা। সোভিয়েত ইউনিয়নের ৩য় মেট্রো হিসেবে (মস্কোসেন্ট পিটার্সবার্গের পরে) ১৯৬১ সালে এটি চালু হয়। বর্তমানে এটি দৈনিক প্রায় ১৭ লক্ষ যাত্রী পরিবহন করে, যা কিয়েভ শহরের মোট পরিবহন ভারের এক-তৃতীয়াংশ। এর আর্সেনালনা স্টেশনটি বিশ্বের সবচেয়ে গভীর মেট্রো স্টেশনগুলির একটি; এটি ভূগর্ভে ১০২ মিটার গভীরে অবস্থিত।

কিয়েভ মেট্রো
Київський метрополітен
তথ্য
মালিককিয়েভ নগর কাউন্সিল
অবস্থানকিয়েভ
ধরনদ্রুত পরিবহন
লাইনের সংখ্যা
বিরতিস্থলের সংখ্যা52
দৈনিক যাত্রীসংখ্যাপ্রায় ১৭ লক্ষ (দৈনিক)
কাজ
কাজ শুরু১১ই জুন, ১৯৬১
পরিচালকKyivskyi Metropoliten
গাড়ির সংখ্যা৬৬৪টি বগি (১৩১টি ট্রেন)
প্রযুক্তি
লাইনের দৈর্ঘ্য৬৫.১৮ কিলোমিটার (৪০.৫০ মাইল)
গতিপথ গেজ১,৫২০ mm (4 ft 11 2732 in)
কিয়েভ মেট্রোর একটি ট্রেন
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.