কন্সতান্তিন কারাতেওদোরি

কন্সতান্তিন কারাতেওদোরি (গ্রিক: Κωνσταντίνος Καραθεοδωρής) (১৩ সেপ্টেম্বর, ১৮৭৩২ ফেব্রুয়ারি, ১৯৫০) ছিলেন একজন গ্রিক গণিতবিদ।

কন্সতান্তিন কারাতেওদোরি
কন্সতান্তিন কারাতেওদোরি
জন্ম(১৮৭৩-০৯-১৩)১৩ সেপ্টেম্বর ১৮৭৩
বার্লিন, জার্মান সাম্রাজ্য
মৃত্যু২ ফেব্রুয়ারি ১৯৫০(1950-02-02) (বয়স ৭৬)
মিউনিখ, পশ্চিম জার্মানি
জাতীয়তাগ্রিক
কর্মক্ষেত্রগণিত
প্রতিষ্ঠান
প্রাক্তন ছাত্রবার্লিন বিশ্ববিদ্যালয়
গ্যটিঙেন বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাহারমান মিনকভ্‌স্কি[1]

কন্সতান্তিন কারাতেওদোরি বার্লিনে জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে ব্রাসেলসে। তার পিতা স্টেফানোস ছিলেন একজন আইনজীবী, তিনি বেলজিয়াম, সেন্ট পিটার্সবার্গ ও বার্লিনে অটোমান সাম্রাজ্যের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তার মাতা দেস্পিনা (জন্মনাম পেত্রোকক্কিনোস) ছিলেন চিওস দ্বীপের অধিবাসী। তার পিতামাতা দুজনেই গ্রিক ছিলেন। কারাতেওদোরির পরিবার বসনোচরি বা ভিসা থেকে আগত, যা কন্সতান্তিনোপলের প্রতিষ্ঠিত ও সম্মানিত স্থান ছিল এবং এই পরিবারের সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে অধিষ্ঠিত ছিল।

তথ্যসূত্র

  1. "The Mathematics Genealogy Project - Constantin Carathéodory"Mathematics Genealogy Project। North Dakota State University Department of Mathematics। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.