কাস্পিয়ান সাগর

কাস্পিয়ান সাগর আয়তনে অনুসারে পৃথিবীর বৃহত্তম আবদ্ধ জলাশয়। একে পৃথিবীর বৃহত্তম হ্রদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে যার আয়তন একটি সম্পূর্ণ সাগরের সমান। এর পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল ৩৭১,০০০ বর্গ কিলোমিটার (১৪৩,২৪৪ বর্গ মাইল) এবং আয়তন ৭৮,২০০ ঘন কিলোমিটার (১৮,৭৬১ ঘন মাইল)।

কাস্পিয়ান সাগর
স্থানাঙ্ক40°0′N 51°0′E
ধরনEndorheic
Saline
Permanent
Natural
প্রাথমিক অন্তর্প্রবাহVolga River
প্রাথমিক বহিঃপ্রবাহEvaporation
অববাহিকা3,626,000 km² (1,400,000 sq mi)[1]
অববাহিকার দেশসমূহAzerbaijan
Iran
Kazakhstan
Russian Federation
Turkmenistan
পৃষ্ঠতল অঞ্চল371,000 km² (143,200 sq mi)
গড় গভীরতা184 m (604 ft)
সর্বাধিক গভীরতা1,025 m (3,363 ft)
পানির আয়তন78,200 km³ (18,750 cu mi)
বাসস্থান সময়]]250 years
পৃষ্ঠতলীয় উচ্চতা-28 m (-92 ft)
Caspian Sea Khezeshahr beach

কাস্পিয়ান কনভেনশন

সম্প্রতি কাস্পিয়ান সাগরের ‘আইনগত অবস্থান’ নিয়ে ইরান, রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও আজারবাইজান এ সম্পর্কিত একটি কনভেনশনে সই করে। ইরানের সাবেক স্বৈরশাসক শতকরা ১১ ভাগ সম্পদ নিয়ে সন্তুষ্ট ছিল কিন্তু ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ায় তেহরান তা কখনো মেনে নেয়নি। মধ্যপ্রাচ্যের কাস্পিয়ান সাগরের ২০ ভাগ সম্পদের মালিকানা পাচ্ছে ইরান।

সম্প্রতি সই হওয়া কনভনেশনে ২৪টি অনুচ্ছেদ রয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে এই সাগরে বাইরের কোনো দেশের সামরিক উপস্থিতি থাকতে পারবে না।

এছাড়া এ সাগর দিয়ে বাইরে কোনো দেশ কোনো সামরিক সরঞ্জাম পরিবহন করতে পারবে না। পাশাপাশি সদস্য দেশগুলোর কেউ কাস্পিয়ান সাগরে অবস্থিত নিজেদের কোনো সামরিক ঘাঁটি বাইরের কোনো দেশের কাছে হস্তান্তর করতে পারবে না।[2]

তথ্যসূত্র

  1. van der Leeden, Troise, and Todd, eds., The Water Encyclopedia. Second Edition. Chelsea, MI: Lewis Publishers, 1990. page 196.
  2. "সাগরের ২০ ভাগ"
Stenka Razin (Vasily Surikov, 1906)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.