বুদাপেশ্ৎ মেট্রো
বুদাপেশ্ৎ মেট্রো (হাঙ্গেরীয় ভাষায়: Budapesti metró) হাঙ্গেরির রাজধানী বুদাপেশ্ৎ শহরের রেলওয়েভিত্তিক যাত্রী পরিবহন ব্যবস্থা। চারটি লাইন নিয়ে ব্যবস্থাটি গঠিত। ১৮৯৬ খ্রিষ্টাব্দে স্থাপিত এই পাতাল রেল পরিষেবাটি বিশ্বের ২য় প্রাচীনতম মেট্রো ব্যবস্থা। মেট্রোর বিখ্যাত ১নং লাইনটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করা হয়েছে।
বুদাপেশ্ৎ মেট্রো | |
---|---|
![]() | |
তথ্য | |
মালিক | বিকেভি[1] |
অবস্থান | বুদাপেশ্ৎ |
ধরন | বিদ্যুৎচালিত ট্রেন |
লাইনের সংখ্যা | ৪ |
বিরতিস্থলের সংখ্যা | ৫২ |
দৈনিক যাত্রীসংখ্যা | ১২.৭ লক্ষ (আনুমানিক) |
কাজ | |
কাজ শুরু | ১৮৯৬ |
পরিচালক | বিকেভি |
প্রযুক্তি | |
লাইনের দৈর্ঘ্য | ৩৯.৪ কিমি |
গতিপথ গেজ | ১,৪৩৫ mm (4 ft 8 1⁄2 in) |
.jpg)
Keleti pályaudvar 2014
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.