আন্ড্রেয়াস মোয়েলার

আন্ড্রেয়াস মোয়েলার (জন্ম সেপ্টেম্বর ২, ১৯৬৭, ফ্রাঙ্কফুর্ট) একজন সাবেক জার্মান ফুটবল মিডফিল্ডারজার্মান জাতীয় ফুটবল দলের সাথে মোয়েলার ১৯৯০ সালের বিশ্বকাপ এবং ইউরো ৯৬ জেতেন।

অ্যান্ডি মোয়েলার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আন্ড্রেয়াস মোয়েলার
জন্ম (1967-09-02) ২ সেপ্টেম্বর ১৯৬৭
জন্ম স্থান ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণাত্নক মিডফিল্ডার
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি
(গোল)
১৯৮৫-১৯৮৭
১৯৮৮-১৯৯০
১৯৯০-১৯৯২
১৯৯২-১৯৯৪
১৯৯৪-২০০০
২০০০-২০০৩
২০০৩-২০০৪
Eintracht Frankfurt
বরুসিভা ডর্টমুন্ড
Eintracht Frankfurt
জুভেন্টাস
বরুসিভা ডর্টমুন্ড
শালকে ০৪
Eintracht Frankfurt
ক্যারিয়ার
0৩৫ 00(৫)
0৭৫ 0(২৪)
0৬৯ 0(২৮)
0৫৬ 0(১৯)
১৫৩ 0(৪৭)
0৮৬ 00(৬)
0১১ 00(০)
৪৮৫ (১২৯)
জাতীয় দল
১৯৮৮-১৯৯৯  জার্মানি 0৮৫ 0(২৯)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

ক্লাব পর্যায়ে তিনি Eintracht Frankfurt দলে (১৯৮৫-৮৭, ১৯৯০-৯২, ২০০৩-০৪), বরুসিভা ডর্টমুন্ড দলে (১৯৮৮-৯০, ১৯৯৪-২০০০), জুভেন্টাস দলে (১৯৯২-৯৪), ও শালকে ০৪ দলে (২০০০-০৩) খেলেছেন। তিনি জুভেন্টসের হয়ে ১৯৯৩ সালে উয়েফা কাপ এবং বরুসিভা ডর্টমুন্ডের হয়ে ১৯৯৭ সালের চ্যাম্পিয়নস লীগ জেতেন। জার্মানীর হয়ে মোয়েলার ৮৫ ম্যাচ খেলেছেন ও ২৯ গোল করেছেন। ১৯৯৪ ও ১৯৯৮ সালের বিশ্বকাপেও তিনি জার্মানি ফুটবল দলে ছিলেন।

১৯৯০ বিশ্বকাপের ফাইনালে মোয়েলার খেলেননি এবং ১৯৯৬ সালের ইউরোতে তিনি সেমি-ফাইনালে কার্ড পাওয়ার কারণে ফাইনাল ম্যাচ খেলার জন্য নিষিদ্ধ ছিলেন। সেমি-ফাইনালে মোয়েলার ইংল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে ম্যাচ জইয়ী গোলটি করেন।

জুন ২০০৭ এ তিনি তার ম্যানেজারি জীবন শুরু করেন।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.