বরুসিয়া ডর্টমুন্ড

বালস্পিলফেরাইন বোরুশিয়া ০৯ এ.ফাউ. ডর্টমুন্ড(জার্মান: 'Ballspielverein Borussia 09 e.V. Dortmund'), সাধারণত যেটিকে বোরুশিয়া ডর্টমুন্ড অথবা সংক্ষেপে বিভিবি (বেফাউবে) অথবা ডর্টমুন্ড ডাকা হয়, জার্মানির নর্ডরাইন-ভেস্টফালিয়ার ডর্টমুন্ড শহরকেন্দ্রিক একটি পেশাদার ফুটবল দল। এটি একটি বিশাল সদস্যভিত্তিক ক্রীড়া দল যার মোট সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ১,১৫,০০০ জন। [2]

বোরুশিয়া ডর্টমুন্ড
পূর্ণ নামবলস্পিলভেরেইন বোরুশিয়া ০৯ ই.ভি. ডর্টমুন্ড
ডাকনামডি বোরুশেন
ডি শোয়ার্জগেলবেন (কাল-হলুদেরা)
ডার বিভিবি (English:The BVB)
সংক্ষিপ্ত নামBVB(বিভিবি)
প্রতিষ্ঠিত১৯ ডিসেম্বর, ১৯০৯
মাঠভেস্টফালেন স্টাডিওন
ধারণক্ষমতা81,359[1]
প্রেসিডেন্টরাইনহার্ড রাউবল
চেয়ারম্যানহান্স-ইওয়াকিম ওয়াৎজকে (সিইও)
প্রধান কোচটমাস টুখেল
লীগবুন্দেসলিগা
২০১৪-১৫৭ম
ওয়েবসাইট[ ক্লাব ওয়েবসাইট]

১৯০৯ সালে বোরুশিয়া ডর্টমুন্ড ক্লাবটি মাত্র ১৮ জন ফুটবল খেলোয়াড় নিয়ে গঠিত হয়। বোরুশিয়া ডর্টমুন্ড এ পর্যন্ত ৮ টি জার্মান চ্যাম্পিয়নশিপ, ৪ টি ডিএফবি পোকাল, ৫ টি ডিএফএল কাপ, ১ টি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, ১ টি উয়েফা কাপ উইনারস্ কাপ এবং ১ টি ইন্টারকন্টিনেন্টাল কাপ অর্জন করেছে। ১৯৬৬ সালে ক্লাবটি ইউয়েফা কাপ উইনারস্ কাপ জেতার কৃতিত্ব দেখায়। কোন জার্মান ক্লাবের ইউরোপিয়ান শিরোপা জেতার নজির ছিল সেটিই সর্বপ্রথম।

১৯৭৪ সাল থেকে বোরুশিয়া ডর্টমুন্ড তাদের হোম ম্যাচগুলি ভেস্টফালেন স্তাডিওনে খেলে থাকে। স্টেডিয়ামটি ধারণক্ষমতার দিক দিয়ে পুরো জার্মানির মধ্যে সবচেয়ে বড়। ক্লাব হিসেবে ডর্টমুন্ডের মাঠের গড় দর্শক উপস্থিতি বিশ্বে সর্বোচ্চ।[3] বোরুশিয়া ডর্টমুন্ডের জার্সির রং কাল এবং হলুদ যার দরুন তাদের সমর্থকেরা তাদের ডাকে ডি শোয়াৎর্জগেলবেন([[জার্মান:die Schwarzgelben) বলে, যার অর্থ কালো-হলুদের দল। .[4][5]

তথ্যসূত্র

  1. "Dortmunds Stadionkapazität erhöht sich" (German ভাষায়)। Spiegel Online। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫
  2. "Bayern is world's biggest club, by membership"। insideworldfootball.com। ৩০ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৫
  3. "2011–12 World Football Attendances – Best Drawing Leagues (Chart of Top-20-drawing national leagues of association football) / Plus list of 35-highest drawing association football clubs in the world in 2011–12."
  4. "Borussia Dortmund – Puma SE"puma.comPuma SE। ১৩ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৩
  5. "Borussia Dortmund – UEFA"uefa.com। UEFA। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.