লক্ষ্য প্রস্তাব
লক্ষ্য প্রস্তাব ১৯৪৯ সালের ১২ মার্চ পাকিস্তানের গণপরিষদে গৃহিত হয়। প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান সেই বছরের ৭ মার্চ এটি পরিষদে উপস্থাপন করেছিলেন। এতে ঘোষণা করা হয় যে পাকিস্তানের ভবিষ্যত সংবিধান পুরোপুরি ইউরোপীয় আদলে প্রণীত না হয়ে ইসলামের আদর্শ ও গণতান্ত্রিক বিশ্বাসের উপর ভিত্তি করে প্রণীত হবে। পাকিস্তানের সংবিধানের ২(ক) অনুচ্ছেদ অনুযায়ী এই প্রস্তাব সংবিধানের অংশ।
আরও তথ্যের জন্য দেখুন: পাকিস্তানের সংবিধান

লিয়াকত আলি খান, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী
লক্ষ্য প্রস্তাব
লক্ষ্য প্রস্তাবে নিম্নোক্ত ধারাসমূহ ছিল:
- সমগ্র জগতের উপর শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহর সার্বভৌমত্ব রয়েছে এবং জনগণের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রকে যে কর্তৃত্ব তিনি তার নির্ধারিত সীমার মধ্যে ব্যবহারের জন্য প্রদান করেছেন তা একটি পবিত্র আমানত।[1]
- পাকিস্তানের জনগণের প্রতিনিধিত্বকারী এই সাংবিধানিক পরিষদ সার্বভৌম স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্য একটি সংবিধান প্রণয়নের ব্যাপারে দায়িত্বশীল।
- জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্র তার ক্ষমতা ও কর্তৃত্ব প্রয়োগ করবে।
- ইসলামে নির্দেশিত গণতন্ত্র, স্বাধীনতা, সাম্য, সহিষ্ণুতা ও সামাজিক ন্যায়বিচারের নীতি পূর্ণরূপে পালন করতে হবে।
- পবিত্র কুরআন ও সুন্নাহতে বিবৃত ইসলামের শিক্ষা ও প্রয়োজন অনুযায়ী মুসলিমরা ব্যক্তি ও সামষ্টিক ক্ষেত্রে জীবন পরিচালনা করতে সক্ষম হবে।
- সংখ্যালঘুরা যাতে স্বাধীনভাবে অগ্রসর হতে এবং নিজেদের ধর্ম ও সংস্কৃতি অনুসরণ করতে পারে তার জন্য পর্যাপ্ত বিধি প্রণয়ন করতে হবে।
- পাকিস্তান একটি ফেডারেশন হবে এবং এর সাংবিধানিক ইউনিটগুলি হবে স্বায়ত্তশাসিত।
- মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে। এর মধ্যে রয়েছে মর্যাদা, সুযোগ, আইন, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচারের ক্ষেত্রে সমতা এবং আইন ও নৈতিকতা অনুযায়ী চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, উপাসনা ও সংগঠনের স্বাধীনতা।
- সংখ্যালঘু এবং অনগ্রসর ও অন্ত্যজ শ্রেণীর অধিকার সংরক্ষণের জন্য পর্যাপ্ত বিধি প্রণয়ন করতে হবে।
- বিচারবিভাগের স্বাধীনতা পূর্ণরূপে সুরক্ষিত করতে হবে।
- ফেডারেশনের আঞ্চলিক অখণ্ডতা, এর স্বাধীনতা এবং স্থল, জল ও আকাশে সার্বভৌম অধিকারসহ সকল অধিকার সুরক্ষিত করতে হবে।
- পৃথিবীর জাতিসমূহের মধ্যে পাকিস্তানের জনগণ উন্নতি এবং তাদের ন্যায়সঙ্গত ও সম্মানসূচক স্থান অর্জন করুক এবং আন্তর্জাতিক শান্তি ও উন্নতি ও মানবতার শান্তিতে তাদের পূর্ণ অবদান রাখুক।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.