মৌলানা আবুল কালাম আজাদ মেট্রো স্টেশন

মৌলানা আবদুল কালাম আজাদ মেট্রো স্টেশন বা দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন হল কলকাতা শহরতলিতে অবস্থিত একটি মেট্রো স্টেশন।এই স্টেশনটি কলকাতা মেট্রো-এর কলকাতা মেট্রো লাইন ৪ এর অন্তর্গত।স্টেশনটি দমদম এলাকায় দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এর পাশেই গড়ে উঠেছে।স্টেশনটি মোট ২ টি প্লাটফর্ম বিশিষ্ট।স্টেশনটি বর্তমানে নির্নিমান পর্যায় রয়েছে।এই স্টেশন থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশন এর দিকে কিছু অংশের কাছ হয়েছে।বর্তমানে মেট্রো স্টেশনটি থেকে যশোর রোড মেট্রো স্টেশনের দিকে রেল পথ নির্মাণের জন্য পিলার বা স্তম্ভ তৈরির কাজ চলছে।মেট্রো রেলের পক্ষ থেকে বলা হয়েছে এই স্টেশনটি কলকাতা মেট্রো লাইন ৪ এর নির্মাণের প্রথম ধাপে নির্মাণ করা হবে।[1]

দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন
কলকাতা মেট্রো স্টেশন
নির্নিয়মান দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন
অবস্থানদমদম ক্যান্টনমেন্ট, কলকাতা
স্থানাঙ্ক২২.৬৩৮০৫২° উত্তর ৮৮.৪১২৩৪৫° পূর্ব / 22.638052; 88.412345
মালিকানাধীনকলকাতা মেট্রো
লাইন (সমূহ)লাইন ৪
প্ল্যাটফর্ম২ টি সাইড প্লাটফর্ম
রেলপথ২ টি
সংযোগসমূহদমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন
নির্মাণ
গঠনের ধরণউত্তোলিত
প্ল্যাটফর্মের স্তর
সাইকেলের সুবিধানা
অন্য তথ্য
ভাড়ার স্থানজোন ১৭
ইতিহাস
চালু২০২১
বৈদ্যুতীকরণহ্যাঁ
পরিসেবাসমূহ
পূর্ববর্তী স্টেশন   কলকাতা মেট্রো   পরবর্তী স্টেশন
শেষ স্টেশন
লাইন ৪
সামনে বারাসাত
অবস্থান

তথ্যসূত্র

  1. "Move station near airport, says Metro"। সংগ্রহের তারিখ ২১-১২-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.