মিজোরামের জেলাসমূহের তালিকা

ভারতের রাজ্য মিজোরামকে ৮ টি জেলাতে বিভক্ত করা হয়েছে।

মিজোরামএর জেলাসমূহ

ইতিহাস

১৯৭২ সালের ২১ জানুয়ারী মিজোরামকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছিল, তারপর মিজোরামকে তিনটি জেলাতে বিভক্ত করা হয়: আইজল, লুঙলে ও সিমটুইপুই। পরবর্তী কালে, এর থেকে পাঁচটি নতুন জেলা সৃষ্টি করা হয়।

শাসন প্রণালী

মিজোরামের প্রতিটি জেলা এক একজন উপায়ুক্ত শাসন করে। এই জেলাগুলির তিনটি পদের শাসনভার পরিচালনা করে, উপায়ুক্ত, জেলা দণ্ডাধিকারী ও District Collector। উপায়ুক্ত দেখেন জেলার প্রশাসনিক বিষয়। জেলা দণ্ডাধিকারী জেলার আইন পরিস্থিতি পরইচালনা করেন। District Collector জেলার প্রধান কর বিষয় ও সেই সূত্রে তার কর সংগ্রহ বিভাগটি দেখাশুনা করেন । জেলার পুলিস সম্বন্ধীয় শাখা পুলিস অধীক্ষক (Superintendent of Police) পরিচালনা করে। একটি জেলাকে একটি বা তার অধিক মহকুমাতে ভাগ করা হয়েছে। এরপর মৌজা ও ব্লকে বিভক্ত করা হয়েছে।

জেলাসমূহ

কোড[1] জেলা সদর প্রতিষ্ঠা মহকুমা এলাকা জনসংখ্যা (২০০১ সালের লোকগণনা মতে) জনসংখ্যা ঘনত্ব
AI আইজল আইজল ৩,৫৭৭ কিমি (১,৩৮১ মা) 339,812 ৯৫ /কিমি (২৫০ /বর্গমাইল)
CH চাম্ফাই চাম্ফাই ৩,১৬৮ কিমি (১,২২৩ মা) 101,389 ৩২ /কিমি (৮৩ /বর্গমাইল)
KO কোলাসিব কোলাসিব ১,৩৮৬ কিমি (৫৩৫ মা) 60,977 ৪৪ /কিমি (১১০ /বর্গমাইল)
LA লংৎলাই লংৎলাই ২,৫১৯ কিমি (৯৭৩ মা) 73,050 ২৯ /কিমি (৭৫ /বর্গমাইল)
LU লুংলেই লুংলেই ৪,৫৭২ কিমি (১,৭৬৫ মা) 137,155 ৩০ /কিমি (৭৮ /বর্গমাইল)
MA মামিত মামিত ২,৯৬৭ কিমি (১,১৪৬ মা) 62,313 ২১ /কিমি (৫৪ /বর্গমাইল)
SA সাইহা সাইহা ১,৪১৪ কিমি (৫৪৬ মা) 60,823 ৪৩ /কিমি (১১০ /বর্গমাইল)
SE সেরছিপ সেরছিপ ১,৪২৪ কিমি (৫৫০ মা) 55,539 ৩৯ /কিমি (১০০ /বর্গমাইল)
মোট -- -- ২১,০৮১ কিমি (৮,১৩৯ মা) 888,573 ৪২ /কিমি (১১০ /বর্গমাইল)

প্রস্তাবিত জেলাসমূহ

  • সায়াঙতে, লঙট্লাই জেলার থেকে (সাকমা স্বায়ত্ব শাসিত জেলা পরিষদের অধীনে)
  • চাংগাও, সাইহা জেলার থেকে (লাই স্বায়ত্ব শাসিত জেলা পরিষদের অধীনে)
  • হ্নাহ্থিয়াল, লুংলে জেলার থেকে
  • খাউজ্য়াল, সাম্ফাই জেলার থেকে
  • সাইটুয়াল, আইজল জেলার থেকে

তথ্য সংযোগ

  1. "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166-2" (PDF)Ministry Of Communications and Information Technology, Government of India। ২০০৪-০৮-১৮। পৃষ্ঠা 5–10। ২০০৮-০৯-১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-২৪

বাহ্যিক সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.