সাইহা জেলা

উত্তর পূর্ব ভারতে অবস্থিত মিজোরাম রাজ্যের আটটি জেলার মধ্যে সাইহা জেলা অন্যতম৷ জেলাটির জেলাসদর সাইহা শহরে অবস্থিত৷ এটি মিজোরামে সর্বাধিক জনবিরল জেলা[1], যা মায়ানমারের সাথে সীমানা বণ্টন করেছে৷ জেলাটি মারা ক্ষেত্রীয় পরিষদ নামক স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত৷

সাইহা জেলা
মিজোরামের জেলা
মিজোরামে সাইহার অবস্থান
দেশভারত
রাজ্যমিজোরাম
সদরদপ্তরসাইহা
তহশিল
সরকার
  লোকসভা কেন্দ্রমিজোরাম
  বিধানসভা আসন
আয়তন
  মোট১৩৯৯ কিমি (৫৪০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৫৬,৫৭৪
  জনঘনত্ব৪০/কিমি (১০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৯০.০১
  লিঙ্গানুপাত৯৭৯
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

নামকরণ

ইতিহাস

১৪০৫ বঙ্গাব্দে (১৯৯৮ খ্রিষ্টাব্দ) ছিম্তুইপুই জেলা থেকে সাইহা জেলাটি গঠন করা হয়৷

ভূপ্রকৃৃতি

বনভূমি

জেলাটির অধিকিংশ ভূভাগ ঘন অরন্যাবৃৃৃত৷ এই জেলায় অবস্থিত ৫০ কিলোমিটার বিস্তৃৃত ফংপুই জাতীয় উদ্যান[2] উল্লেখযোগ্য৷

অর্থনীতি

অবস্থান

সাইহা জেলাটির উত্তর পশ্চিমে (বায়ু) মিজোরাম রাজ্যের লংৎলাই জেলা ও দক্ষিণ পশ্চিমে (নৈঋত) মিয়ানমার রাষ্ট্র অবস্থিত৷ সরাসরি সীমানা না থাকলেও মিজোরাম রাজ্যের লুংলেই জেলাটিও এই জেলার নিকটস্থ৷[3]

জনসংখ্যার উপাত্ত

মোট জনসংখ্যা ৬৫০৫৬(২০০১ জনগণনা) ও ৫৬৫৭৪(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৮ টি জেলার মধ্যে ৮ম৷ মিজোরাম রাজ্যের ৫.১৬% লোক সাইহা জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ৪৪ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ৪০ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার -৭.৩৪%, যা ১৯৯১-২০১১ সালের ৩৪.৮০% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৭৯(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৩২৷[4]

ভাষা

সাইহা জেলার ভাষাসমূহ ২০১১ [5].[6]

  লাখের (৭২.১৪%)
  মিজো (১৬.৭৭%)
  পাওয়ি (৫.৩৬%)
  হিন্দি (১.০৫%)
  বাংলা (০.৯৪%)
  অন্যান্য (৩.৭৪%)

ধর্ম

সাইহা জেলার বিভিন্ন ধর্মাবলম্বী ২০১১ [7]

  ইসলাম (০.৯১%)
  অন্যান্য (০.২৬%)

শিক্ষা

জেলাটির স্বাক্ষরতা হার ৮২.৯০%(২০০১) তথা ৯০.০১%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৮৭.১২%(২০০১) তথা ৯২.৬৪%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৭৮.৪৬%(২০০১) তথা ৮৭.৩৪% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৭.০৬%৷[4]

প্রশাসনিক বিভাগ

সাইহা জেলা দুটি গ্রামোন্নয়ন ব্লকের সমন্বয়ে গঠিত যথা, সাইহা (সিয়াহা নামেও পরিচিত) এবং তুইপাং৷

তথ্যসূত্র

  1. "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০
  2. Indian Ministry of Forests and Environment। "Protected areas: Mizoram"। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১১
  3. https://www.mapsofindia.com/maps/mizoram/tehsil/saiha.html
  4. https://www.census2011.co.in/census/district/393-saiha.html
  5. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  6. "DISTRIBUTION OF THE 22 SCHEDULED LANGUAGES-INDIA/STATES/UNION TERRITORIES - 2011 CENSUS" (PDF)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬
  7. https://www.census2011.co.in/data/religion/district/393-saiha.html
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.