প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠান।

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ
ধরনউচ্চ মাধ্যমিক কলেজ
স্থাপিত২০০০
অধ্যক্ষশামসুর নাহার
অবস্থান,
২২.৭৪৫৪৮০° উত্তর ৯১.৫৫৫৭৬৮° পূর্ব / 22.745480; 91.555768
শিক্ষাঙ্গনমায়ানী, মীরসরাই, চট্টগ্রাম

অবস্থান

বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের আবু তোরাব গ্রামে এ কলেজটি অবস্থিত।[1]

ইতিহাস

২০০০ সালে এটি প্রতিষ্ঠিত হয়।[1]

পরিচালনা ব্যবস্থা

প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য জনাব এম ডি এম জালাল উদ্দিন চৌধুরীকে সভাপতি করে ১২ সদস্যের একটি পরিচালনা পরিষদ রয়েছে।[1]

শিক্ষক-শিক্ষার্থী

এ কলেজের অধ্যক্ষ জনাবা শামসুর নাহার। বর্তমানে এ প্রতিষ্ঠানে সাড়ে সাত শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।[1]

অবকাঠামো

প্রাতিষ্ঠানিক ভবন একটি ত্রিতল ভবন।

কার্যক্রম

এ কলেজে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। এটিতে বর্তমানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ-দ্বাদশ শ্রেণীতে পড়াশোনার সুযোগ রয়েছে।

কৃতিত্ব ও ফলাফল

বিগত বছরের পাশের হার ৮৫%।[1]

কৃতী শিক্ষার্থী

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.