আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ
আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট উন্নয়ন প্রকল্পের আওতায় অণুষ্ঠিত ক্রিকেট প্রতিযোগিতা। আইসিসি’র সহযোগী সদস্যদের একই মানের দলের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলার উপযোগী পরিবেশ সৃষ্টি ও টেস্ট ক্রিকেট মর্যাদা প্রাপ্তিতে সহযোগিতার লক্ষ্যে এ প্রতিযোগিতার রূপরেখা প্রণয়ন করা হয়েছে। ক্ষেত্রভেদে এ প্রতিযোগিতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ৮ থেকে ১৪টি সহযোগী দেশ অংশগ্রহণ করে।
আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ | |
---|---|
ব্যবস্থাপক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
খেলার ধরন | প্রথম-শ্রেণীর ক্রিকেট |
প্রথম টুর্নামেন্ট | ২০০৪ |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও নক-আউট |
দলের সংখ্যা | বহুমূখী (সর্বোচ্চ ১৪) (বর্তমানে ৮) |
বর্তমান চ্যাম্পিয়ন | ![]() |
সর্বাধিক সফল | ![]() |
সর্বাধিক রান | ![]() |
সর্বাধিক উইকেট | ![]() |
![]() ২০১৫-১৭ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশীপ |
ইতিহাস
আইসিসি আন্তঃমহাদেশীয় কাপের উদ্বোধনী আসরের শেষ খেলা ২২ নভেম্বর, ২০০৪ তারিখে সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত হয়।[3] চূড়ান্ত খেলায় স্কটল্যান্ড ইনিংস ও ৮৪ রানের ব্যবধানে কানাডাকে বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপা জয় করে। চারটি ভৌগোলিক অঞ্চল থেকে ১২ দলের অংশগ্রহণ ঘটে। চারটি গ্রুপে অন্তর্ভুক্ত ৩টি দল একে-অপরের বিপক্ষে একবার প্রতিদ্বন্দ্ব্বিতায় অবতীর্ণ হয়। প্রত্যেক গ্রুপের শীর্ষদল সেমি-ফাইনালে উত্তরণ ঘটায় ও বিজয়ী দুই দল ফাইনালে খেলার সুযোগ পায়। প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণের লক্ষ্যে বোনাস পয়েন্ট ব্যবস্থা রাখা হয়।
জানুয়ারি, ২০১৪ সালে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডগুলো এক জোট হলে আইসিসি ঘোষণা করতে বাধ্য হয় যে, প্রতিযোগিতার বিজয়ী দল টেস্টভূক্ত দেশগুলোর র্যাঙ্কিংয়ে সর্বনিম্নস্থান অধিকারী দলের বিপক্ষে ৪ টেস্ট খেলার সুযোগ লাভ করবে।[4] কোন কারণে জয়লাভ করতে পারলে দলটি টেস্টভূক্ত দলের মর্যাদা পাবে।
দলীয় রেকর্ড
- সামগ্রিক ফলাফল
সাল | বিজয়ী | রানার-আপ |
---|---|---|
২০০৪ | ![]() |
![]() |
২০০৫ | ![]() |
![]() |
২০০৬-০৭ | ![]() |
![]() |
২০০৭-০৮ | ![]() |
![]() |
২০০৯-১০ | ![]() |
![]() |
২০১১-১৩ | ![]() |
![]() |
২০১৫-১৭ | নির্ধারিত হয়নি | নির্ধারিত হয়নি |
তথ্যসূত্র
- "Records / ICC Intercontinental Cup / Most runs"। cricinfo.com।
- "Records / ICC Intercontinental Cup / Most wickets"। cricinfo.com।
- "Scotland cruise to innings victory"। Cricinfo.com। ২২ নভেম্বর ২০০৪।
- "An 11th Test country?"। ESPN Cricinfo। ৩০ জানুয়ারি ২০১৪।