৩২তম বাচসাস পুরস্কার

৩২তম বাচসাস পুরস্কার হল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কারের বত্রিশতম আয়োজন। ২০১০ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।[1][2][3] গহীনে শব্দ শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সর্বাধিক ৮টি বিভাগে পুরস্কার অর্জন করে।[4]

৩২তমতম বাচসাস পুরস্কার
পুরস্কার দেওয়া হয়২০১০ সালে চলচ্চিত্রশিল্পে অনন্য অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
উপস্থাপিতবাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
উপস্থাপন২৭ ডিসেম্বর ২০১৪
স্থানঢাকা, বাংলাদেশ
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগহীনে শব্দ
শ্রেষ্ঠ অভিনেতাশাকিব খান
ভালবাসলেই ঘর বাঁধা যায় না
শ্রেষ্ঠ অভিনেত্রীমৌসুমী
গোলাপী এখন বিলাতে
সর্বাধিক পুরস্কারগহীনে শব্দ (৮টি)
 < ৩১তম বাচসাস পুরস্কার ৩৩তম > 

বিজয়ীদের তালিকা

বিভাগ বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্রফরিদুর রেজা সাগর (প্রযোজক)গহীনে শব্দ
শ্রেষ্ঠ পরিচালকখালিদ মাহমুদ মিঠুগহীনে শব্দ
শ্রেষ্ঠ অভিনেতাশাকিব খানভালবাসলেই ঘর বাঁধা যায় না
শ্রেষ্ঠ অভিনেত্রীমৌসুমীগোলাপী এখন বিলাতে
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতামাসুম আজিজগহীনে শব্দ
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীশিরোপা পূর্ণগহীনে শব্দ
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকআলাউদ্দিন আলীগোলাপী এখন বিলাতে
শ্রেষ্ঠ গীতিকারআমজাদ হোসেনগোলাপী এখন বিলাতে
শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পীএন্ড্রু কিশোরগোলাপী এখন বিলাতে
শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পীরেজওয়ানা চৌধুরী বন্যাগহীনে শব্দ (গান - "তুমি আমার হৃদয়ের গহীনে আসো")
শ্রেষ্ঠ কাহিনিকারখালিদ মাহমুদ মিঠুফরিদুর রেজা সাগরগহীনে শব্দ
শ্রেষ্ঠ চিত্রনাট্যকারজাকির হোসেন রাজুভালবাসলেই ঘর বাঁধা যায় না
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতাজাকির হোসেন রাজুভালবাসলেই ঘর বাঁধা যায় না
শ্রেষ্ঠ চিত্রগ্রাহকহাসান আহমেদগহীনে শব্দ
শ্রেষ্ঠ চিত্রসম্পাদকতৌহিদ হোসেন চৌধুরীভালবাসলেই ঘর বাঁধা যায় না
শ্রেষ্ঠ শিল্প নির্দেশককনক চাঁপা চাকমাগহীনে শব্দ
শ্রেষ্ঠ শব্দগ্রাহকরেজাউল করিম বাদলভালবাসলেই ঘর বাঁধা যায় না

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "পাঁচ বছরের বাচসাস পুরস্কার ঘোষণা"দৈনিক ইত্তেফাক। ২৮ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯
  2. "চলচ্চিত্র অঙ্গনের পাঁচ বছরের পুরস্কার প্রদান বাচসাসের"দৈনিক ভোরের কাগজ। ২৮ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯
  3. "জমকালো আয়োজনে বাচসাস পুরস্কার প্রদান"দৈনিক মানবজমিন। ২৯ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯
  4. "পাঁচ বছরের বাচসাস পুরস্কার পাচ্ছেন যারা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৬ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.