৩২তম বাচসাস পুরস্কার
৩২তম বাচসাস পুরস্কার হল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কারের বত্রিশতম আয়োজন। ২০১০ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।[1][2][3] গহীনে শব্দ শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সর্বাধিক ৮টি বিভাগে পুরস্কার অর্জন করে।[4]
৩২তমতম বাচসাস পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০১০ সালে চলচ্চিত্রশিল্পে অনন্য অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি | |||
উপস্থাপিত | বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি | |||
উপস্থাপন | ২৭ ডিসেম্বর ২০১৪ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | গহীনে শব্দ | |||
শ্রেষ্ঠ অভিনেতা | শাকিব খান ভালবাসলেই ঘর বাঁধা যায় না | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | মৌসুমী গোলাপী এখন বিলাতে | |||
সর্বাধিক পুরস্কার | গহীনে শব্দ (৮টি) | |||
|
বিজয়ীদের তালিকা
বিভাগ | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | ফরিদুর রেজা সাগর (প্রযোজক) | গহীনে শব্দ |
শ্রেষ্ঠ পরিচালক | খালিদ মাহমুদ মিঠু | গহীনে শব্দ |
শ্রেষ্ঠ অভিনেতা | শাকিব খান | ভালবাসলেই ঘর বাঁধা যায় না |
শ্রেষ্ঠ অভিনেত্রী | মৌসুমী | গোলাপী এখন বিলাতে |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | মাসুম আজিজ | গহীনে শব্দ |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | শিরোপা পূর্ণ | গহীনে শব্দ |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | আলাউদ্দিন আলী | গোলাপী এখন বিলাতে |
শ্রেষ্ঠ গীতিকার | আমজাদ হোসেন | গোলাপী এখন বিলাতে |
শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পী | এন্ড্রু কিশোর | গোলাপী এখন বিলাতে |
শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পী | রেজওয়ানা চৌধুরী বন্যা | গহীনে শব্দ (গান - "তুমি আমার হৃদয়ের গহীনে আসো") |
শ্রেষ্ঠ কাহিনিকার | খালিদ মাহমুদ মিঠু ও ফরিদুর রেজা সাগর | গহীনে শব্দ |
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | জাকির হোসেন রাজু | ভালবাসলেই ঘর বাঁধা যায় না |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | জাকির হোসেন রাজু | ভালবাসলেই ঘর বাঁধা যায় না |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | হাসান আহমেদ | গহীনে শব্দ |
শ্রেষ্ঠ চিত্রসম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী | ভালবাসলেই ঘর বাঁধা যায় না |
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | কনক চাঁপা চাকমা | গহীনে শব্দ |
শ্রেষ্ঠ শব্দগ্রাহক | রেজাউল করিম বাদল | ভালবাসলেই ঘর বাঁধা যায় না |
তথ্যসূত্র
- "পাঁচ বছরের বাচসাস পুরস্কার ঘোষণা"। দৈনিক ইত্তেফাক। ২৮ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- "চলচ্চিত্র অঙ্গনের পাঁচ বছরের পুরস্কার প্রদান বাচসাসের"। দৈনিক ভোরের কাগজ। ২৮ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- "জমকালো আয়োজনে বাচসাস পুরস্কার প্রদান"। দৈনিক মানবজমিন। ২৯ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- "পাঁচ বছরের বাচসাস পুরস্কার পাচ্ছেন যারা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৬ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.