২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব (আন্ত-কনফেডারেশন প্লে-অফ)

রাশিয়ায় আয়োজিত ২০১৮ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করার জন্য সর্বশেষ ২টি দলের স্থান নির্ধারণ করার জন্য ২টি আন্ত-কনফেডারেশন প্লে-অফের আয়োজন করা হয়েছিল।[1] এই খেলা ২টি খেলা মূলত ৬–১৪ নভেম্বর ২০১৭ তারিখে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারণ করা হয়েছিল,[2] কিন্তু পরবর্তীতে ১০–১৫ নভেম্বর ২০১৭ তারিখে খেলা দুটি অনুষ্ঠিত হওয়ার জন্য পুনঃনির্ধারণ করা হয়েছে।[3][4]

২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব (আন্ত-কনফেডারেশন প্লে-অফ)
টুর্নামেন্টের বিবরণ
তারিখসমূহ১০–১৫ নভেম্বর ২০১৭
দলসমূহ (৪টি কনফেডারেশন থেকে)
প্রতিযোগিতার পরিসংখ্যান
ম্যাচ খেলেছে
গোল সংখ্যা (ম্যাচ প্রতি ১.৫টি)
উপস্থিতি১,৯১,২১৯ (ম্যাচ প্রতি ৪৭,৮০৫ জন)
শীর্ষ গোলদাতা মাইল জেডিনাক (৩ গোল)

বিন্যাস

২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের আন্ত-কনফেডারেশন প্লে-অফের বিশ্বকাপের প্রারম্ভিক ড্রয়ের সাথে ২০১৫ সালের ২৫ জুলাই, ১৮:০০ এমএসকে (ইউটিসি+৩) সময়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের স্ট্রেলনায় অবস্থিত কনস্টান্টিনোভস্কি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে।[1]

চারটি কনফেডারেশন (এএফসি, কনকাকাফ, কনমেবলওএফসি) হতে চারটি দল দুইটি ভাগে বিভক্ত হবে। অন্যান্য পর্বের মতো এখানে কোন ড্র করা হয়নি।[5]

প্রত্যেক ভাগে, দুটি দল দুই লেগের হোম-এন্ড-অ্যাওয়ে ম্যাচ খেলায় অংশগ্রহণ করবে। দুই অংশের বিজয়ী সমষ্টিগতভাবে ফলাফলের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে যারা ২০১৮ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করবে। যদি সমষ্টিগত ফলাফল সমান হয়, তবে অ্যাওয়ে গোল নিয়ম দ্বারা বিজয়ী নির্ধারণ করা হবে। উদাহরণস্বরূপ যদি দুই লেগে কোন দলের অ্যাওয়ে গোল সংখ্যা হোম গোল সংখ্যা হতে বেশি হয় তবে সে দল অগ্রসর করবে। যদি অ্যাওয়ে গোল সংখ্যা সমান হয়, তবে ৩০ মিনিটের অতিরিক্ত সময় খেলা অনুষ্ঠিত হবে। অতিরিক্ত সময়ের পর পুনরায় অ্যাওয়ে গোল সংখ্যার নিয়ম কার্যকর হবে। উদাহরণস্বরূপ যদি অতিরিক্ত সময়ে করা গোলের পরও সমষ্টিগত ফলাফল সমান হয়, তবে অ্যাওয়ে গোল নিয়ম দ্বারা বিজয়ী নির্ধারণ করা হবে। যদি অতিরিক্ত সময়ে কোন গোল না হয়, তবে পেনাল্টি শুট-আউটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।

উত্তীর্ণ দল

কনফেডারেশন স্থাননির্ণয় দল
এএফসি চতুর্থ পর্ব (প্লে-অফ) বিজয়ী  অস্ট্রেলিয়া
কনকাকাফ পঞ্চম পর্ব ৪র্থ স্থান  হন্ডুরাস
কনমেবল রাউন্ড-রবিন ৫ম স্থান  পেরু
ওএফসি তৃতীয় পর্ব বিজয়ী  নিউজিল্যান্ড

ম্যাচসমূহ

আন্ত-কনফেডারেশন প্লে-অফের প্রথম লেগ ২০১৭ সালের ১০ এবং ১১ নভেম্বর এবং দ্বিতীয় লেগ ২০১৭ সালের ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়।[3][4]

কনকাকাফ বনাম এএফসি

দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
হন্ডুরাস  ১–৩  অস্ট্রেলিয়া ০–০ ১–৩
হন্ডুরাস ০–০ অস্ট্রেলিয়া
প্রতিবেদন
এস্তাদিও অলিম্পিকো মেট্রোপলিটানো, সান পেড্রো সুলা
দর্শক সংখ্যা: ৩৮,০০০
রেফারি: দানিয়েলে অরসাতো (ইতালি)
অস্ট্রেলিয়া ৩–১ হন্ডুরাস
জেদিনাক  ৫৪', ৭২' (পেনাল্টি), ৮৫' (পেনাল্টি) প্রতিবেদন এম. ফিগুয়েরোয়া  ৯০+৩'
স্টেডিয়াম অস্ট্রেলিয়া, সিডনি
দর্শক সংখ্যা: ৭৭,০৬০
রেফারি: নেস্টর পিটানা (আর্জেন্টিনা)

অস্ট্রেলিয়া সামগ্রিকভাবে ৩–১ গোলে জয়লাভ করেছে এবং ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য উত্তীর্ণ হয়েছে।

ওএফসি বনাম কনমেবল

দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
নিউজিল্যান্ড  ০–২  পেরু ০–০ ০–২

২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব (ওএফসি–কনমেবল প্লে-অফ) পেরু সামগ্রিকভাবে ২–০ গোলে জয়লাভ করেছে এবং ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য উত্তীর্ণ হয়েছে।

সর্বোচ্চ গোলদাতা

৩ গোল
১ গোল
  • ম্যানর ফিগুয়েরোয়া
  • জেফারসন ফারফান
  • ক্রিস্টিয়ান রামোস

তথ্যসূত্র

  1. "Preliminary Draw procedures outlined"। fifa.com। ৯ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫
  2. "FIFA Calendar"। FIFA.com।
  3. "Dates set for Socceroos-Honduras World Cup qualifier"SBS the World Game। ১৫ অক্টোবর ২০১৭।
  4. "All Whites to play first leg against Peru on Saturday afternoon"nzherald.co.nzThe New Zealand Herald। ১৫ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৭
  5. "Draw Procedures – Intercontinental play-offs" (PDF)। FIFA.com।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.