২০১৭ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ
২০১৭ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় সংস্করণ, যা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবং চট্টগ্রাম আবাহনী আয়োজিত একটি আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট। এটি ১৮ ফেব্রুয়ারি ২০১৭ থেকে ২ মার্চ ২০১৭ পর্যন্ত অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | ![]() |
শহর | চট্টগ্রাম |
তারিখসমূহ | ১৮ ফেব্রুয়ারি-২ মার্চ, ২০১৭ |
দলসমূহ | ৮ (৫ জাতি থেকে) |
ভেন্যু(সমূহ) | এম এ আজিজ স্টেডিয়াম (১টি আয়োজক শহরে) |
শীর্ষস্থানীয় অবস্থান | |
চ্যাম্পিয়ন | ![]() |
রানার-আপ | ![]() |
প্রতিযোগিতার পরিসংখ্যান | |
ম্যাচ খেলেছে | ১৫ |
গোল সংখ্যা | ৩৬ (ম্যাচ প্রতি ২.৪টি) |
শীর্ষ গোলদাতা | ![]() |
সেরা খেলোয়াড় | ![]() |
সেরা গোলরক্ষক | ![]() |
ফাইনালে দক্ষিণ কোরিয়ার পোচন সিটিজেনকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মালদ্বীপের টিসি স্পোর্টস।[1]
মাঠ
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম | |
---|---|
এম এ আজিজ স্টেডিয়াম | |
ধারণক্ষমতা: ২০,০০০ | |
গ্রুপ পর্ব
৮টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলে।
গ্রুপ এ
অব | দল | খে | জ | ড্র | হা | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৩ | ২ | ১ | ০ | ৪ | ২ | +২ | ৭ | সেমি-ফাইনালে উন্নীত |
২ | ![]() |
৩ | ১ | ২ | ০ | ৩ | ১ | +২ | ৫ | |
৩ | ![]() |
৩ | ১ | ১ | ১ | ২ | ২ | ০ | ৪ | |
৪ | ![]() |
৩ | ০ | ০ | ৩ | ২ | ৬ | −৪ | ০ |
২৪-০২-২০১৭ তারিখের ম্যাচ খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: বাফুফে
এফসি অলগা বিশকেক ![]() | ০-২ | ![]() |
---|---|---|
প্রতিবেদন | ![]() ![]() |
ঢাকা আবাহনী ![]() | ০-১ | ![]() |
---|---|---|
প্রতিবেদন | ![]() |
ঢাকা আবাহনী ![]() | ০-০ | ![]() |
---|---|---|
প্রতিবেদন |
এফসি অলগা বিশকেক ![]() | ১-২ | ![]() |
---|---|---|
সুলতনভ ![]() |
প্রতিবেদন | ![]() ![]() |
এফসি পোচন ![]() | ১-১ | ![]() |
---|---|---|
পার্ক জুং সো ![]() |
প্রতিবেদন | ![]() |
ঢাকা আবাহনী ![]() | ২-১ | ![]() |
---|---|---|
ওয়ালী ফয়সাল ![]() জোনাথন ডেভিড ![]() |
প্রতিবেদন | ![]() |
গ্রুপ বি
অব | দল | খে | জ | ড্র | হা | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৩ | ১ | ২ | ০ | ৫ | ৩ | +২ | ৫ | সেমি-ফাইনালে উন্নীত |
২ | ![]() |
৩ | ১ | ১ | ১ | ৫ | ৫ | ০ | ৪ | |
৩ | ![]() |
৩ | ১ | ১ | ১ | ২ | ৩ | −১ | ৪ | |
৪ | ![]() |
৩ | ১ | ০ | ২ | ৫ | ৬ | −১ | ৩ |
২৪-০২-২০১৭ তারিখের ম্যাচ খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: বাফুফে
ঢাকা মোহামেডান ![]() | ০-২ | ![]() |
---|---|---|
প্রতিবেদন | ![]() ![]() |
চট্টগ্রাম আবাহনী ![]() | ৩-১ | ![]() |
---|---|---|
অগাস্টিন ওয়ালসন ![]() এনকোচা কিংসলে ![]() |
প্রতিবেদন | ![]() |
শাহেন আসমায়ী এফ.সি. ![]() | ৩-১ | ![]() |
---|---|---|
শরিফি ![]() |
প্রতিবেদন | ![]() |
মানাং মারসায়াংদি ক্লাব ![]() | ২-২ | ![]() |
---|---|---|
ওলাদিপো ![]() |
প্রতিবেদন | ![]() ![]() |
ঢাকা মোহামেডান ![]() | ২-১ | ![]() |
---|---|---|
দাউদা ![]() |
প্রতিবেদন | ![]() |
নকআউট পর্ব
সেমি ফাইনাল | ফাইনাল | |||||||
এ১ | ![]() |
১ | ||||||
বি২ | ![]() |
০ | ||||||
এ১ | ![]() |
২ (৪) | ||||||
এ২ | ![]() |
২ (২) | ||||||
বি১ | ![]() |
১ | ||||||
এ২ | ![]() |
২ |
সেমি-ফাইনাল
টি.সি. স্পোর্টস ক্লাব ![]() | ১-০ | ![]() |
---|---|---|
নাফিউ ![]() |
প্রতিবেদন |
চট্টগ্রাম আবাহনী ![]() | ১-২ | ![]() |
---|---|---|
জামাল ভুঁইয়া ![]() |
প্রতিবেদন | ![]() ![]() |
গোলদাতা
There were 36 goals scored in 15 matches, for an average of 2.4 goals per match.
৪টি গোল
৩টি গোল
২টি গোল
দাওদা সিজে (ঢাকা মোহামেডান)
১টি গোল
জি কেওনি দেউক (এফসি পোচন) জাং ইয়ং (এফসি পোচন) ইব্রাহিম ওয়াহেদ হাসান (টি.সি. স্পোর্টস ক্লাব) ওয়ালি ফয়সাল (ঢাকা আবাহনী) জোনাথন (ঢাকা আবাহনী) কাজীম আমোবি (এফসি অলগা বিশকেক) বিশাল রায় (মানাং মারসায়াংদি ক্লাব) বিমল (মানাং মারসায়াংদি ক্লাব) ঈশান ইব্রাহিম (টি.সি. স্পোর্টস ক্লাব) নাসির (চট্টগ্রাম আবাহনী) জামাল ভূইয়া (চট্টগ্রাম আবাহনী) আমিরউদ্দিন (শাহেন আসমায়ী এফ.সি.) অগাস্টিন ওয়ালসন (চট্টগ্রাম আবাহনী) হানীফা আব্দুল্লা (টি.সি. স্পোর্টস ক্লাব) আজম মোহাম্মেদ (টি.সি. স্পোর্টস ক্লাব) নাফিউ আলী (টি.সি. স্পোর্টস ক্লাব) পার্ক সেউং (এফসি পোচন) এনকোচা কিংসলে (ঢাকা মোহামেডান) তুরসুনালী রুস্তমভ (এফসি অলগা বিশকেক)
১টি আত্মঘাতী গোল
তথ্যসূত্র
- "টিসি স্পোর্টস চ্যাম্পিয়ন"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.