২০১৭ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

২০১৭ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় সংস্করণ, যা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবং চট্টগ্রাম আবাহনী আয়োজিত একটি আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট। এটি ১৮ ফেব্রুয়ারি ২০১৭ থেকে ২ মার্চ ২০১৭ পর্যন্ত অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

২০১৭ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ
টুর্নামেন্টের বিবরণ
স্বাগতিক দেশ বাংলাদেশ
শহরচট্টগ্রাম
তারিখসমূহ১৮ ফেব্রুয়ারি-২ মার্চ, ২০১৭
দলসমূহ(৫ জাতি থেকে)
ভেন্যু(সমূহ)এম এ আজিজ স্টেডিয়াম (১টি আয়োজক শহরে)
শীর্ষস্থানীয় অবস্থান
চ্যাম্পিয়ন টি.সি. স্পোর্টস ক্লাব (১ম শিরোপা)
রানার-আপ এফসি পোচন
প্রতিযোগিতার পরিসংখ্যান
ম্যাচ খেলেছে১৫
গোল সংখ্যা৩৬ (ম্যাচ প্রতি ২.৪টি)
শীর্ষ গোলদাতা আমরেদিন শরিফি (৪)
সেরা খেলোয়াড় হাং জি সাং
সেরা গোলরক্ষক মোহাম্মদ নেহাল (চট্টগ্রাম আবাহনী)

ফাইনালে দক্ষিণ কোরিয়ার পোচন সিটিজেনকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মালদ্বীপের টিসি স্পোর্টস।[1]

মাঠ

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম
এম এ আজিজ স্টেডিয়াম
ধারণক্ষমতা: ২০,০০০

গ্রুপ পর্ব

৮টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলে।

গ্রুপ এ

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
টি.সি. স্পোর্টস ক্লাব +২ সেমি-ফাইনালে উন্নীত
এফসি পোচন +২
ঢাকা আবাহনী
এফসি অলগা বিশকেক
২৪-০২-২০১৭ তারিখের ম্যাচ খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: বাফুফে
এফসি অলগা বিশকেক ০-২ এফসি পোচন
প্রতিবেদন  ১৪' জাং ইয়ং
 ১৯' কিয়ং ডিউক
ঢাকা আবাহনী ০-১ টি.সি. স্পোর্টস ক্লাব
প্রতিবেদন  ১৬' ইব্রাহিম মাহমুদি

ঢাকা আবাহনী ০-০ এফসি পোচন
প্রতিবেদন
এফসি অলগা বিশকেক ১-২ টি.সি. স্পোর্টস ক্লাব
সুলতনভ  ৩৬' প্রতিবেদন  ৪৫' হাসান নিয়াজ
 ৭০' স্টুয়ার্ট ইজিল

এফসি পোচন ১-১ টি.সি. স্পোর্টস ক্লাব
পার্ক জুং সো  ৭৭' প্রতিবেদন  ৪৫' এজিকিয়েল
ঢাকা আবাহনী ২-১ এফসি অলগা বিশকেক
ওয়ালী ফয়সাল  ৩০'
জোনাথন ডেভিড  ৪০'
প্রতিবেদন  ৭০' হোসানভ

গ্রুপ বি

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
চট্টগ্রাম আবাহনী +২ সেমি-ফাইনালে উন্নীত
মানাং মারসায়াংদি ক্লাব
ঢাকা মোহামেডান
শাহেন আসমায়ী এফ.সি.
২৪-০২-২০১৭ তারিখের ম্যাচ খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: বাফুফে
ঢাকা মোহামেডান ০-২ মানাং মারসায়াংদি ক্লাব
প্রতিবেদন  ৫৪' ওলাদিপো
 ৮৭' বিশাল রায়
চট্টগ্রাম আবাহনী ৩-১ শাহেন আসমায়ী এফ.সি.
অগাস্টিন ওয়ালসন  ২৪', ৮৩'
এনকোচা কিংসলে  ৪০'
প্রতিবেদন  ৫৬' নাসির হোসাইনি

শাহেন আসমায়ী এফ.সি. ৩-১ মানাং মারসায়াংদি ক্লাব
শরিফি  ৩৬', ৬৫', ৭৪' প্রতিবেদন  ৭১' বিমল বাসনেট

মানাং মারসায়াংদি ক্লাব ২-২ চট্টগ্রাম আবাহনী
ওলাদিপো  ৩', ২২' প্রতিবেদন  ৩১' নাসির উদ্দিন
 ৬১' (পেনাল্টি) অগাস্টিন ওয়ালসন
ঢাকা মোহামেডান ২-১ শাহেন আসমায়ী এফ.সি.
দাউদা  ৩২', ৬৯' প্রতিবেদন  ৮৬' আমিরউদ্দিন

নকআউট পর্ব

  সেমি ফাইনাল ফাইনাল
                 
এ১   টি.সি. স্পোর্টস ক্লাব  
বি২   মানাং মারসায়াংদি ক্লাব  
    এ১   টি.সি. স্পোর্টস ক্লাব ২ (৪)
  এ২   এফসি পোচন ২ (২)
বি১   চট্টগ্রাম আবাহনী
এ২   এফসি পোচন  

সেমি-ফাইনাল

টি.সি. স্পোর্টস ক্লাব ১-০ মানাং মারসায়াংদি ক্লাব
নাফিউ  ৮৩' প্রতিবেদন
চট্টগ্রাম আবাহনী ১-২ এফসি পোচন
জামাল ভুঁইয়া  ২২' প্রতিবেদন  ৪৩' (পেনাল্টি) জাং ইয়ং-ইক
 ৪৬' পার্ক সিউং রিওল

ফাইনাল

টি.সি. স্পোর্টস ক্লাব ২-২ (অ.স.প.) এফসি পোচন
হানিফ আবদুল্লাহ  ১৮'
আজম মোহামেদ ৮৩'
প্রতিবেদন  ৪৩'জা ইয়ং ইক
ফারাহ আহমেদ ৫৩' (আত্মঘাতী)
পেনাল্টি
  • ঈসা
  • স্টুয়ার্ড
  • ইব্রাহিম
  • আদনান মুরুথালা
৪-২
  • চু ট্রি
  • জি কিউং
  • কিম জিং
  • জি ম্যান

বিজয়ী

২০১৭ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ
বিজয়ী
টি.সি. স্পোর্টস ক্লাব
প্রথম শিরোপা

গোলদাতা

There were 36 goals scored in 15 matches, for an average of 2.4 goals per match.

৪টি গোল

  • আমরেদিন শরিফি (শাহেন আসমায়ী এফ.সি.)

৩টি গোল

  • আফিজ ওলাওয়ালে ওলাদিপো (মানাং মারসায়াংদি ক্লাব)

২টি গোল

  • জাং ইয়ং আইকে (এফসি পোচন)
  • Cকর্নেলিয়াস স্টুয়ার্ট (এফসি অলগা বিশকেক)

১টি গোল

  • জি কেওনি দেউক (এফসি পোচন)
  • জাং ইয়ং (এফসি পোচন)
  • ইব্রাহিম ওয়াহেদ হাসান (টি.সি. স্পোর্টস ক্লাব)
  • ওয়ালি ফয়সাল (ঢাকা আবাহনী)
  • জোনাথন (ঢাকা আবাহনী)
  • কাজীম আমোবি (এফসি অলগা বিশকেক)
  • বিশাল রায় (মানাং মারসায়াংদি ক্লাব)
  • বিমল (মানাং মারসায়াংদি ক্লাব)
  • ঈশান ইব্রাহিম (টি.সি. স্পোর্টস ক্লাব)
  • নাসির (চট্টগ্রাম আবাহনী)
  • জামাল ভূইয়া (চট্টগ্রাম আবাহনী)
  • আমিরউদ্দিন (শাহেন আসমায়ী এফ.সি.)
  • অগাস্টিন ওয়ালসন (চট্টগ্রাম আবাহনী)
  • হানীফা আব্দুল্লা (টি.সি. স্পোর্টস ক্লাব)
  • আজম মোহাম্মেদ (টি.সি. স্পোর্টস ক্লাব)
  • নাফিউ আলী (টি.সি. স্পোর্টস ক্লাব)
  • পার্ক সেউং (এফসি পোচন)
  • এনকোচা কিংসলে (ঢাকা মোহামেডান)
  • তুরসুনালী রুস্তমভ (এফসি অলগা বিশকেক)

১টি আত্মঘাতী গোল

  • ফারাহ আহমেদ (এফসি পোচনের বিপক্ষে)

তথ্যসূত্র

  1. "টিসি স্পোর্টস চ্যাম্পিয়ন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.