২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার ১৩দিন ধরে, ৯ই আগস্ট থেকে ২১শে আগস্ট, চলে। চিরাচরিত বিভাগগুলি ১৭ তারিখেই শেষ হয়ে গেলেও নতুন বিভাগ হিসাবে ১০কিমি ম্যারাথন চলে ২০শে ও ২১শে আগস্ট। যাবতীয় সাঁতারের বিভাগগুলি (ব্যতিক্রম ১০ কিমির ম্যারাথন দুটি) অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে

XXIX অলিম্পিয়াড খেলায়
সাঁতার

২০০৮ গেইমসে সাঁতারকে চিহ্নিত করার জন্য চিত্রলিপি
স্থানবেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার
শুনি অলিম্পিক রোয়িং-ক্যানোয়িং পার্ক
তারিখ৯-২১শে আগস্ট
প্রতিযোগী১৬৩ টি দেশের ১,০২২জন প্রতিযোগী
«২০০৪২০১২»
বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার (ওরফে "ওয়াটার কিয়ুব" বা জল ঘনক)

স্থান

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
সাঁতারের বিভাগসমূহ
ফ্রিস্টাইল
৫০মিটার   পুরুষ   মহিলা
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
৮০০মিটার মহিলা
১৫০০মিটার পুরুষ
ব্যাকস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্রেস্টস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
বাটারফ্লাই
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্যক্তিগত মেডলি
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
ফ্রিস্টাইল রিলে
×১০০মিটার পুরুষ মহিলা
×২০০মিটার পুরুষ মহিলা
মেডলি রিলে
×১০০মিটার পুরুষ মহিলা
ম্যারাথন
১০কিমি পুরুষ মহিলা

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের যাবতীয় সাঁতার, সমলয় সাঁতারডাইভিং-এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে (ওরফে "ওয়াটার কিয়ুব" বা জল ঘনক)। নির্মাতাদের দাবী অনুসারে এটি সাঁতারুদের গতিবর্ধনের জন্য বিশেষভাবে তৈরী।[1] প্রধান জলাধারটি প্রায় ১০ ফুট (৩.০ মি) গভীর।, যা অন্যান্য যে কোনো অলিম্পিক জলাধার থেকে প্রায় ৩ ফুট (০.৯১ মি) বেশি গভীর।[1] পথনির্দেশক রজ্জুগুলিকে (লেন লাইন্স) আদর করে ডাকা হয় "ওয়েভ ইটার্স" বা "ঢেউখেকো", কারণ এগুলি বিশেষভাবে তৈরী করা হয়েছে যাতে সাঁতারকাটার সময় উৎপন্ন তরঙ্গ যথাসম্ভব প্রশমিত হয়।[1] সাঁতারের স্থলটি পুরোপুরি ইন্ডোর হওয়ায় উন্নত প্রযুক্তির ব্যবহারে উষ্ণতা, আর্দ্রতা ও আলোর উপরে পূর্ণ নিয়ন্ত্রণ, বিরাট সাহায্য করেছে। বড় বড় ডেকের নির্মাণ করা হয়েছে সাঁতারুদের ব্যপ্তির অনুভুতি দিতে।[1]

বিভাগসমূহ

১৪ই আগস্ট ২০০৮ জল ঘনকের ভিতরে

২০০৪-এর তুলনায় ২০০৮-এ সাঁতারের বিভাগসমূহের বিবর্ধন করা হয়। খোলা জলে সাঁতারের বিভাগে ১০কিমি ম্যারাথনের মোট বিভাগের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৪(পুরুষ ও মহিলাদের জন্য ১৭টি করে বিভাগ)। নিম্নলিখিত বিভাগগুলিতে প্রতিযোগিতা সংঘটিত হয়:[2]

  • ফ্রিস্টাইল: ৫০মিটার, ১০০মিটার, ২০০মিটার, ৪০০মিটার, ৮০০মিটার (মহিলা), ১৫০০মিটার (পুরুষ),
  • ব্যাকস্ট্রোক: ১০০মিটার, ২০০মিটার
  • ব্রেস্টস্ট্রোক: ১০০মিটার, ২০০মিটার
  • বাটারফ্লাই: ১০০মিটার, ২০০মিটার
  • ব্যক্তিগত মেডলি: ২০০মিটার, ৪০০মিটার
  • রিলে: ৪×১০০মিটার ফ্রি, ৪×২০০মিটার ফ্রি; ৪×১০০মিটার মেডলি
  • ম্যারাথন: ১০কিমি

বিভাগগুলির প্রতিযোগিতার ক্রম জানার জন্য, অনুগ্রহ করে দেখুন

যোগ্যতা নির্ণয়ের মাপকাঠি

প্রতিটি জাতীয় অলিম্পিক কমিটি (NOC) প্রতিটি বিভাগে অনধিক ২জন প্রতিযোগীকে দেশের প্রতিনিধিত্ব করতে পাঠাতে পারে যদি দুজনেই A স্ট্যান্ডার্ডের হন, অথবা, প্রতিটি বিভাগে ১জন প্রতযোগী পাঠাতে পারে যদি সেই প্রতিযোগী B স্ট্যান্ডার্ডের হন। এছাড়া প্রত্যেক NOC ১টি করে যোগ্য রিলে দলও পাঠাতে পারে।

যদি কোনো NOC-এর B স্ট্যান্ডার্ডেরও কোনো প্রতিযোগী না থাকে তাহলে সেই NOC একজন পুরুষ ও একজন মহিলা সাঁতারু (মোট দুজন) পাঠাতে পারেন।

যোগ্যতানির্ণায়ক পদ্ধতির সম্পর্কে আরও বিশদে জানতে, অনুগ্রহ করে দেখুন:

জাতীয় দলগুলির যাচাইপর্ব

পদক সংক্ষেপ

পদক তালিকা

১০ই আগস্ট, ২০০৮ বিজয়ীর মঞ্চে পদক হাতে যুক্তরাষ্ট্রের রায়ান লোখটে(বামদিকে), মাইকেল ফেলপস(মাঝে) ও হাঙ্গেরির লাজলো সেহ

বেইজিং অলিম্পিক ২০০৮-এর সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত।[3]

 মার্কিন যুক্তরাষ্ট্র (USA)১২১০৩১
 অস্ট্রেলিয়া (AUS)২০
 গ্রেট ব্রিটেন (GBR)
 জাপান (JPN)
 জার্মানি (GER)
 নেদারল্যান্ডস (NED)
 চীন (CHN)
 জিম্বাবুয়ে (ZIM)
 ফ্রান্স (FRA)
১০ রাশিয়া (RUS)
১১ ইতালি (ITA)
 দক্ষিণ কোরিয়া (KOR)
১৩ ব্রাজিল (BRA)
১৪ তিউনিসিয়া (TUN)
১৫ হাঙ্গেরি (HUN)
১৬ নরওয়ে (NOR)
১৭ স্লোভেনিয়া (SLO)
 সার্বিয়া (SRB)
১৯ অস্ট্রিয়া (AUT)
 কানাডা (CAN)
 ডেনমার্ক (DEN)
মোট৩৪৩৪৩৬১০৪

পুরুষদের বিভাগের ফলাফল

Event স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
৫০মিটার ফ্রিস্টাইল
বিশদ
সিজার সিয়েলো ফিলহো
 ব্রাজিল
২১.৩০ (OR) অ্যামুরি লেভঁ
 ফ্রান্স
২১.৪৫ অ্যালেন বার্নার্দ
 ফ্রান্স
২১.৪৯
১০০মিটার ফ্রিস্টাইল
বিশদ
অ্যালেন বার্নার্দ
 ফ্রান্স
৪৭.২১ এমোন সুলিভান
 অস্ট্রেলিয়া
৪৭.৩২ জ্যাসন লেজাক
 মার্কিন যুক্তরাষ্ট্র
সিজার সিয়েলো ফিলহো
 ব্রাজিল
৪৭.৬৭
২০০মিটার ফ্রিস্টাইল
বিশদ
মাইকেল ফেলপস
 মার্কিন যুক্তরাষ্ট্র
১:৪২.৯৬ (WR) পার্ক টে-হন
 দক্ষিণ কোরিয়া
১:৪৪.৮৫ (AS) পিটার ভ্যান্ডার্কে
 মার্কিন যুক্তরাষ্ট্র
১:৪৫.১৪
৪০০মিটার ফ্রিস্টাইল
বিশদ
পার্ক টে-হন
 দক্ষিণ কোরিয়া
৩:৪১.৮৬ (AS) ঝ্যাং লিন
 চীন
৩:৪২.৪৪ লারসেন জেনসেন
 মার্কিন যুক্তরাষ্ট্র
৩:৪২.৭৮ (AM)
১৫০০মিটার ফ্রিস্টাইল
বিশদ
ওসামা মেলৌলি
 তিউনিসিয়া
১৪:৪০.৮৪ গ্র্যান্ট হ্যাকেট
 অস্ট্রেলিয়া
১৪:৪১.৫৩ রায়ান ককরেন
 কানাডা
১৪.৪২.৬৯
১০০মিটার ব্যাকস্ট্রোক
বিশদ
অ্যারন পের্সল
 মার্কিন যুক্তরাষ্ট্র
৫২.৫৪ (WR) ম্যাট গ্রিভার্স
 মার্কিন যুক্তরাষ্ট্র
৫৩.১১ আর্কাডি ভিয়াচানিন
 রাশিয়া
হেডেন স্টোয়েকেল
 অস্ট্রেলিয়া
৫৩.১৮
২০০মিটার ব্যাকস্ট্রোক
বিশদ
রায়ান লোখট
 মার্কিন যুক্তরাষ্ট্র
১:৫৩.৯৪ (WR) অ্যারন পের্সল
 মার্কিন যুক্তরাষ্ট্র
১:৫৪.৩৩ আর্কাডি ভিয়াচানিন
 রাশিয়া
১:৫৪.৯৩
১০০মিটার ব্রেস্টস্ট্রোক
বিশদ
কোসুকি কিতাজিমা
 জাপান
৫৮.৯১ (WR) আলেক্সান্ডার ডেল ওয়েন
 নরওয়ে
৫৯.২০ হিউজ ডোবোস্ক
 ফ্রান্স
৫৯.৩৭
২০০মিটার ব্রেস্টস্ট্রোক
বিশদ
কোসুকি কিতাজিমা
 জাপান
২:০৭.৬৪ (OR) ব্রেন্টন রিকার্ড
 অস্ট্রেলিয়া
২:০৮.৮৮ (OC) হুগুয়েজ ডুবস্ক
 ফ্রান্স
২:০৮.৯৪
১০০মিটার বাটারফ্লাই
বিশদ
মাইকেল ফেলপস
 মার্কিন যুক্তরাষ্ট্র
৫০.৫৮ (OR) মিলোরাড চাভিচ
 সার্বিয়া
৫০.৫৯ অ্যান্ড্রু লটারস্টেইন
 অস্ট্রেলিয়া
৫১.১২
২০০মিটার বাটারফ্লাই
বিশদ
মাইকেল ফেলপস
 মার্কিন যুক্তরাষ্ট্র
১:৫২.০৩ (WR) লাজলো সেহ
 হাঙ্গেরি
১:৫২.৭০ (ER) তাকেশি মাতসুদা
 জাপান
১:৫২.৯৭ (AS)
২০০মিটার ব্যক্তিগত মেডলি
বিশদ
মাইকেল ফেলপস
 মার্কিন যুক্তরাষ্ট্র
১:৫৪.২৩ (WR) লাজলো সেহ
 হাঙ্গেরি
১:৫৬.৫২ (ER) রায়ান লোখট
 মার্কিন যুক্তরাষ্ট্র
১:৫৬.৫৩
৪০০মিটার ব্যক্তিগত মেডলি
বিশদ
মাইকেল ফেলপস
 মার্কিন যুক্তরাষ্ট্র
৪:০৩.৮৪ (WR) লাজলো সেহ
 হাঙ্গেরি
৪:০৬.১৬ (ER) রায়ান লোখট
 মার্কিন যুক্তরাষ্ট্র
৪:০৮.০৯
৪×১০০মিটার ফ্রিস্টাইল রিলে
বিশদ
 মার্কিন যুক্তরাষ্ট্র
মাইকেল ফেলপস
গ্যারেট ওয়েবার গেল
কালেন জোন্স
জ্যাসন লেজাক
নাথান অ্যাড্রিয়ান*
বেঞ্জামিন ওয়াইল্ডম্যান-টোব্রিনার*
ম্যাট গ্রিভার্স*
৩:০৮.২৪ (WR)  ফ্রান্স
অ্যামুরি লেভঁ
ফাবিয়েঁ গিলট
ফ্রেদেরিক বস্ক
অ্যালেন বার্নার্ড
গ্রিগোরি ম্যালে*
বোরিস স্টিমেজ*
৩:০৮.৩২ (ER)  অস্ট্রেলিয়া
এমোন সুলিভান
অ্যান্ড্রু লুটেরস্টিন
অ্যাশলে ক্যালাস
ম্যাট টার্গেট
লিথ ব্রুডি*
প্যাট্রিক মার্ফি*
৩:০৯.৯১ (OC)
৪×২০০মিটার ফ্রিস্টাইল রিলে
বিশদ
 মার্কিন যুক্তরাষ্ট্র
মাইকেল ফেলপস
রায়ান লোখট
রিকি বেরেন্স
পিটার ভ্যান্ডার্কে
ক্লেট কেলার*
এরিক ভেন্ড*
ডেভিড ওয়াল্টার্স*
৬:৫৮.৫৬ (WR)  রাশিয়া
নিকিতা লোবিন্তসেভ
ইভজেনি লাগুনভ
ড্যানিলা ইজোটোভ
আলেক্সান্ডার শুখোরুকভ
মিখাইল পোলিশচুক*
৭:০৩.৭০ (ER)  অস্ট্রেলিয়া
প্যাট্রিক মার্ফি
গ্র্যান্ট হ্যাকেট
গ্র্যান্ট ব্রিটস
নিক ফ্রস্ট
লিথ ব্রুডি*
কার্ক পামার*
৭:০৪.৯৮
৪×১০০মিটার মেডলি রিলে
বিশদ
 মার্কিন যুক্তরাষ্ট্র
অ্যারন পের্সল
ব্রেন্ডন হানসেন
মাইকেল ফেলপস
জ্যাসন লেজাক
ম্যাট গ্রিভার্স*
মার্ক গ্যাংলফ*
ইয়ান ক্রুকার*
গ্যারেট ওয়েবার-গেল*
৩:২৯.৩৪ (WR)  অস্ট্রেলিয়া
হেডেন স্টোকেল
ব্রেন্টন রিকার্ড
অ্যান্ড্রু লুটেরস্টিন
এমোন সুলিভান
অ্যাশলে ডেলানি*
ক্রিশ্চিয়ান স্প্রেঙ্গার*
অ্যাডাম পাইন*
ম্যাট টার্গেট*
৩:৩০.০৪ (OC)  জাপান
জুনিচি মিয়াশিতা
কোসুকি কিতাজিমা
তাকুরো ফুজি
হিসায়োশি সাতো
৩:৩১.১৮ (AS)
১০কিমি ম্যারাথন
বিশদ
মার্টেন ভ্যান ডার উইজডেন
 নেদারল্যান্ডস
১:৫১:৫১.৬ ডেভিড ডাভিস
 গ্রেট ব্রিটেন
১:৫১:৫৩.১ থমাস লার্জ
 জার্মানি
১:৫১:৫৩.৬

* শুধুমাত্র হিটে অংশগ্রহণ করে এই সাঁতারুরা পদক লাভ করেছেন।

মহিলাদের বিভাগের ফলাফল

Event স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
৫০মিটার ফ্রিস্টাইল
বিশদ
ব্রিটা স্টিফেন
 জার্মানি
২৪.০৬ (OR, ER) ডারা টোরেস
 মার্কিন যুক্তরাষ্ট্র
২৪.০৭ (AM) কেট ক্যাম্পবেল
 অস্ট্রেলিয়া
২৪.১৭
১০০মিটার ফ্রিস্টাইল
বিশদ
ব্রিটা স্টিফেন
 জার্মানি
৫৩.১২ (OR) লিসবেথ ট্রিকেট
 অস্ট্রেলিয়া
৫৩.১৬ নাতালি কলিন
 মার্কিন যুক্তরাষ্ট্র
৫৩.৩৯ (AM)
২০০মিটার ফ্রিস্টাইল
বিশদ
ফেডেরিকা পেলিগ্রিনি
 ইতালি
১:৫৪.৮২ (WR) সারা ইসাকোভিচ
 স্লোভেনিয়া
১:৫৪.৯৭ প্যাং জিয়াইং
 চীন
১:৫৫.০৫ (AS)
৪০০মিটার ফ্রিস্টাইল
বিশদ
রেবেকা অ্যাডলিংটন
 গ্রেট ব্রিটেন
৪:০৩.২২ কেটি হফ
 মার্কিন যুক্তরাষ্ট্র
৪:০৩.২৯ জোয়ান জ্যাকসন
 গ্রেট ব্রিটেন
৪:০৩.৫২
৮০০মিটার ফ্রিস্টাইল
বিশদ
রেবেকা অ্যাডলিংটন
 গ্রেট ব্রিটেন
৮:১৪.১০ (WR) অ্যালেসিয়া ফিলিপি
 ইতালি
৮:২০.২৩ লোট ফ্রিস
 ডেনমার্ক
৮:২৩.০৩
১০০মিটার ব্যাকস্ট্রোক
বিশদ
নাতালি কলিন
 মার্কিন যুক্তরাষ্ট্র
৫৮.৯৬ কির্স্টি কভেন্ট্রি
 জিম্বাবুয়ে
৫৯.১৯ মার্গারেট হোয়েলজার
 মার্কিন যুক্তরাষ্ট্র
৫৯.৩৪
২০০মিটার ব্যাকস্ট্রোক
বিশদ
কির্স্টি কভেন্ট্রি
 জিম্বাবুয়ে
২:০৫.২৪ (WR) মার্গারেট হোয়েলজার
 মার্কিন যুক্তরাষ্ট্র
২:০৬.২৩ রেইকো নাকামুরা
 জাপান
২:০৭.১৩ (AS)
১০০মিটার ব্রেস্টস্ট্রোক
বিশদ
লিসেল জোন্স
 অস্ট্রেলিয়া
১:০৫.১৭ (OR) রেবেকা সোনি
 মার্কিন যুক্তরাষ্ট্র
১:০৬.৭৩ মির্না জুকিচ
 অস্ট্রিয়া
১:০৭.৩৪
২০০মিটার ব্রেস্টস্ট্রোক
বিশদ
রেবেকা সোনি
 মার্কিন যুক্তরাষ্ট্র
২:২০.২২ (WR) লিসেল জোন্স
 অস্ট্রেলিয়া
২:২২.০৫ সারা নর্ডেনস্টাম
 নরওয়ে
২:২৩.০২ (ER)
১০০মিটার বাটারফ্লাই
বিশদ
লিসবেথ ট্রিকেট
 অস্ট্রেলিয়া
৫৬.৭৩ (OC) ক্রিস্টিন ম্যাগনুসন
 মার্কিন যুক্তরাষ্ট্র
৫৭.১০ জেসিকা শিপার
 অস্ট্রেলিয়া
৫৭.২৫
২০০মিটার বাটারফ্লাই
বিশদ
লিউ জিগে
 চীন
২:০৪.১৮ (WR) জিয়াও লিউইয়াং
 চীন
২:০৪.৭২ জেসিকা শিপার
 অস্ট্রেলিয়া
২:০৬.২৬
২০০মিটার ব্যক্তিগত মেডলি
বিশদ
স্টেফানি রাইস
 অস্ট্রেলিয়া
২:০৮.৪৫ (WR) কির্স্টি কভেন্ট্রি
 জিম্বাবুয়ে
২:০৮.৫৯ (AF) নাতালি কলিন
 মার্কিন যুক্তরাষ্ট্র
২:১০.৩৪
৪০০মিটার ব্যক্তিগত মেডলি
বিশদ
স্টেফানি রাইস
 অস্ট্রেলিয়া
৪:২৯.৪5 (WR) কির্স্টি কভেন্ট্রি
 জিম্বাবুয়ে
৪:২৯.৮৯ (AF) কেটি হফ
 মার্কিন যুক্তরাষ্ট্র
৪:৩১.৭১
৪×১০০মিটার ফ্রিস্টাইল রিলে
বিশদ
 নেদারল্যান্ডস
ইঙ্গে ডেকার
রানোমি ক্রোমোউইজোজো
ফেমকে হীমস্কার্ক
মার্লিন ভেলধুইস
হিঙ্কেলিয়েন স্রয়ডার*
ম্যানন ভ্যান রুইজেন*
৩:৩৩.৭৬ (OR)  মার্কিন যুক্তরাষ্ট্র
নাতালি কলিন
লেসি নাইমেয়ার
কারা লিন জয়েস
ডারা টোরেস
এমিলি সিলভার*
জুলিয়া স্মিট*
৩:৩৪.৩৩ (AM)  অস্ট্রেলিয়া
কেট ক্যাম্পবেল
অ্যালিস মিলস
মেলানি শ্ল্যাঙ্গার
লিসবেথ ট্রিকেট
শাইনি রিস*
৩:৩৫.০৫ (OC)
×২০০মিটার ফ্রিস্টাইল রিলে
বিশদ
 অস্ট্রেলিয়া
স্টেফানি রাইস
ব্রন্টি ব্যারেট
কাইল পামার
লিন্ডা ম্যাকেঞ্জি
লারা ড্যাভেনপোর্ট*
ফেলিসিটি গালভেজ*
অ্যাঞ্জি বেইনব্রিজ*
মেলানি স্ল্যাঙ্গার*
৭:৪৪.৩১ (WR)  চীন
ইয়াং য়ু
ঝু কিয়ানউই
ট্যান মিয়াও
প্যাং জিয়াইং
ট্যাং জিংঝি*
৭:৪৫.৯৩ (AS)  মার্কিন যুক্তরাষ্ট্র
অ্যালিসন শ্মিট
নাতালি কলিন
ক্যারোলিন বার্কলে
কেটি হফ
ক্রিস্টিন মার্শাল*
কিম ভ্যান্ডেনবার্গ*
জুলিয়া স্মিট*
৭:৪৬.৩৩ (AM)
×১০০মিটার মেডলি রিলে
বিশদ
 অস্ট্রেলিয়া
এমিলি সিবম (OC)
লেইসেল জোন্স
জেসিকা শিপার
লিসবেথ ট্রিকেট
টার্নি হোয়াইট*
ফেলিসিটি গালভেজ*
শাইনি রিস*
৩:৫২.৬৯ (WR)  মার্কিন যুক্তরাষ্ট্র
নাতালি কলিন (AM) (lead-off)
রেবেকা সোনি
ক্রিস্টিন ম্যাগনুসন
ডারা টোরেস
মার্গারেট হোয়েলজার*
মেগান জেনড্রিক*
এলেইন ব্রিডেন*
কারা লিন জয়েস*
৩:৫৩.৩০ (AM)  চীন
ঝাও জিং
সুন ই
ঝৌ ইয়াফেই
প্যাং জিয়াইং
জু তিয়ানলংজি*
৩:৫৬.১১ (AS)
১০কিমি ম্যারাথন
বিশদ
ল্যারিসা ইলচেঙ্কো
 রাশিয়া
১:৫৯:২৭.৭ কেরি-অ্যান পাইন
 গ্রেট ব্রিটেন
১:৫৯:২৯.২ কাসান্দ্রা প্যাটেন
 গ্রেট ব্রিটেন
১:৫৯:৩১.০

* শুধুমাত্র হিটে অংশগ্রহণ করে এই সাঁতারুরা পদক লাভ করেছেন।

রেকর্ড সমূহ

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে, ২৫বার নতুন বিশ্বরেকর্ড তৈরী হয় (২১টি পৃথক পৃথক বিশ্বরেকর্ডকে পরিবর্তন করে)। এছাড়া ৬৫বার নতুন অলিম্পিক রেকর্ড তৈরী হয় ও একটি রেকর্ড স্পর্শ করা হয় (৩০টি পৃথক পৃথক অলিম্পিক রেকর্ডকে পরিবর্তন করে)।[4] একমাত্র ২০০৪-এর সিডনি গেমসে ইয়ান থর্পের ৪০০মিটার ফ্রিস্টাইলে করা ৩:৪০.৫৯ এবং ইঙ্গে ডি ব্রুজিনের ১০০মিটার বাটারফ্লাইতে করা ৫৬.৬১ অলিম্পিক রেকর্ড দুটি অক্ষত থাকে। যুক্তরাষ্ট্রেরমাইকেল ফেলপস মোট ১৪টি সোনা জিতে অলিম্পিকে সর্বাধিক সোনা জয়ের নতুন রেকর্ড গড়েন। এর মধ্যে ৮টি সোনা ২০০৮ অলিম্পিকেই সংগৃহীত - এটিও একটি রেকর্ড।

পুরুষদের অলিম্পিক ও বিশ্ব রেকর্ড

বিভাগতারিখরাউন্ডনামরাষ্ট্রসময়ORWR
পুরুষদের ৫০মিটার ফ্রিস্টাইল ১৪ই আগস্ট১১নং হিটসিজার সিয়েলো ব্রাজিল২১.৪৭OR
১৪ই আগস্ট১২নং হিটঅ্যামুরি লেভঁ ফ্রান্স২১.৪৬OR
১৫ই আগস্ট১ম সেমিফাইনালসিজার সিয়েলো ব্রাজিল২১.৩৪OR
১৬ই আগস্টফাইনালসিজার সিয়েলো ব্রাজিল২১.৩০OR
পুরুষদের ১০০মিটার ফ্রিস্টাইল ১০ই আগস্ট৪×১০০মিটার ফ্রিস্টাইল রিলে
১নং হিট লিডঅফ
অ্যামুরি লেভঁ ফ্রান্স৪৭.৭৬OR
১১ই আগস্ট৪×১০০মিটার ফ্রিস্টাইল রিলে
ফাইনাল লিডঅফ
এমোন সুলিভান অস্ট্রেলিয়া৪৭.২৪ORWR
১৩ই আগস্ট১ম সেমিফাইনালঅ্যালেন বার্নার্ড ফ্রান্স৪৭.২০ORWR
১৩ই আগস্ট২য় সেমিফাইনালএমোন সুলিভান অস্ট্রেলিয়া৪৭.০৫ORWR
পুরুষদের ২০০মিটার ফ্রিস্টাইল ১২ই আগস্টফাইনালমাইকেল ফেলপস মার্কিন যুক্তরাষ্ট্র১:৪২.৯৬ORWR
পুরুষদের ১৫০০মিটার ফ্রিস্টাইল ১৫ই আগস্ট৩নং হিটরায়ান ককরেন কানাডা১৪:৪০.৮৪OR
১৫ই আগস্ট৫নং হিটগ্র্যান্ট হ্যাকেট অস্ট্রেলিয়া১৪:৩৮.৯২OR
পুরুষদের ১০০মিটার ব্যাকস্ট্রোক ১০ই আগস্ট৪নং হিটম্যাট গ্রিভার্স মার্কিন যুক্তরাষ্ট্র৫৩.৪১OR
১১ই আগস্ট১ম সেমিফাইনালআর্কাডি ভিয়াচানিন রাশিয়া৫৩.০৬OR
১১ই আগস্ট২য় সেমিফাইনালহেডেন স্টোয়েকেল অস্ট্রেলিয়া৫২.৯৭OR
১২ই আগস্টফাইনালঅ্যারন পের্সল মার্কিন যুক্তরাষ্ট্র৫২.৫৪ORWR
পুরুষদের ২০০মিটার ব্যাকস্ট্রোক ১৫ই আগস্টফাইনালরায়ান লখটে মার্কিন যুক্তরাষ্ট্র১:৫৩.৯৪ORWR
পুরুষদের ১০০মিটার ব্রেস্টস্ট্রোক ৯ই আগস্ট৭নং হিটআলেক্সান্ডার ডেল ওয়েন নরওয়ে৫৯.৪১OR
১০ই আগস্ট২য় সেমিফাইনালআলেক্সান্ডার ডেল ওয়েন নরওয়ে৫৯.১৬OR
১১ই আগস্টফাইনালকোসুকি কিতাজিমা জাপান৫৮.৯১ORWR
পুরুষদের ২০০মিটার ব্রেস্টস্ট্রোক ১২ই আগস্ট৫নং হিটপাওলো বসিনি ইতালি২:০৮.৯৮OR
১২ই আগস্ট৭নং হিটড্যানিয়েল গুয়ের্তা হাঙ্গেরি২:০৮.৬৮OR
১৩ই আগস্ট১ম সেমিফাইনালকোসুকি কিতাজিমা জাপান২:০৮.৬১OR
১৪ই আগস্টফাইনালকোসুকি কিতাজিমা জাপান২:০৭.৬৪OR
পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই ১৪ই আগস্ট৭নং হিটজ্যাসন ডানফোর্ড কেনিয়া৫১.১৪OR
১৪ই আগস্ট৯নং হিটমিলোরাড চাভিচ সার্বিয়া৫০.৭৬OR
১৬ই আগস্টফাইনালমাইকেল ফেলপস মার্কিন যুক্তরাষ্ট্র৫০.৫৮OR
পুরুষদের ২০০মিটার বাটারফ্লাই ১১ই আগস্ট৬নং হিটমাইকেল ফেলপস মার্কিন যুক্তরাষ্ট্র১:৫৩.৭০OR
১২ই আগস্ট২য় সেমিফাইনালমাইকেল ফেলপস মার্কিন যুক্তরাষ্ট্র১:৫৩.৭০OR
১৩ই আগস্টফাইনালমাইকেল ফেলপস মার্কিন যুক্তরাষ্ট্র১:৫২.০৩ORWR
পুরুষদের ২০০মিটার ব্যক্তিগত মেডলি ১৫ই আগস্টফাইনালমাইকেল ফেলপস মার্কিন যুক্তরাষ্ট্র১:৫৪.২৩ORWR
পুরুষদের ৪০০মিটার ব্যক্তিগত মেডলি ৯ই আগস্ট৪নং হিটমাইকেল ফেলপস মার্কিন যুক্তরাষ্ট্র৪:০৭.৮২OR
১০ই আগস্টফাইনালমাইকেল ফেলপস মার্কিন যুক্তরাষ্ট্র৪:০৩.৮৪ORWR
পুরুষদের ৪×১০০মিটার ফ্রিস্টাইল রিলে ১০ই আগস্ট১নং হিটনাথান অ্যাড্রিয়ান
কালেন জোন্স
বেন ওয়াইল্ডম্যান-টোব্রিনার
ম্যাট গ্রিভার্স
 মার্কিন যুক্তরাষ্ট্র৩:১২.২৩ORWR
১১ই আগস্টফাইনালমাইকেল ফেলপস
গ্যারেট ওয়েবার গেল
কালেন জোন্স
জ্যাসন লেজাক
 মার্কিন যুক্তরাষ্ট্র৩:০৮.২৪ORWR
পুরুষদের ৪×২০০মিটার ফ্রিস্টাইল রিলে ১২ই আগস্ট২নং হিটডেভিড ওয়াল্টার্স
রিকি বেরেন্স
এরিক ভেন্ড
ক্লেট কেলার
 মার্কিন যুক্তরাষ্ট্র৭:০৪.৬৬OR
১৩ই আগস্টফাইনালমাইকেল ফেলপস
রায়ান লোখট
রিকি বেরেন্স
পিটার ভ্যান্ডার্কে
 মার্কিন যুক্তরাষ্ট্র৬:৫৮.৫৬ORWR
পুরুষদের ৪×১০০মিটার মেডলি রিলে ১৭ই আগস্টফাইনালঅ্যারন পের্সল
ব্রেন্ডন হানসেন
মাইকেল ফেলপস
জ্যাসন লেজাক
 মার্কিন যুক্তরাষ্ট্র৩:২৯.৩৪ORWR

যদিও ৪×১০০মিটার ফ্রিস্টাইল রিলে ফাইনালে, অ্যাঙ্কর জ্যাসন লেজাক দ্রুততম ১০০মিটার সাঁতার কাটেন (৪৬.০৬), কিন্তু যেহেতু তিনি রেসের প্রথম চরণে সাঁতার কাটেননি তাই এটি FINA অনুমোদিত রেকর্ড হিসাবে গন্য হবে না।

মহিলাদের অলিম্পিক ও বিশ্বরেকর্ড

বিভাগতারিখরাউন্ডনামরাষ্ট্রসময়ORWR
মহিলাদের ৫০মিটার ফ্রিস্টাইল ১৭ই আগস্টফাইনালব্রিটা স্টিফেন জার্মানি২৪.০৬OR
মহিলাদের ১০০মিটার ফ্রিস্টাইল ১০ই আগস্ট৪×১০০মিটার ফ্রিস্টাইল রিলে
ফাইনাল লিড অফ
ব্রিটা স্টিফেন জার্মানি৫৩.৩৮OR
১৫ই আগস্টফাইনালব্রিটা স্টিফেন জার্মানি৫৩.১২OR
মহিলাদের ২০০মিটার ফ্রিস্টাইল ১১ই আগস্ট৪নং হিটপ্যাং জিয়াইং চীন১:৫৭.৩৭OR
১১ই আগস্ট৫নং হিটসারা ইসাকোভিচ স্লোভেনিয়া১:৫৫.৮৬OR
১১ই আগস্ট৬নং হিটফেডেরিকা পেলিগ্রিনি ইতালি১:৫৫.৪৫ORWR
১৩ই আগস্টফাইনালফেডেরিকা পেলিগ্রিনি ইতালি১:৫৪.৮২ORWR
মহিলাদের ৪০০মিটার ফ্রিস্টাইল ১০ই আগস্ট৫নং হিটকেটি হফ মার্কিন যুক্তরাষ্ট্র৪:০৩.৭১OR
১০ই আগস্ট৬নং হিটফেডেরিকা পেলিগ্রিনি ইতালি৪:০২.১৯OR
মহিলাদের ৮০০মিটার ফ্রিস্টাইল ১৪ই আগস্ট৪নং হিটরেবেকা অ্যাডলিংটন গ্রেট ব্রিটেন৮:১৮.০৬OR
১৬ই আগস্টফাইনালরেবেকা অ্যাডলিংটন গ্রেট ব্রিটেন৮:১৪.১০ORWR
মহিলাদের ১০০মিটার ব্যাকস্ট্রোক ১০ই আগস্ট৫নং হিটঅ্যানাস্তাশিয়া জুয়েভা রাশিয়া৫৯.৬১OR
১০ই আগস্ট৬নং হিটরেইকো নাকামুরা জাপান৫৯.৩৬OR
১০ই আগস্ট৭নং হিটকির্স্টি কভেন্ট্রি জিম্বাবুয়ে৫৯.০০OR
১১ই আগস্ট২য় সেমিফাইনালকির্স্টি কভেন্ট্রি জিম্বাবুয়ে৫৮.৭৭ORWR
মহিলাদের ২০০মিটার ব্যাকস্ট্রোক ১৪ই আগস্ট৪নং হিটকির্স্টি কভেন্ট্রি জিম্বাবুয়ে২:০৬.৭৬OR
১৬ই আগস্টফাইনালকির্স্টি কভেন্ট্রি জিম্বাবুয়ে২:০৫.২৪ORWR
মহিলাদের ১০০মিটার ব্রেস্টস্ট্রোক ১০ই আগস্ট৭নং হিটলিসেল জোন্স অস্ট্রেলিয়া১:০৫.৬৪OR
১২ই আগস্টফাইনাললিসেল জোন্স অস্ট্রেলিয়া১:০৫.১৭OR
মহিলাদের ২০০মিটার ব্রেস্টস্ট্রোক ১৩ই আগস্ট৫নং হিটরেবেকা সোনি মার্কিন যুক্তরাষ্ট্র২:২২.১৭OR
১৫ই আগস্টফাইনালরেবেকা সোনি মার্কিন যুক্তরাষ্ট্র২:২০.২২ORWR
মহিলাদের ২০০মিটার বাটারফ্লাই ১৪ই আগস্টফাইনাললিউ জিগে চীন২:০৪.১৮ORWR
মহিলাদের ২০০মিটার ব্যক্তিগত মেডলি ১২ই আগস্ট১ম সেমিফাইনালকির্স্টি কভেন্ট্রি জিম্বাবুয়ে২:০৯.৫৩OR
১৩ই আগস্টফাইনালস্টেফানি রাইস অস্ট্রেলিয়া২:০৮.৪৫ORWR
মহিলাদের ৪০০মিটার ব্যক্তিগত মেডলি ১০ই আগস্টফাইনালস্টেফানি রাইস অস্ট্রেলিয়া৪:২৯.৪৫ORWR
মহিলাদের ৪×১০০মিটার ফ্রিস্টাইল রিলে ১০ই আগস্টফাইনালইঙ্গে ডেকার
রানোমি ক্রোমোউইজোজো
ফেমকে হীমস্কার্ক
মার্লিন ভেলধুইস
 নেদারল্যান্ডস৩:৩৩.৭৬OR
মহিলাদের ৪×২০০মিটার ফ্রিস্টাইল রিলে ১৩ই আগস্ট১নং হিটএলেনা পপচাঙ্কা
সেলিন কডার্ক
ক্যামিলি মুফাট
কোরেইল বামি
 ফ্রান্স৭:৫০.৩৭OR
১৪ই আগস্টফাইনালস্টেফানি রাইস
ব্রন্টি ব্যারেট
কাইল পামার
লিন্ডা ম্যাকেঞ্জি
 অস্ট্রেলিয়া৭:৪৪.৩১ORWR
মহিলাদের ৪×১০০মিটার মেডলি রিলে ১৭ই আগস্টফাইনালএমিলি সিবম
লেইসেল জোন্স
জেসিকা শিপার
লিসবেথ ট্রিকেট
 অস্ট্রেলিয়া৩:৫২.৬৯ORWR

LZR রেসার স্যুট

১৩ই ফেব্রুয়ারী, ২০০৮ স্পিডো বাজারে আনে LZR রেসার সাঁতারের পোষাক। এটি সাঁতারের জগতে একটি আলোড়ন সৃষ্টিকারী উদ্ভাবন। স্যুটটি নাসাঅস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টস যৌথ উদ্যোগে তৈরি,[5] এমন পোষাক, যা জলকে প্রতিহত করে, পেশিসমূহে অক্সিজেন সরবরাহে সহায়তা করে, এবং শরীরকে আরও বিজ্ঞানসম্মতভাবে জলের মধ্যে ধারণ করে।[6] এটা পরীক্ষিত সত্য যে, এই পোশাক সাঁতারের সময় প্রায় ১.৯ থেকে ২.২% কমাতে সক্ষম।[7] এই কারণে, কিছু সাঁতারু এই পোষাকের ব্যবহারে নীতিগত প্রশ্ন তোলে, বিশেষ করে কেউ কেউ একাধিক সুইমস্যুট পরে প্লবতা বাড়াতে আর শরীরকে সংকুচিত করতে চেষ্টা করে।[8] ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন তাদের ব্লগসাইটে তারা "প্রযুক্তি ডোপিং" করছে কিনা, বা, এই ধরনের পোষাকের ব্যবহারে বাড়তি সুবিধা নেওয়া আর পারফর্মেন্স-বর্ধক মাদকের ব্যবহারের মধ্যে নীতিগত কোনো পার্থক্য আছে কিনা ইত্যাদি বিষয়ে জোরালো বিতর্ক করে।[7] এই জাতীয় নানা অভিযোগের ভিত্তিতে, আন্তর্জাতিক সন্তরণ ফেডারেশন (FINA) স্পিডো কর্তৃপক্ষের সাথে এই পোশাক নিয়ে কথা বলে।[8] আলোচনার শেষে, FINA যাবতীয় অভিযোগ খন্ডন করে ও আগামী সন্তরণ প্রতিযোগীতার জন্য এই পোষাকের অনুমোদন দেয়।[8] আর ১৪ই আগস্ট, ২০০৮ এর মধ্যেই LZR রেসার পোষাক পরে সাঁতারুরা ৬২টি বিশ্বরেকর্ড ভাঙে।[9]

আরও দেখুন

  • ২০০৮ সালে সাঁতার

তথ্যসূত্র

  1. "China's Olympic Swimming Pool: Redefining Fast"National Public Radio। ২০০৮-০৮-১০। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-৩০
  2. "Olympic Swimming Schedule"FINA। ২০১৪-০৫-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-২৩
  3. "Swimming Medal Standings"। ২০০৮-০৮-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৪
  4. "Swimming records broken by record type"। Beijing 2008 Official Site। ২০০৮-০৮-১৭। ২০০৮-০৮-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৮
  5. "Engineering the world's fastest swimsuit"। Physorg। ২০০৮-০২-২৮। ২০০৮-০৯-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-৩০
  6. "Japanese search for new swimsuits"BBC News। ২০০৮-০৬-০৯। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-৩০
  7. "Celebrity Rules as the Olympics strays far from its ideal"The Japan Times। ২০০৮-০৮-১০। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-৩০
  8. "Speedo LZR Racer Swimsuit Spawns Copycats and Controversy"। Gizmodo। ২০০৮-০৪-১৪। ২০০৮-০৬-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-৩০
  9. "Fast Times"Wall Street Journal। ২০০৮-০৮-১৪। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-৩০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.