২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্যাডমিন্টন

বেইজিং-এ অনুষ্ঠিত ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৯ই আগস্ট থেকে ১৭ই আগস্ট পর্যন্ত বেইজিং ইউনিভার্সিটি অফ টেকনোলজি জিমনাশিয়ামে।

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
ব্যাডমিন্টন
সিঙ্গলস   পুরুষদের প্রতিযোগিতা   মহিলাদের প্রতিযোগিতা  
ডাবলস   পুরুষদের প্রতিযোগিতা   মহিলাদের প্রতিযোগিতা   মিশ্র প্রতিযোগিতা
২০০৮ গেমসে ব্যাডমিন্টনকে চিহ্নিত করার জন্য চিত্রলিপি

যোগ্যতাপর্ব

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের যোগ্যতাপর্ব শুরু হয় ২০০৭ সালের মে মাস থেকে। আর তা চলে ২০০৮ সালের এপ্রিল মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন অনুমোদিত যাবতীয় প্রতিযোগিতাগুলি (ব্যতিক্রম পরীক্ষামূলক বিভাগগুলি) অলিম্পিকে যোগ্যতা অর্জনের পয়েন্ট প্রদান করে।

প্রতিযোগিতার নির্ঘন্ট

আগস্ট ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
পুরুষদের সিঙ্গলস ৬৪জনের রাউন্ড ৬৪জনের রাউন্ড ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ব্রোঞ্জ ফাইনাল
মহিলাদের সিঙ্গলস ৬৪জনের রাউন্ড ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ব্রোঞ্জ / ফাইনাল
পুরুষদের ডাবলস ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ব্রোঞ্জ / ফাইনাল
মহিলাদের ডাবলস ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ব্রোঞ্জ / ফাইনাল
পুরুষদের ডাবলস ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ব্রোঞ্জ / ফাইনাল

ড্র

প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয় ২৬শে জুলাই, ২০০৮ তারিখে বেইজিং হেনান প্লাজা হোটেলে সিএসটি (ইউটিসি+৮) ১৬:০০টার সময়। প্রথমে, খেলা শুরুর মাত্র পাঁচদিন আগে, ৪ঠা আগস্ট, ২০০৮ এই ড্র হবার কথা ছিল। পরে টেলিভিশনে সম্প্রচারের কার্যক্রম নির্ধারণের সুবিধার্থে ড্র এগিয়ে আনা হয়।[1]

সেমিফাইনাল খেলছেন লি চোং উই

সংক্ষেপে পদক

পদক তালিকা

২০০৮ বেইজিং অলিম্পিকের সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত।[2]

 চীন (CHN)
 ইন্দোনেশিয়া (INA)
 দক্ষিণ কোরিয়া (KOR)
 মালয়েশিয়া (MAS)
মোট১৫

বিভাগসমূহ

বিভাগ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
পুরুষদের সিঙ্গলস
বিশদ
লিন ড্যান
 চীন
লি চোং উই
 মালয়েশিয়া
চেন জিন
 চীন
পুরুষদের ডাবলস
বিশদ
মার্কিস কিডো
হেন্ড্রা সেটিয়াওয়ান
 ইন্দোনেশিয়া
কাই ইয়ুন
ফু হাইফেং
 চীন
লি জি-জিন
হং জি-মান
 দক্ষিণ কোরিয়া
মহিলাদের সিঙ্গলস
বিশদ
ঝ্যাং নিং
 চীন
জি জিংফ্যাং
 চীন
মারিয়া ক্রিস্টিন ইয়ুলিয়ান্তি
 ইন্দোনেশিয়া
মহিলাদের ডাবলস
বিশদ
ডু জিং
য়ু ইয়াং
 চীন
লি কিয়োং-ওন
লি হিয়ো-জুং
 দক্ষিণ কোরিয়া
ঝ্যাং ইয়াওয়েন
ওয়েই ইলি
 চীন
মিশ্র ডাবলস
বিশদ
লি ইয়ং-ডি
লি হিয়ো-জুং
 দক্ষিণ কোরিয়া
নোভা উইদিয়ান্তো
লিলিয়ানা নাসির
 ইন্দোনেশিয়া
হি হানবিন
য়ু ইয়াং
 চীন

অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ

রাষ্ট্রপুরুষদের সিঙ্গলসপুরুষদের ডাবলসমহিলাদের সিঙ্গলসমহিলাদের ডাবলসমিশ্র ডাবলসমোট
 আলজেরিয়া
 অস্ট্রেলিয়া
 বেলারুশ
 বুলগেরিয়া
 কানাডা
 চীন১৯
 চীনা তাইপেই
 চেক প্রজাতন্ত্র
 ডেনমার্ক১০
 মিশর
 এস্তোনিয়া
 ফিনল্যান্ড
 ফ্রান্স
 জার্মানি
 গ্রেট ব্রিটেন
 গুয়াতেমালা
 হংকং
 আইসল্যান্ড
 ভারত
 ইন্দোনেশিয়া১১
 ইরান
 আয়ারল্যান্ড
 ইতালি
 জাপান১০
 লিথুয়ানিয়া
 মালয়েশিয়া
 মরিশাস
 মেক্সিকো
 নিউজিল্যান্ড
 নাইজেরিয়া
 পেরু
 পোল্যান্ড
 পর্তুগাল
 রাশিয়া
 সেশেল
 সিঙ্গাপুর
 স্লোভাকিয়া
 স্লোভেনিয়া
 দক্ষিণ আফ্রিকা
 দক্ষিণ কোরিয়া১৩
 স্পেন
 শ্রীলঙ্কা
 সুইডেন
 সুইজারল্যান্ড
 থাইল্যান্ড
 উগান্ডা
 ইউক্রেন
 মার্কিন যুক্তরাষ্ট্র
 ভিয়েতনাম
 জাম্বিয়া
মোট প্রতিযোগী৪১৩২৪৭৩২৩২১৭৩
মোট দেশ৩৫১০৪৩১২১২৫০

তথ্যসূত্র

  1. "Badminton Draw Brought Forward"। BWF। ২০০৮-০৭-০৭। ২০০৮-০৭-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-০৯
  2. "Badminton Medal Standings"। ২০০৮-০৮-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.