২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্যাডমিন্টন
বেইজিং-এ অনুষ্ঠিত ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৯ই আগস্ট থেকে ১৭ই আগস্ট পর্যন্ত বেইজিং ইউনিভার্সিটি অফ টেকনোলজি জিমনাশিয়ামে।
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্যাডমিন্টন ![]() | ||||||
---|---|---|---|---|---|---|
সিঙ্গলস | পুরুষদের প্রতিযোগিতা | মহিলাদের প্রতিযোগিতা | ||||
ডাবলস | পুরুষদের প্রতিযোগিতা | মহিলাদের প্রতিযোগিতা | মিশ্র প্রতিযোগিতা |

যোগ্যতাপর্ব
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের যোগ্যতাপর্ব শুরু হয় ২০০৭ সালের মে মাস থেকে। আর তা চলে ২০০৮ সালের এপ্রিল মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন অনুমোদিত যাবতীয় প্রতিযোগিতাগুলি (ব্যতিক্রম পরীক্ষামূলক বিভাগগুলি) অলিম্পিকে যোগ্যতা অর্জনের পয়েন্ট প্রদান করে।
প্রতিযোগিতার নির্ঘন্ট
আগস্ট | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
---|---|---|---|---|---|---|---|---|---|
পুরুষদের সিঙ্গলস | ৬৪জনের রাউন্ড | ৬৪জনের রাউন্ড | ৩২জনের রাউন্ড | ১৬জনের রাউন্ড | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ব্রোঞ্জ | ফাইনাল | |
মহিলাদের সিঙ্গলস | ৬৪জনের রাউন্ড | ৩২জনের রাউন্ড | ১৬জনের রাউন্ড | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ব্রোঞ্জ / ফাইনাল | |||
পুরুষদের ডাবলস | ১৬জনের রাউন্ড | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ব্রোঞ্জ / ফাইনাল | |||||
মহিলাদের ডাবলস | ১৬জনের রাউন্ড | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ব্রোঞ্জ / ফাইনাল | |||||
পুরুষদের ডাবলস | ১৬জনের রাউন্ড | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ব্রোঞ্জ / ফাইনাল |
ড্র
প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয় ২৬শে জুলাই, ২০০৮ তারিখে বেইজিং হেনান প্লাজা হোটেলে সিএসটি (ইউটিসি+৮) ১৬:০০টার সময়। প্রথমে, খেলা শুরুর মাত্র পাঁচদিন আগে, ৪ঠা আগস্ট, ২০০৮ এই ড্র হবার কথা ছিল। পরে টেলিভিশনে সম্প্রচারের কার্যক্রম নির্ধারণের সুবিধার্থে ড্র এগিয়ে আনা হয়।[1]

সংক্ষেপে পদক
পদক তালিকা
২০০৮ বেইজিং অলিম্পিকের সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত।[2]
১ | ![]() | ৩ | ২ | ৩ | ৮ |
২ | ![]() | ১ | ১ | ১ | ৩ |
![]() | ১ | ১ | ১ | ৩ | |
৪ | ![]() | ০ | ১ | ০ | ১ |
মোট | ৫ | ৫ | ৫ | ১৫ |
---|
বিভাগসমূহ
বিভাগ | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ |
---|---|---|---|
পুরুষদের সিঙ্গলস বিশদ |
লিন ড্যান![]() |
লি চোং উই![]() |
চেন জিন![]() |
পুরুষদের ডাবলস বিশদ |
মার্কিস কিডো ও হেন্ড্রা সেটিয়াওয়ান ![]() |
কাই ইয়ুন ও ফু হাইফেং ![]() |
লি জি-জিন ও হং জি-মান ![]() |
মহিলাদের সিঙ্গলস বিশদ |
ঝ্যাং নিং![]() |
জি জিংফ্যাং![]() |
মারিয়া ক্রিস্টিন ইয়ুলিয়ান্তি![]() |
মহিলাদের ডাবলস বিশদ |
ডু জিং ও য়ু ইয়াং ![]() |
লি কিয়োং-ওন ও লি হিয়ো-জুং ![]() |
ঝ্যাং ইয়াওয়েন ও ওয়েই ইলি ![]() |
মিশ্র ডাবলস বিশদ |
লি ইয়ং-ডি ও লি হিয়ো-জুং ![]() |
নোভা উইদিয়ান্তো ও লিলিয়ানা নাসির ![]() |
হি হানবিন ও য়ু ইয়াং ![]() |
অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ
রাষ্ট্র | পুরুষদের সিঙ্গলস | পুরুষদের ডাবলস | মহিলাদের সিঙ্গলস | মহিলাদের ডাবলস | মিশ্র ডাবলস | মোট |
---|---|---|---|---|---|---|
![]() | ১ | ১ | ||||
![]() | ১ | ২ | ১ | ২ | ৬ | |
![]() | ১ | ১ | ||||
![]() | ১ | ১ | ||||
![]() | ১ | ১ | ২ | ৪ | ||
![]() | ৩ | ৪ | ৩ | ৬ | ৪ | ১৯ |
![]() | ১ | ১ | ২ | ৪ | ||
![]() | ১ | ১ | ২ | |||
![]() | ২ | ৪ | ১ | ২ | ২ | ১০ |
![]() | ১ | ১ | ||||
![]() | ১ | ১ | ২ | |||
![]() | ১ | ১ | ২ | |||
![]() | ১ | ১ | ২ | |||
![]() | ১ | ২ | ২ | ৫ | ||
![]() | ১ | ১ | ২ | ৪ | ৬ | |
![]() | ১ | ১ | ||||
![]() | ১ | ২ | ৩ | |||
![]() | ১ | ১ | ||||
![]() | ১ | ১ | ২ | |||
![]() | ২ | ৪ | ১ | ২ | ৪ | ১১ |
![]() | ১ | ১ | ||||
![]() | ১ | ১ | ২ | |||
![]() | ১ | ১ | ||||
![]() | ১ | ৪ | ১ | ৪ | ১০ | |
![]() | ১ | ১ | ২ | |||
![]() | ২ | ৪ | ১ | ২ | ৯ | |
![]() | ১ | ১ | ||||
![]() | ১ | ১ | ||||
![]() | ১ | ২ | ৩ | |||
![]() | ১ | ১ | ||||
![]() | ১ | ১ | ||||
![]() | ১ | ২ | ১ | ২ | ৫ | |
![]() | ১ | ১ | ২ | |||
![]() | ১ | ১ | ২ | |||
![]() | ২ | ২ | ||||
![]() | ১ | ১ | ২ | ২ | ৫ | |
![]() | ১ | ১ | ||||
![]() | ১ | ১ | ||||
![]() | ২ | ১ | ২ | ৫ | ||
![]() | ২ | ৪ | ১ | ৪ | ৪ | ১৩ |
![]() | ১ | ১ | ২ | |||
![]() | ১ | ১ | ||||
![]() | ১ | ১ | ||||
![]() | ১ | ১ | ২ | |||
![]() | ১ | ১ | ২ | ৪ | ||
![]() | ১ | ১ | ||||
![]() | ১ | ১ | ২ | |||
![]() | ১ | ২ | ১ | ২ | ৫ | |
![]() | ১ | ১ | ২ | |||
![]() | ১ | ১ | ||||
মোট প্রতিযোগী | ৪১ | ৩২ | ৪৭ | ৩২ | ৩২ | ১৭৩ |
মোট দেশ | ৩৫ | ১০ | ৪৩ | ১২ | ১২ | ৫০ |
তথ্যসূত্র
- "Badminton Draw Brought Forward"। BWF। ২০০৮-০৭-০৭। ২০০৮-০৭-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-০৯।
- "Badminton Medal Standings"। ২০০৮-০৮-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৫।