২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – বাছাইপর্ব
২০০৮ অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতার জন্য নিম্নলিখিত যোগ্যতানির্ণায়ক পদ্ধতি ব্যবহৃত হয়।
পুল: ব্যক্তিগত বিভাগসমূহ
প্রতিটি জাতীয় অলিম্পিক কমিটি (NOC) প্রতিটি বিভাগে অনধিক ২জন প্রতিযোগীকে দেশের প্রতিনিধিত্ব করতে পাঠাতে পারে যদি দুজনেই A স্ট্যান্ডার্ডের হন, অথবা, প্রতিটি বিভাগে ১জন প্রতযোগী পাঠাতে পারে যদি সেই প্রতিযোগী B স্ট্যান্ডার্ডের হন। এছাড়া প্রত্যেক NOC ১টি করে যোগ্য রিলে দলও পাঠাতে পারে। যদি কোনো NOC-এর B স্ট্যান্ডার্ডেরও কোনো প্রতিযোগী না থাকে তাহলে সেই NOC একজন পুরুষ ও একজন মহিলা সাঁতারু (মোট দুজন) পাঠাতে পারেন।
যে সকল মহাদেশীয় প্রতিযোগিতা, জাতীয় অলিম্পিক যাচাইপর্ব বা FINA অনুমোদিত আন্তর্জাতিক প্রতিযোগিতা ১৫ই মার্চ, ২০০৭ ও ১৫ই জুলাই, ২০০৮-এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে সেই গুলি থেকে যোগ্যতা নির্ণায়ক সময় মানক নিতে হবে।
পাদটিকা
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.