২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মুষ্টিযুদ্ধ – লাইট ফ্লাইওয়েট
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় লাইট ফ্লাইওয়েট শ্রেণী ছিল সবচেয়ে কম ওজনের শ্রেণী। সেই সব মুষ্টিযোদ্ধা লাইট ফ্লাইওয়েট শ্রেণীভুক্ত হত, যারা ৪৮ কিলোগ্রাম (১০৫.৮ পাউন্ড) থেকে কম ওজনের।
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মুষ্টিযুদ্ধ ![]() | ||||
---|---|---|---|---|
লাইট ফ্লাইওয়েট | ||||
ফ্লাইওয়েট | ||||
ব্যান্টমওয়েট | ||||
ফেদারওয়েট | ||||
লাইটওয়েট | ||||
লাইট ওয়েল্টারওয়েট | ||||
ওয়েল্টারওয়েট | ||||
মিডলওয়েট | ||||
লাইট হেভিওয়েট | ||||
হেভিওয়েট | ||||
সুপার হেভিওয়েট |
২০০৭ বিশ্ব অপেশাদার মুষ্টিযুদ্ধ চ্যাম্পিয়নশিপ ও ৯টি মহাদেশীয় যোগ্যতা নির্ণায়ক টুর্নামেন্ট থেকে মোট ২৯ জন মুষ্টিযোদ্ধা এই বিভাগে অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।
আয়োজক দেশের মুষ্টিযোদ্ধা ঝু শিমিং ছিলেন এই বিভাগে একমাত্র অলিম্পিক পদকজয়ী প্রতিযোগী। তিনি ২০০৪ অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতেন ও বেইজিং গেমস শুরু হবার সময় বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন।
অলিম্পিকে মুষ্টিযুদ্ধের অন্যান্য বিভাগের মত, এটিও সরাসরি একক-অপনয়ন পদ্ধতিতে পরিচালিত হয়। সেমিফাইনালে পরাজিত দুই প্রতিযোগীর উভয়কেই ব্রোঞ্জ পদক প্রদান করা হয়, যাতে কোনো প্রতিযোগীকেই তার প্রথম পরাজয়ের পর আর লড়তে না হয়। এক একটি লড়াইয়ে মোট চারটি দুই মিনিটের রাউন্ড হয়, যেখানে প্রতি রাউন্ডের শেষে ১মিনিটের বিরতি থাকে। শুধুমাত্র দস্তানার সামনের সাদা অংশ দিয়ে মাথা বা শরীরের উপরিভাগে (কোমর থেকে উপরে) ঘুষি মারলেই তা পয়েন্টের জন্য গ্রাহ্য হবে। প্রতিটি লড়াইয়ে পাঁচ জন বিচারক থাকেন; তাদের মধ্যে অন্ততঃ তিনজনকে ঘুষি মারার এক সেকেন্ডের মধ্যে ইশারা করতে হবে ঐ ঘুষি স্কোর করার জন্য। লড়াইয়ের শেষে যে প্রতিযোগী সর্বাধিক বৈধ ঘুষি মেরেছে, সেই বিজয়ী ঘোষিত হয়।
পদকবিজয়ী
স্বর্ণ | ঝু শিমিং![]() |
রৌপ্য | পুরেভদোর্জিন সার্ডাম্বা![]() |
ব্রোঞ্জ | প্যাডি বার্নস![]() |
ইয়েম্পিয়ের হার্নান্ডেজ![]() |
যোগ্যতাঅর্জনকারী প্রতিযোগী
যোগ্যতাঅর্জনকারী | ||||||
---|---|---|---|---|---|---|
প্রতিযোগী | টীকা | |||||
১ | ![]() | ![]() | ||||
২ | ![]() | |||||
৩ | ![]() | ![]() | ||||
৪ | ![]() | ![]() ![]() ![]() ![]() ![]() | ||||
৫ | ![]() | |||||
৬ | ![]() | ![]() | ||||
৭ | ![]() | |||||
৮ | ![]() | ![]() ![]() | ||||
৯ | ![]() | ![]() | ||||
১০ | ![]() | ![]() | ||||
১১ | ![]() | |||||
১২ | ![]() | ![]() | ||||
১৩ | ![]() | ![]() ![]() | ||||
১৪ | ![]() | |||||
১৫ | ![]() | |||||
১৬ | ![]() | ![]() | ||||
১৭ | ![]() | |||||
১৮ | ![]() | ![]() ![]() ![]() ![]() | ||||
১৯ | ![]() | |||||
২০ | ![]() | ![]() | ||||
২১ | ![]() | ![]() | ||||
২২ | ![]() | IOC ট্রাইপার্টাইট কমিশন আমন্ত্রণ | ||||
২৩ | ![]() | ![]() | ||||
২৪ | ![]() | ![]() | ||||
২৫ | ![]() | |||||
২৬ | ![]() | |||||
২৭ | ![]() | ![]() | ||||
২৮ | ![]() | |||||
২৯ | ![]() | |||||
২৯জন মুষ্টিযোদ্ধা |
সময়সূচী
সমস্ত সময় China Standard Time (UTC+৮)
তারিখ | সময় | রাউন্ড |
---|---|---|
১৩ই আগস্ট, ২০০৮, বুধবার | ১৩:৩০-১৫:০০ ১৯:০০-২০:৩০ | ৩২জনের রাউন্ড |
১৬ই আগস্ট, ২০০৮, শনিবার | ১৯:০০-২১:০০ | ১৬জনের রাউন্ড |
১৯শে আগস্ট, ২০০৮, মঙ্গলবার | ১৯:০০-২০:০০ | কোয়ার্টার ফাইনাল |
২২শে আগস্ট, ২০০৮, শুক্রবার | ১৯:০০-১৯:৩০ | সেমিফাইনাল |
২৪শে আগস্ট, ২০০৮ রবিবার | ১৩:৩০-১৩:৪৫ | ফাইনাল লড়াই |
ড্র
ফাইনাল
সেমিফাইনাল | ফাইনাল | |||||||
![]() |
০ | |||||||
![]() |
১৫ | |||||||
![]() |
||||||||
![]() |
RET | |||||||
![]() |
+৮ | |||||||
![]() |
৮ |
ঊর্ধাংশ
৩২জনের রাউন্ড | ১৬জনের রাউন্ড | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | |||||||||||||||
![]() |
১৪ | |||||||||||||||||
![]() |
৮ | |||||||||||||||||
![]() |
১১ | |||||||||||||||||
![]() |
৫ | |||||||||||||||||
![]() |
৫ | |||||||||||||||||
![]() |
RSC | ![]() |
+৫ | |||||||||||||||
![]() |
![]() |
০ | ||||||||||||||||
![]() |
৬ | ![]() |
১৫ | |||||||||||||||
![]() |
৭ | ![]() |
১৩ | |||||||||||||||
![]() |
৩ | ![]() |
৭ | |||||||||||||||
![]() |
৯ | ![]() |
৪ | |||||||||||||||
![]() |
৮ | ![]() |
৯ | |||||||||||||||
![]() |
৭ | ![]() |
৩ | |||||||||||||||
![]() |
২ | ![]() |
+৩ | |||||||||||||||
![]() |
১১ |
নিম্নাংশ
৩২জনের রাউন্ড | ১৬জনের রাউন্ড | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | |||||||||||||||
![]() |
৯ | |||||||||||||||||
![]() |
৩ | ![]() |
৩ | |||||||||||||||
![]() |
১৪ | ![]() |
৭ | |||||||||||||||
![]() |
২ | ![]() |
২ | |||||||||||||||
![]() |
৯ | ![]() |
৫ | |||||||||||||||
![]() |
৫ | ![]() |
৮ | |||||||||||||||
![]() |
৯ | ![]() |
৭ | |||||||||||||||
![]() |
১২ | ![]() |
+৮ | |||||||||||||||
![]() |
১৩ | ![]() |
৮ | |||||||||||||||
![]() |
১১ | ![]() |
৩ | |||||||||||||||
![]() |
১২ | ![]() |
২১ | |||||||||||||||
![]() |
১ | ![]() |
২১ | |||||||||||||||
![]() |
৬ | ![]() |
৬ | |||||||||||||||
![]() |
৩ | ![]() |
১২ | |||||||||||||||
![]() |
৭ | ![]() |
২১ | |||||||||||||||
![]() |
১৩ |
আরও দেখুন
- ২০০৯ বিশ্ব অপেশাদার মুষ্টিযুদ্ধ চ্যাম্পিয়নশিপ - লাইট ফ্লাইওয়েট