২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মুষ্টিযুদ্ধ – লাইট ওয়েল্টারওয়েট

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে লাইট ওয়েল্টারওয়েট প্রতিযোগিতা ছিল মধ্যবর্তী ওজনের অপেশাদার মুষ্টিযুদ্ধের বিভাগ, আর তা অনুষ্ঠিত হয় ওয়ার্কার্স ইন্ডোর এরিনাতে। সেই সব মুষ্টিযোদ্ধা লাইট ওয়েল্টারওয়েট শ্রেণীভুক্ত হত, যারা ৬৪ কিলোগ্রাম (১৪১.১ পাউন্ড) থেকে কম ওজনের।

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
মুষ্টিযুদ্ধ
লাইট ফ্লাইওয়েট
ফ্লাইওয়েট
ব্যান্টমওয়েট
ফেদারওয়েট
লাইটওয়েট
লাইট ওয়েল্টারওয়েট
ওয়েল্টারওয়েট
মিডলওয়েট
লাইট হেভিওয়েট
হেভিওয়েট
সুপার হেভিওয়েট

অলিম্পিকে মুষ্টিযুদ্ধের অন্যান্য বিভাগের মত, এটিও সরাসরি একক-অপনয়ন পদ্ধতিতে পরিচালিত হয়। সেমিফাইনালে পরাজিত দুই প্রতিযোগীর উভয়কেই ব্রোঞ্জ পদক প্রদান করা হয়, যাতে কোনো প্রতিযোগীকেই তার প্রথম পরাজয়ের পর আর লড়তে না হয়। এক একটি লড়াইয়ে মোট চারটি দুই মিনিটের রাউন্ড হয়, যেখানে প্রতি রাউন্ডের শেষে ১মিনিটের বিরতি থাকে। শুধুমাত্র দস্তানার সামনের সাদা অংশ দিয়ে মাথা বা শরীরের উপরিভাগে (কোমর থেকে উপরে) ঘুষি মারলেই তা পয়েন্টের জন্য গ্রাহ্য হবে। প্রতিটি লড়াইয়ে পাঁচ জন বিচারক থাকেন; তাদের মধ্যে অন্ততঃ তিনজনকে ঘুষি মারার এক সেকেন্ডের মধ্যে ইশারা করতে হবে ঐ ঘুষি স্কোর করার জন্য। লড়াইয়ের শেষে যে প্রতিযোগী সর্বাধিক বৈধ ঘুষি মেরেছে, সেই বিজয়ী ঘোষিত হয়।

পদকবিজয়ী

স্বর্ণম্যানুয়েল ফেলিক্স ডিয়াজ
 ডোমিনিকান প্রজাতন্ত্র
রৌপ্যমানুস বুঞ্জুমং
 থাইল্যান্ড
ব্রোঞ্জআলেক্সিস ভাস্তিন
 ফ্রান্স
রোনিয়েল ইগলেসিয়াস
 কিউবা

সময়সূচী

সমস্ত সময় চীন প্রমাণ সময় (ইউটিসি+০৮:০০)

তারিখ সময় রাউন্ড
১০ই আগস্ট, ২০০৮, রবিবার১৩:৩০-১৫:১৫
১৯:০০-২০:৩০
৩২জনের রাউন্ড
১৪ই আগস্ট, ২০০৮, বৃহস্পতিবার১৯:০০-২১:০০ ১৬জনের রাউন্ড
১৭ই আগস্ট, ২০০৮, রবিবার১৯:০০-২০:০০ কোয়ার্টার ফাইনাল
২২শে আগস্ট, ২০০৮, শুক্রবার১৪:৩১-১৫:০০ সেমিফাইনাল
২৩শে আগস্ট, ২০০৮, শনিবার২০:১১-২০:৩১ ফাইনাল লড়াই

ড্র

ফাইনাল

  সেমিফাইনাল ফাইনাল
                 
  মানুস বুঞ্জুমং (THA) ১০  
  রোনিয়েল ইগলেসিয়াস (CUB)  
      মানুস বুঞ্জুমং (THA)
    ম্যানুয়েল ফেলিক্স ডিয়াজ (DOM) ১২
  ম্যানুয়েল ফেলিক্স ডিয়াজ (DOM) ১২
  আলেক্সিস ভাস্তিন (FRA) ১০  

ঊর্ধাংশ

  ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল
      
           সেরিক সাপিয়েভ (KAZ) ২২  
           জনি সাঞ্চেজ (VEN)  
             সেরিক সাপিয়েভ (KAZ)  
             মানুস বুঞ্জুমং (THA)  
           মানুস বুঞ্জুমং (THA)  
           মাসাতসুগু কাওয়াচি (JPN)  
             মানুস বুঞ্জুমং (THA) ১০
  মাইমাইতিতুয়ের্সুন কিওং (CHN)         রোনিয়েল ইগলেসিয়াস (CUB)
  জেনেডি কোভালেভ (RUS) ১৫       জেনেডি কোভালেভ (RUS) ১১  
  মাইক কার্ভালহো (BRA) ১১       রিকার্নো কলিন (MRI)  
  রিকার্নো কলিন (MRI) ১৫         জেনেডি কোভালেভ (RUS)  
  দ্রিস মৌসাদ (MAR) ২৩         রোনিয়েল ইগলেসিয়াস (CUB)  
  টড কিড (AUS)       দ্রিস মৌসাদ (MAR)       
  রোনিয়েল ইগলেসিয়াস (CUB) ১৫       রোনিয়েল ইগলেসিয়াস (CUB) ১৫       
  মাহামান স্মাইলা (CMR)  

নিম্নাংশ

  ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল
  জনি জো জয়েস (IRL)  
  গিউলা কাটে (HUN)       জনি জো জয়েস (IRL) ১১  
  ম্যানুয়েল ফেলিক্স ডিয়াজ (DOM) ১১       ম্যানুয়েল ফেলিক্স ডিয়াজ (DOM) +১১  
  এদুয়ার্দ হামবার্দজুমিয়ান (ARM)         ম্যানুয়েল ফেলিক্স ডিয়াজ (DOM) ১১  
  মোর্তজা সেপাভান্দ (IRI) ১৬         মোর্তজা সেপাভান্দ (IRI)  
  হামজা হাসিনি (TUN)       মোর্তজা সেপাভান্দ (IRI)  
  আয়োনাট জিওর্জে (ROU) ২১       আয়োনাট জিওর্জে (ROU)  
  জোনাথান গঞ্জালেজ (PUR)         ম্যানুয়েল ফেলিক্স ডিয়াজ (DOM) ১২
  উরাচিমেজিন মঙ্খ-আর্ডেন (MGL) ১২         আলেক্সিস ভাস্তিন (FRA) ১০
  হেস্টিংস বোয়ালিয়া (ZAM)       উরাচিমেজিন মঙ্খ-আর্ডেন (MGL) ১০  
  বোরিস জর্জিয়েভ (BUL) ১৪       বোরিস জর্জিয়েভ (BUL)  
  জাভিয়ার মলিনা (USA)         উরাচিমেজিন মঙ্খ-আর্ডেন (MGL)  
  স্যামুয়েল কোটে নীকায়ে (GHA)           আলেক্সিস ভাস্তিন (FRA) ১২  
  ব্র্যাডলি সন্ডার্স (GBR) KO       ব্র্যাডলি সন্ডার্স (GBR)       
  আলেক্সিস ভাস্তিন (FRA) ১৩       আলেক্সিস ভাস্তিন (FRA) ১১       
  এজিডিজাস কাভালিয়াসকাস (LTU)  

আরও দেখুন

  • ২০০৯ বিশ্ব অপেশাদার মুষ্টিযুদ্ধ চ্যাম্পিয়নশিপ - লাইট ওয়েল্টারওয়েট

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.