১৯২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে আর্জেন্টিনা
বেলজিয়ামের এন্টওয়ার্পে অনুষ্ঠিত ১৯২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে আর্জেন্টিনা অংশ নেয়। ১৯০০ এবং ১৯০৮ সালে মাত্র একজন করে ক্রীড়াবিদ পাঠানোর পর এই প্রথম আর্জেন্টিনা একটি সম্পূর্ণ দল পাঠায়।
অলিম্পিক গেমসে আর্জেন্টিনা | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||
১৯২০ গ্রীষ্মকালীন অলিম্পিক Antwerp | ||||||||||||
প্রতিযোগী | ১ জন | |||||||||||
পদক | স্বর্ণ ০ |
রৌপ্য ০ |
ব্রোঞ্জ ০ |
মোট ০ |
||||||||
অলিম্পিক ইতিহাস (সারসংক্ষেপ) | ||||||||||||
গ্রীষ্মকালীন গেমস | ||||||||||||
শীতকালীন গেমস | ||||||||||||
|
বক্সিং
১৯২০ অলিম্পিকে একজন বক্সার আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করে। বক্সিং এ দেশটির প্রথম উপস্থিতি ছিল এটি। এঙ্গেল রদ্রিগেজ প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই পরাজিত হন।
বক্সার | ওজন শ্রেণী | রাউন্ড ৩২ | রাউন্ড ১৬ | কোয়ার্টার | সেমি | ফাইনাল / ব্রোঞ্জ ম্যাচ | |
---|---|---|---|---|---|---|---|
বিপক্ষ দলের স্কোর |
বিপক্ষ দলের স্কোর |
বিপক্ষ দলের স্কোর |
বিপক্ষ দলের স্কোর |
বিপক্ষ দলের স্কোর |
র্যাঙ্ক | ||
এঙ্গেল রদ্রিগেজ | পুরুষ ফেদারওয়েট | ওসলেন L |
এগোতে পারেননি | ১৬ |
|
|
তথ্যসূত্র
- বেলজিয়াম অলিম্পিক কমিটি (১৯৫৭)। Olympic Games Antwerp 1920: Official Report (PDF) (ফরাসি ভাষায়)।
- Wudarski, Pawel (১৯৯৯)। "Wyniki Igrzysk Olimpijskich" (পোলিশ ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০০৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.