১৯০০ গ্রীষ্মকালীন অলিম্পিকে অস্ট্রিয়া
ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ১৯০০ গ্রীষ্মকালীন অলিম্পিকে অস্ট্রিয়া অংশগ্রহণ করে। ১৩ অস্ট্রীয় প্রতিযোগী প্রতিযোগিতার ৩টি শাখার ১০টি ইভেন্টের ১৯টি এন্ট্রিতে অংশ নেয়।
অলিম্পিক গেমসে অস্ট্রিয়া | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||
১৯০০ গ্রীষ্মকালীন অলিম্পিক প্যারিস | ||||||||||||
প্রতিযোগী | ৩টি ক্রীড়ায় ১৩ জন | |||||||||||
পদক | স্বর্ণ ০ |
রৌপ্য ৩ |
ব্রোঞ্জ ৩ |
মোট ৬ |
||||||||
অলিম্পিক ইতিহাস (সারসংক্ষেপ) | ||||||||||||
গ্রীষ্মকালীন গেমস | ||||||||||||
শীতকালীন গেমস | ||||||||||||
|
পদক
পদক | নাম | ক্রীড়া | ইভেন্ট |
---|---|---|---|
![]() | কার্ল রুর্বেল | সাতার | ২০০ মিটার পুরুষ ব্রেকস্টোক |
![]() | অট্টো ওয়াহল | সাতার | ২০০ মিটার পুরুষ ফ্রী স্টাইল |
![]() | অট্টো ওয়াহল | সাতার | ২০০ মিটার পুরুষ বাধা স্টাইল |
![]() | সেইগফ্রিড ফ্লেশ | ফেনসিং | তরবারি |
![]() | মিলান নেরালিক | ফেনসিং | তরবারি |
![]() | কার্ল রুর্বেল | সাতার | ২০০ মিটার পুরুষ ফ্রী স্টাইল |
ইভেন্ট অনুযায়ী পদক
অ্যাথলেটিক্স
ইভৈন্ট | স্থান | ক্রীড়াবিদ | ফাইনাল |
---|---|---|---|
১৫০০ মিটার পুরুষ দৌড় | ৬ষ্ঠ | হারমান রাস্কটিল | অজানা |
১৫০০ মিটার পুরুষ দৌড় | ৫ম | হারমান রাস্কটিল | অজানা |
ফেনসিং
নিবন্ধের এই অংশটি অসম্পূর্ণ। আপনি চাইলে এই অংশটিকে সমৃদ্ধ করতে পারেন।
সাতার
নিবন্ধের এই অংশটি অসম্পূর্ণ। আপনি চাইলে এই অংশটিকে সমৃদ্ধ করতে পারেন।
তথ্যসূত্র
- ডি ওয়ায়েল, হারমান। Herman's Full Olympians: "1900 Olympians from Australia"। সংগৃহীত ১১ মার্চ ২০০৬। -এ উপলব্ধ।
- ম্যালন, বিল (১৯৯৮)। The 1900 Olympic Games, Results for All Competitors in All Events, with Commentary। জেফারসন, উত্তর ক্যারোলিনা: ম্যাকফারল্যান্ড এন্ড কোম্পানি, ইনক., পাবলিশার্স। আইএসবিএন 0-7864-0378-0।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.