হ্যালাইট

হ্যালাইটের বাণিজ্যিক নাম খনিজ লবন। ইভাপোরাইট ক্রমের খনিজগুলোর মধ্যে হ্যালাইট অন্যতম। এর স্ফটিক কিউব আকৃতির। অনেক সময় অষ্টপলা(octahedral) এবং কঙ্কাল আকৃতির স্ফটিকও দেখা যায়।

হ্যালাইট
সাধারণ তথ্য
শ্রেণীহ্যালাইট খনিজ
রাসায়নিক সূত্রসোডিয়াম ক্লোরাইড NaCl
সনাক্তকরণ
বর্ণবর্ণহীন বা সাদা, নীল,লাল, গোলাপী, হলুদ, কমলা এবং ধূসর
স্ফটিক রীতিpredominantly cubes and in massive sedimentary beds, but also granular, fibrous and compact
স্ফটিক পদ্ধতিisometric 4/m 3 2/m
বিদারণPerfect {001}, three directions cubic
ফাটলConchoidal
সংসক্তিBrittle
কাঠিন্য মাত্রা২-২.৫
ঔজ্জ্বল্যVitreous
ডোরা বা বর্ণচ্ছটাসাদা
স্বচ্ছতাস্বচ্ছ
আপেক্ষিক গুরুত্ব২.১৭
আলোকিক বৈশিষ্ট্যIsotropic
প্রতিসরাঙ্ক১.৫৪৪
দ্রাব্যতাপানিতে
অন্যান্য বৈশিষ্ট্যSalty flavor, Fluorescent
তথ্যসূত্র[1]

কাঠিন্যতা

হ্যালাইটের কাঠিন্যতা ২.০-২.৫ এবং আপেক্ষিক গুরুত্ব ২.১-২.২।]

আণবিক ভর

হ্যালাইটের আণবিক ভর ৫৮.৪৪ গ্রাম।

উপাদানগুলোর মিশ্রণ

উপাদানশতাংশ
সোডিয়াম৩৯.৩৪%
ক্লোরিন৬০.৬৬%

উৎস: মিনারেল ওয়েব[2]

বর্ণ

বিশুদ্ধ অবস্থায় হ্যালাইট বর্ণহীন অথবা সাদা রঙের হয়ে থাকে। কিন্তু অপদ্রব্য মিশ্রিত অবস্থায় এর রঙ কালচে, নীল, সবুজ, অথবা কালো হতে পারে।

প্রাপ্তিস্থান

হ্যালাইট স্তুপ আকারে পাওয়া যায়। এক্ষেত্রে জিপসাম, অ্যানহাইড্রাইট, কাদা এবং ডোলোমাইটের সাথে সংশ্লিষ্ট থাকে। হ্যালাইটের স্তুপ বিভিন্ন যুগের পাললিক শিলার সাথে পাওয়া যায়।

চিত্রশালা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.