হেল্লেন

গ্রিক পুরাণে, হেল্লেন ছিল দেউকালিয়নএপিমেথেউস-কন্যা পাইরার পুত্র এবং থায়ইয়া, আম্ফিক্তিয়ন, ওরেস্থেউস, প্রোতোজেনেইয়াপান্দোরা ২য় এর ভাই। সে ওর্সেইস নামক এক নাইয়াদকে বিয়ে করে এবং তাদের পুত্রেরা হল - আইওলুস, জুথুসদোরুস। তার তিন পুত্র থেকে পরবর্তীতে আইওলীয়, দোরীয়আকাইউসীয় নামে তিনটি জাতির উদ্ভব হয়।

উল্লেখ্য: এই হেল্লেন ও ট্রয়ের হেলেন বা ট্রয়ের রাজা প্রিয়ামের পুত্র হেলেনুস একই ব্যক্তি নয়।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.