আইওলুস (হেল্লেনের পুত্র)
গ্রিক পুরাণে, আইওলুস ছিল হেল্লেন ও ওর্সেইসের জ্যেষ্ঠ পুত্র এবং জুথুস ও দোরুসের ভাই। সে এনারেতে নামে দেইমাকুসের এক কন্যাকে বিয়ে করে। তাদের চারটি পুত্র ছিল। এরা হল - সিসিফুস, আথামুস, ক্রেথেউস ও সাল্মোনেউস। কেন্তাউর কেইরনের মেয়ে মেলানিপ্পেকে একবার আইওলুস ধর্ষণ করে এবং এর ফলে আর্নে নামে এক কন্যাসন্তানের জন্ম হয়।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.