ওর্সেইস
গ্রিক পুরাণে, ওর্সেইস ছিল গ্রিসের থেসালির একজন নাইয়াদ ও গ্রিকদের পৌরাণিক পূর্বপুরুষ।
পুরাণ
ওর্সেইসের পিতা-মাতার সঠিক নাম জানা যায়নি। বিবলিওথিকা অনুসারে, ওর্সেইস ছিল হেল্লেনের স্ত্রী। হেল্লেন হল দেউকালিয়ন ও পাইরার পুত্র ও পান্দোরার ভাই। হেসিয়ডের এহোয়াই অনুসারে ওর্সেইস ও হেল্লেনের তিন পুত্র ছিল। এরা হল - আইওলুস, জুথুস ও দোরুস।[1]
তথ্যসূত্র
- Hesiod, Eoiae or Catalogue of Women, Fr. 4.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.