হুয়ান হোসে নোগুয়েস

হুয়ান হোসে নোগুয়েস পোর্তালাতিন (২৮ মার্চ ১৯০৯ – ২ জুলাই ১৯৯৮),[1] হোয়ান হোসেপ নোগুয়েস নামেও পরিচিত, একজন স্পেনীয় আর্গোনিয় ফুটবলার এবং ম্যানেজার ছিলেন। ১৯৩০ এবং ১৯৪০-এর দশকে তিনি বার্সেলোনা, কাতালোনিয়া এবং স্পেনের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেছেন। পরবর্তীতে তিনি বার্সেলোনা, তারাগোনা এবং এস্পানিওলসহ লা লিগার বেশ কয়েকটি ক্লাবের হয়ে ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।

হুয়ান হোসে নোগুয়েস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হুয়ান হোসে নোগুয়েস পোর্তালাতিন
জন্ম (১৯০৯-০৩-২৮)২৮ মার্চ ১৯০৯
জন্ম স্থান বোরহা, আরাগোন, স্পেন
মৃত্যু ২ জুলাই ১৯৯৮(1998-07-02) (বয়স ৮৯)
মাঠে অবস্থান গোলরক্ষক
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
১৯২৮–১৯৩০ জারাগোজা সিডি
১৯৩০–১৯৩৬ বার্সেলোনা ৮৩ (০)
১৯৩৯–১৯৪১ বার্সেলোনা ৩১ (০)
জাতীয় দল
১৯৩২–১৯৪১ কাতালোনিয়া ১০ (০)
১৯৩৪ স্পেন (০)
দলসমূহ পরিচালিত
১৯৪১–১৯৪৪ বার্সেলোনা
১৯৪৯ তারাগোনা
১৯৫০–১৯৫২ এস্পানিওল
১৯৫২–১৯৫৪ স্পোর্তিং হিজোন
১৯৫৪–১৯৫৫ ইউই লেইদা
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৯ জানুয়ারি ২০০৬ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৯ জানুয়ারি ২০০৬ তারিখ অনুযায়ী সঠিক।

অর্জনসমূহ

বার্সেলোনা (খেলোয়াড় হিসেবে)

  • কাতালান ফুটবল চ্যাম্পিয়নশিপ: ৫ (১৯৩০, ১৯৩১, ১৯৩২, ১৯৩৫, ১৯৩৬)

বার্সেলোনা (ম্যানেজার হিসেবে)

  • কোপা দেল হেনেরালিসিমো: ১ (১৯৪২)

তথ্যসূত্র

  1. "Fallece Pepe Nogués" (Spanish ভাষায়)। Mundo Deportivo। ৬ জুলাই ১৯৯৮।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.