হুয়ান হোসে নোগুয়েস
হুয়ান হোসে নোগুয়েস পোর্তালাতিন (২৮ মার্চ ১৯০৯ – ২ জুলাই ১৯৯৮),[1] হোয়ান হোসেপ নোগুয়েস নামেও পরিচিত, একজন স্পেনীয় আর্গোনিয় ফুটবলার এবং ম্যানেজার ছিলেন। ১৯৩০ এবং ১৯৪০-এর দশকে তিনি বার্সেলোনা, কাতালোনিয়া এবং স্পেনের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেছেন। পরবর্তীতে তিনি বার্সেলোনা, তারাগোনা এবং এস্পানিওলসহ লা লিগার বেশ কয়েকটি ক্লাবের হয়ে ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হুয়ান হোসে নোগুয়েস পোর্তালাতিন | ||
জন্ম | ২৮ মার্চ ১৯০৯ | ||
জন্ম স্থান | বোরহা, আরাগোন, স্পেন | ||
মৃত্যু | ২ জুলাই ১৯৯৮ ৮৯) | (বয়স||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
১৯২৮–১৯৩০ | জারাগোজা সিডি | ||
১৯৩০–১৯৩৬ | বার্সেলোনা | ৮৩ | (০) |
১৯৩৯–১৯৪১ | বার্সেলোনা | ৩১ | (০) |
জাতীয় দল‡ | |||
১৯৩২–১৯৪১ | কাতালোনিয়া | ১০ | (০) |
১৯৩৪ | স্পেন | ১ | (০) |
দলসমূহ পরিচালিত | |||
১৯৪১–১৯৪৪ | বার্সেলোনা | ||
১৯৪৯ | তারাগোনা | ||
১৯৫০–১৯৫২ | এস্পানিওল | ||
১৯৫২–১৯৫৪ | স্পোর্তিং হিজোন | ||
১৯৫৪–১৯৫৫ | ইউই লেইদা | ||
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
অর্জনসমূহ
বার্সেলোনা (খেলোয়াড় হিসেবে)
- কাতালান ফুটবল চ্যাম্পিয়নশিপ: ৫ (১৯৩০, ১৯৩১, ১৯৩২, ১৯৩৫, ১৯৩৬)
বার্সেলোনা (ম্যানেজার হিসেবে)
- কোপা দেল হেনেরালিসিমো: ১ (১৯৪২)
তথ্যসূত্র
- "Fallece Pepe Nogués" (Spanish ভাষায়)। Mundo Deportivo। ৬ জুলাই ১৯৯৮।
বহিঃসংযোগ
- Spain stats
- La Liga player stats
- Nogués at www.fcbarcelona.com
- La Liga manager stats
- Profile at www.fcbarcelonaonline.com
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.