হাশিম ইবনে আবদ মানাফ
হাশিম ইবনে আবদ মানাফ (আরবি: هاشم بن عبد مناف; ৪৬৪ – ৪৯৭) ছিলেন শেষনবী মুহাম্মদ (সা) এর প্রপিতামহ। তিনি কুরাইশের বনু হাশিম শাখার প্রথম পুরুষ।
হাশিম ইবনে আবদ মানাফ | |
---|---|
জন্ম | ৪৬৪ |
মৃত্যু | ৪৯৭ |
পরিচিতির কারণ | মুহাম্মদ (সা) এর প্রপিতামহ |
দাম্পত্য সঙ্গী | সালমা বিনতে আমর |
সন্তান | আসাদ ইবনে হাশিম আবদুল মুত্তালিব |
পিতা-মাতা | আবদ মানাফ ইবনে কুসাই (বাবা) আতিকা বিনতে মুররাহ (মা) |
আত্মীয় | আবদ শামস ইবনে আবদ মানাফ (ভাই) মুত্তালিব ইবনে আবদ মানাফ (ভাই) নওফাল ইবনে আবদ মানাফ (সৎ ভাই) |
তার নাম ছিল আমর আল উলা। তিনি হাজিদের আতিথেয়তার উদ্দেশ্যে রুটি ও সুরুয়া দেয়ার প্রথা চালু করেছিলেন বলে তাকে হাশিম নামে ডাকা হত। আরেকটি মতানুযায়ী হাশিম নামের উদ্ভব হাশম ধাতু থেকে যার অর্থ ক্ষুধার্তকে রক্ষা করা। এ মতানুযায়ী মক্কায় এক দুর্ভিক্ষের সময় তিনি হাজিদের জন্য খাবার সরবরাহ করেছিলেন তাই তিনি হাশিম নামে পরিচিত হয়ে উঠেন।
হাশিম মক্কা ও মক্কার বাইরে সম্মানিত ছিলেন। তিনি কুরাইশের দুটি বাণিজ্য কাফেলার প্রথা চালু করেছিলেন। মক্কার বণিকরা শীতকালে ইয়েমেনে এবং গ্রীষ্মকালে সিরিয়ার দিকে বাণিজ্য কাফেলা নিয়ে যাত্রা করত।
বংশলতিকা
কুরাইশ বংশ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আবদ মানাফ ইবনে কুসাই | আতিকা বিনতে মুররাহ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আবদ শামস ইবনে আবদ মানাফ | বাররা | মুত্তালিব ইবনে আবদ মানাফ | হালা | হাশিম | সালমা বিনতে আমর | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উমাইয়া ইবনে আবদ শামস | আবদুল মুত্তালিব | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
হারব | আবুল আস ইবনে উমাইয়া | আমিনা | আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব | আবু তালিব ইবনে আবদুল মুত্তালিব | হামজা ইবনে আবদুল মুত্তালিব | আব্বাস ইবনে আবদুল মুত্তালিব | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আবু সুফিয়ান ইবনে হারব | হাকাম ইবনে আবিল আস | আফফান ইবনে আবিল আস | মুহাম্মদ (বংশলতিকা) | খাদিজা বিনতে খুওয়াইলিদ | আলি ইবনে আবি তালিব | খাওলাহ বিনতে জাফর | আবদুল্লাহ ইবনে আব্বাস | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মুয়াবিয়া | প্রথম মারওয়ান | উসমান ইবনে আফফান | রুকাইয়া বিনতে মুহাম্মদ | ফাতিমা | মুহাম্মদ ইবনুল হানাফিয়া | আলি ইবনে আবদুল্লাহ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উমাইয়া খিলাফত | উসমান ইবনে আবুল আস | হাসান ইবনে আলি | হুসাইন ইবনে আলি (বংশলতিকা) | মুখতার আল সাকাফি (আবু আমরা কায়সানিয়া) | মুহাম্মদ ইবনে আলি ইবনে আবদুল্লাহ (আব্বাসীয়) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
আরও দেখুন
- Gerald de Gaury, Rulers of Mecca
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.