হাওড়া বোলপুর কবি গুরু এক্সপ্রেস

১৩০১৫/১৬ হাওড়া বোলপুর কবি গুরু এক্সপ্রেস হল একটি এক্সপ্রেস ট্রেন।এই ট্রেনটি ভারতীয় রেলের পূর্ব রেল জোন পরিচালনা করে। ট্রেনটি হাওড়া জংশন থেকে বোলপুরের মধ্যে চলাচল করে প্রতিদিন।

হাওড়া বোলপুর কবি গুরু এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনএক্সপ্রেস ট্রেন, কবি গুরু এক্সপ্রেস
প্রথম পরিষেবা১৩ নভেম্বর ২০১১ [1]
বর্তমান পরিচালকপূর্ব রেল
যাত্রাপথ
শুরুহাওড়া জংশন রেলওয়ে স্টেশন
বিরতি3
শেষবোলপুর
ভ্রমণ দূরত্ব১৫৯ কিমি (৯৯ মা)
পরিষেবার হারপ্রতিদিন
যাত্রাপথের সেবা
শ্রেণীশীততাপ নিয়ন্ত্রিত আসন সহ, General Unreserved
আসন বিন্যাসহ্যাঁ
ঘুমানোর ব্যবস্থানা
খাদ্য সুবিধানা
কারিগরি
গাড়িসম্ভারআদর্শ ভারতীয় রেলওয়ে কোচ
ট্র্যাক গেজ১,৬৭৬ mm (5 ft 6 in) Indian gauge
পরিচালন গতি১১০ কিমি/ঘ (৬৮ মা/ঘ) সর্বোচ্চ
,৫১.৫৭ কিমি/ঘ (৩২ মা/ঘ), (সঙ্গে বিরতি )

১৩০১৫ সংখ্যার ট্রেনটি হাওড়া জংশন থেকে বোলপুরের যায় এবং ১৩০১৬ সংখ্যার ট্রেনটি বোলপুর থেকে হাওড়া জংশন যায়।

পরিসেবা

এই এক্সপ্রেস ট্রেনটি হাওড়া ও বোলপুরের মধ্যে ১৫৯ কিমি রেল পথে চলাচল করে।এই পথে অতিক্রম খরতঘ সয় প্রয়োজন হয় ৩ ঘন্টা ০৫ মিনিট।

ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ১১০ কিমি/ঘন্টা এবং গড়বেগ ৫৫ কিমি/ঘন্টা।

রুট বা পথ

হাওড়া বোলপুর কবি গুরু এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল বর্ধমান , গুসকরা হয়ে বোলপুর পৌচ্ছায়। [2]

তথ্যসূত্র

  1. "howrah-bolpur-kavi-guru-express-train"
  2. [www.kolkatabengalinfo.com/2011/11/howrah-bolpur-kavi-guru-express-train.htm "howrah-bolpur-kavi-guru-express-train."] |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.