কবি গুরু এক্সপ্রেস
কবি গুরু এক্সপ্রেস হল ভারতীয় রেল-এর একটি এক্সপ্রেস রেল।এটি ২০১১ সালে চালু হয় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর নামে উৎসর্গিত করে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসাবে এই এক্সপ্রেস রেল ও রাজ্য রানি এক্সপ্রেস একই সঙ্গে চালু হয়। [2][3]
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | এক্সপ্রেস ট্রেন |
প্রথম পরিষেবা | ২০১১ [1] |
বর্তমান পরিচালক | পূর্ব রেল |
যাত্রাপথ | |
ভ্রমণ দূরত্ব | ১৫৯ কিমি (৯৯ মা) |
পরিষেবার হার | প্রতিদিন |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | General Unreserved |
আসন বিন্যাস | হ্যাঁ |
ঘুমানোর ব্যবস্থা | না |
খাদ্য সুবিধা | না |
কারিগরি | |
গাড়িসম্ভার | আদর্শ ভারতীয় রেলওয়ে কোচ |
ট্র্যাক গেজ | ১,৬৭৬ mm (5 ft 6 in) Indian gauge |
পরিচালন গতি | ১১০ কিমি/ঘ (৬৮ মা/ঘ) সর্বোচ্চ ,৫১.৫৭ কিমি/ঘ (৩২ মা/ঘ), (সঙ্গে বিরতি ) |
কবি গুরু এক্সপ্রেস গুলি
১. ১২৯৪৯/৫০ পোরবন্দর সাঁতরাগাছি কবি গুরু এক্সপ্রেস
২. ১৩০১৫/১৬ হাওড়া বোলপুর কবি গুরু এক্সপ্রেস
৩. ১৩০২৭/২৮ হাওড়া আজিমগঞ্জ কবি গুরু এক্সপ্রেস
৪. ১৯৯০৭/১০ কাম্যখা জয়পুর কবি গুরু এক্সপ্রেস
এই চারটি এক্সপ্রেস ট্রেনের মধ্যে একমাত্র ১২৯৪৯/৫০ পোরবন্দর সাঁতরাগাছি কবি গুরু এক্সপ্রেস হল সুপার ফাস্ট এক্সপ্রেস।
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.