হংসিকা মোতবানী

হংসিকা মোতবানী (ইংরেজি: Hansika Motwani; জন্ম: ৯ আগস্ট, ১৯৯১) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি হিন্দি, তামিলতেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন। শিশুশিল্পী হিসেবে হিন্দি চলচ্চিত্র হাওয়া তে তার প্রথম আত্মপ্রকাশ। কোই মিল গয়া, আবরা কা ডাবরা এবং জাগো(২০০৪ হিন্দি চলচ্চিত্র) তে তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন।হংসিকা দেসামুদুরু তামিল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবনে খ্যাতি পান। দেসামুদুরু চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয়ের জন্যে তিনি ফিল্ম ফেয়ার সেরা অভিনেত্রী (নবাগত) - সাউথ অর্জন করেন। পরবর্তীতে তিনি কান্ত্রি, মাসকা সহ আরও বেশ কয়েকটি বড় বাজেটের চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি মাপ্পিল্লাই চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। পরবর্তীতে তিনি ভেলায়ুধাম, অরু কাল অরু কান্নাডি, থিয়া ভেলাই সেইয়ানুম কুমারুমান কারাতে সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন।

হংসিকা মোতবানী
জন্ম
হংসিকা মোতবানী

(1991-08-09) আগস্ট ৯, ১৯৯১
জাতীয়তা ভারতীয়
পেশাঅভিনেত্রী
কার্যকাল২০০১–২০০৫, ২০০৭–বর্তমান

প্রাথমিক জীবন এবং শিক্ষা

হংসিকা মোতবানী'র বাবা প্রদীপ মোতবানী, পেশায় ব্যবসায়ী এবং মা মোনা মোতবানী পেশায় ত্বক-বিশেষজ্ঞ। তার ভাই প্রশান্ত মোতবানী।[1] তার মাতৃভাষা হল সিন্ধি,[2] এবং তিনি একজন বৌদ্ধ ধর্ম অনুসারী।[3] তিনি তার শিক্ষা জীবন শুরু করেন পদার ইন্টারন্যাশনাল স্কুল এর মাধ্যমে এবং পরবর্তীতে ইন্টারন্যাশনাল কারিকুলাম স্কুল-এ ভর্তি হন।[4]

অভিনয় জীবন

প্রাথমিক বছর

তার টেলিভিশন কর্মজীবন শুরু করেন শাকা লাকা বুম বুম নামে একটি সিরিয়াল দিয়ে। পরে তিনি ভারতীয় সিরিয়াল দেস মিন নিকলা হোগা চাঁদে অভিনয় করেছিলেন, যার জন্য তিনি স্টার পরিবার পুরস্কার (প্রিয় শিশু পুরস্কার) পেয়েছিলেন এবং প্রীতি জিনতা এবং ঋত্বিক রোশনের সাথে কোই মিল গায়ায় শিশুদের একজন হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ১৬ বছর বয়সে পুরী জগন্নাথের তেলেগু চলচ্চিত্র দেশমুদ্দুরে প্রথম নায়িকার ভূমিকা পালন করেন,আল্লু‌ অর্জুনের বিপরীতে । এর জন্য সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ) অর্জন করেন । [7] বলিউডের অভিনেত্রী হিসেবে অভিষেক হয় হেমেশ রেশম্মিয়ার বিপরীতে আপ কা সূরূর এ অভিনয়ের মধ্য দিয়ে । যা ছিল মাঝারি হিট। তিনি পরবর্তীতে হেই: দ্য ইনালি ওয়ান নামক হিন্দি চলচ্চিত্রটিতে স্বাক্ষরিত হন, যেখানে তিনি একটি হত্যাকারীর ভূমিকায় অভিনয় করেছিলেন, যে তার পরিবারের জন্য প্রতিশোধ গ্রহণ করতে চায়, [8] তবে চলচ্চিত্রটিকে পরে ছাপানো হয়েছিল।তার ২০০৮ সালের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা বিন্দাস, তার প্রথম এবং একমাত্র কন্ন‌ড় চলচ্চিত্র,যাতে পুন্ন‌িত রাজকুমার অভিনয় করেছিলেন। সেই বছর পরে, তিনি কান্ত্রি চলচ্চিত্রে জুনিয়র এনটিআর এর সাথে অভিনয় করেছিলেন।

(২০১১-২০১৫)

২০১১ সালে সফল চলচ্চিত্র ম্যাপিলাইয়ে তার প্রথম তামিল চলচ্চিত্রে অভিষেক ঘটে, ধনুষের বিপরীতে। এছাড়াও তার পরবর্তী তামিল ফিল্ম জয়ম রবির বিপরীতে, এনজিউম কধাল, সফল ছিল। [9] ২০১১ সালের ফিল্ম ভ্যালুয়ধাম, যেখানে তিনি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছিলেন, বক্স অফিসে সাফল্য লাভ করে; এতে প্রথমবারের মতো তিনি গ্রামের মেয়ের ভূমিকা পালন করা করেন। ২০১২ সালে হংসিকার দুটি রিলিজ ছিল, তামিল ও তেলেগু তে । তার প্রথম মুক্তি ছিল এম. রাজেশের রোমান্টিক কমেডি ওরু কাল ওরু কান্নাডি, যা তার প্রথম রানওয়ে হিট হয়ে ওঠে এবং সমালোচকদের কাছ থেকে তার পারফরম্যান্সের জন্য ইতিবাচক রিভিউ অর্জন করে। [10] তেলেগুতে, তিনি বিষ্ণু মাঞ্চুর বিপরীতে দেনিকাইন রেডিতে বৈশিষ্ট্যযুক্ত ছিলেন, যা জনসাধারণের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া অর্জন করেছিল। [11] চলচ্চিত্রে অভিনয়ের জন্য ৬০ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথে তিনি তার প্রথম সেরা অভিনেত্রী মনোনয়ন পান। ২০১৩ সালে, তিনি চারটি তামিল চলচ্চিত্র এ অভিনয় করেছিলেন, আর্যের বিপরীতে সেটাইই, [12] সুন্দর সির পরিচালনায় থিয়ে ভেলাই সেনিয়ানুম কুমুর এ সিদ্ধার্থের বিপরীতে, হরির সিঙ্গাম ২ তে সুরিয়ার বিপরীতে [13] ,ভেঙ্কাত প্রভূর বিরিয়ানী্তে সুরিয়া এর ভাই কার্থীর সাথে। ২০১৪ সালে তার পাঁচটি রিলিজ ছিল, তাদের মধ্যে দুটি হল তেলেগু চলচ্চিত্র, কমেডি ফ্ল্যাশ পান্ডাভুলু পান্ডভুলু থমদা [14] এবং অ্যাকশন-মাসালা পাওয়ার। [15] তার তামিল রিলিজগুলি ছিল কল্পনাপ্রসূত চলচ্চিত্র মান কারাতে, [16] সুন্দর সি এর হরর কমেডি আরানমানাই [17] এবং অ্যাকশন থ্রিলার মেহামম্যান, পূর্ববর্তী দুটি বছরের সবচেয়ে লাভজনক চলচ্চিত্রগুলির মধ্যে দুটি হয়ে ওঠে। [18] সুন্দর সি'র সঙ্গে তার তৃতীয় কাজ আম্বালা,ছিল তার ২০১৫ সালের প্রথম মুক্তি । পরবর্তীতে তিনি ভালুতে সিলেব্বারসনের সঙ্গে দেখা যায়, [19] যার সাথে তিনি গ্যাংস্টার ফিল্ম ভিটাই মান্নানেও অভিনয় করার কথা ছিল, যা স্থগিত হয়ে যায়। [20] ২০১৫ সালে,লক্ষ্মণের পরিচালনায় তার চলচ্চিত্র রোমিও জুলিয়েট (জয়ম রবি, পুমাম বাজওয়া, ভিটিভি গণেশ, ভামসি কৃষ্ণ, উমা পদ্মনাভন এবং আর্য (অতিথি ভূমিকা) ১২ জুন ২০১৫ তারিখে মুক্তি পায়। এটি মিশ্র পর্যালোচনা পেয়েছিল[উদ্ধৃতি প্রয়োজন] এবং বক্স অফিসে লাভজনক হয়েছিল। তবে এই চলচ্চিত্রে অভিনয় করার জন্য সমালোচকদের কাছ থেকে তিনি প্রশংসা পেয়েছিলেন। পুলি চলচ্চিত্রটি আর্থিকভাবে সফল হয়নি।

(২০১৬-বর্তমান)

২০১৬ সালে, সুন্দর সি পরিচালিত আরমানমানাই ২ মিশ্র রিভিউতে মুক্তি পায়। সেই বছরের তার পরের ছবি রোম্যান্টিক উয়ির উয়ির ও পোক্কিরী রাজা ফ্লপের তালিকায় ছিল। ২০১৬ সালে তার সর্বশেষ মুক্তি ছিল মানিথন, যেখানে তিনি একজন শিক্ষক ছিলেন। দ্বিতীয়বারের মত উধান্যিধী স্ট্যালিনের বিপরীতে তাকে জুটি বানানো হয়েছিল। তিনি সীমিত মেকআপ পরেন এবং তার আগের গ্ল্যাম ভূমিকা থেকে আলাদা প্রিয়ার ভূমিকায় অভিনয় করার জন্য প্রশংসা জিতেছেন। ২০১৭ সালে তার প্রথম মুক্তি পায় বোগান এবং ইতিবাচক রিভিউ পায়। তৃতীয় বারের মতো জয়ম রবির বিপরীতে তাকে জুটি বানানো হয়েছিল। অনেক সমালোচক ভূমিকা দৃশ্য এবং প্রাক-চূড়ান্ত দৃশ্যের মধ্যে তার কর্মক্ষমতা জন্য প্রশংসা করে। তিনি একটি তেলুগু ফিল্ম লুচকুন্নদু তে অভিনয় করেন।২০১৭ সালে মালয়ালামে আত্মপ্রকাশ হয় ভিলেনের (মহল্লাল, বিশাল ও রাশি খান্না ) মাধ্যম এ। যা মিশ্র পর্যালোচনা পায় বক্স অফিস এ, কিন্তু তার কর্মক্ষমতা প্রশংসিত হয়।গৌতম নন্দ তে তার ছোট ভূমিকা ছিল ও বক্স অফিস এ মিশ্র রিভিউ পায়। ২০১৮ সালের তার প্রথম মুক্তিটি ছিল দেবদেবীর বিপরীতে গুলেবাভালি, যেখানে তিনি বিজয়ী নামে এক শিল্পীর অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি মিশ্র রিভিউতে মুক্তি পায়, কিন্তু এটি বক্স অফিসে ভাল করেছিল এবং তার ভূমিকার প্রশংসা হয়। পরবর্তীতে তিনি বিক্রম প্রভূর বিপরীতে থাপ্পাকি মুনাইতে অভিনয় করেন এবং তাকে স্যাম অ্যান্টনের পরিচালিত অথর্বের বিপরীতে শিরোনামহীন একটি তামিল ছবিতে দেখা যাবে।

ব্যক্তিগত জীবন

তিনি "চেন্নাই টারন্স পিঙ্ক" এর ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন শুরু করেন, এটি মূলত স্তন ক্যানসার সম্পর্কিত জনসচেতনতামূলক ক্যাম্পেইন।[5]

চলচ্চিত্রের তালিকা

অপ্রকাশিত চলচ্চিত্র নির্দেশ করে
সাল চলচ্চিত্র চরিত্র ভাষা মন্তব্য
২০০৩হাওয়াসঞ্জনার মেয়েহিন্দিশিশু শিল্পী
কোই... মিল গয়াপ্রিয়া সিক্স
আব্রা কা ডাব্রাপিঙ্কি
জাগোশ্রুতি
২০০৪হাম কৌন হ্যায়সারা উইলিয়ামস
২০০৭দেসামুদুরুবৈশালীতেলুগু(সেরা অভিনেত্রী )(অভিষেক) ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (দক্ষিণ)
আপকা সুরুর রিয়াহিন্দিমনোনীত—(সেরা অভিনেত্রী )(অভিষেক) ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস
২০০৮বিন্দাসপ্রীথিকন্নড়
ক্রান্তিভারালাক্সমিতেলুগু
মানি হে ত হনেয় হেআশিমা কাপুরহিন্দি
২০০৯মাস্কা মীনুতেলুগু
বিল্লাপ্রিয়াতেলুগুঅতিথি চরিত্র
জায়িভাবাঅন্জলি নরসিমহাতেলুগু
সীথারামুলানান্ধিনিতেলুগু
২০১১মাপ্পিল্লাইগায়ত্রীতামিলতামিলে অভিষেক
এঙ্গেয়ুম কাধালকায়াল্ভিযহি রাজশেখরতামিল
কান্দিরীগাশ্রুতিতেলুগু
ভেলায়ুমধামবৈদেহীতেলুগু
অহ মাই ফ্রেন্ডরিন্টু‌তেলুগু
২০১২'অরুকাল অরু কান্নাদি মীরা মহেন্দ্রকুমারতামিলসিমা অ্যাওয়ার্ড -সেরা অভিনেত্রী (তামিল)
এদিসন অ্যাওয়ার্ডস( সেরা অভিনেত্রী)
দেনিকাইনা শর্মি‌লাতেলুগুমনোনীত—(সেরা অভিনেত্রী) ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (তেলেগু)
২০১৩সেত্তাইমধুমিতাতামিল
থীয়া ভেলাই সেইয়্যানুম কুমারুসাঞ্জানাতামিল
সামথিং সামথিং সাঞ্জানাতেলুগু
সিঙ্গাম ২ |সত্যাতামিল
বিরিয়ানি প্রিয়াঙ্কাতামিল
২০১৪পান্দাভুলু পান্দাভুলু থুম্মেদা হানিতেলুগু
মান কারাতেইয়াযহিনিতামিল(প্রিয় অভিনেত্রী) বিজয় অ্যাওয়ার্ডস
পাওয়ারনিরুপমাতেলুগু
আরান্মানাইসেল্ভিতামিলসিমা অ্যাওয়ার্ড -সেরা অভিনেত্রী (তামিল)[6]
মেয়াঘামান্নঊষাতামিল
২০১৫আম্বালামায়াতামিল
রোমিও জুলিয়েট ঐশ্বরিয়াতামিল
ভালুপ্রিয়া মহালক্ষ্মীতামিল
পুলিরাজকন্যা মান্থাগিনিতামিল
ইঙ্গিদুপ্পাযহাগিস্বয়ংতামিলঅতিথি চরিত্র
সাইজ জিরোস্বয়ংতেলেগুঅতিথি চরিত্র
২০১৬আরান্মানাই ২মায়াতামিল
পক্কিরি রাজাসুনিতাতামিল
উয়িরে উয়িরেপ্রিয়াতামিল
মানিথান প্রিয়াতামিল
২০১৭লুচকুন্নদুপজিটিভ পদ্মাতেলুগু
বোগান মহালক্ষ্মীতামিল
গৌতম নন্দ স্পূর্তি‌তেলুগু
ভিলেন শ্রেয়ামালয়ালামমালায়ালামে অভিষেক
গুলেয়াকাভালি ভিজি

তামিল [7]

তথ্যসূত্র

  1. "Hansika's tryst with Kevin Pietersen"। Deccan Chronicle। ২০১৩-০৪-১০। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৯
  2. Sreedhar, Pillai (৮ আগস্ট ২০০৯)। "I'm here to entertain: Hansika"The Times of India। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৩
  3. Hansika chants for peace Mid-Day - 21 February 2010
  4. My life begins now: Hansika
  5. "Hansika to adopt one more child - The Times of India"The Times Of India
  6. "SIIMA Awards 2015 Tamil winners list - Times of India"
  7. "Prabhu Deva clasps MGR'S title now"Top 10 Cinema (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৫-০২। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.