অদিতি রাও হায়দারী
অদিতি রাও হায়দারী ভারতের একজন চলচ্চিত্র অভিনেত্রী। ২০০৬ সালের মালয়ালাম ভাষার চলচ্চিত্র 'প্রজাপতি' দ্বারা অদিতির চলচ্চিত্র জীবন শুরু হয়।[1]
অদিতি রাও হায়দারী | |
---|---|
![]() ২০১৮ সালে অদিতি | |
জন্ম | ২৮ অক্টোবর ১৯৮৫ |
যেখানের শিক্ষার্থী | লেডি শ্রীরাম কলেজ |
পেশা |
|
কার্যকাল | ২০০৭-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | সত্যদীপ মিশ্র (বিচ্ছেদ. ২০১৩) |
পিতা-মাতা | এহসান হায়দারী বিদ্যা রাও |
অদিতি ২০১১ সালে মুক্তি পাওয়া হিন্দি সিনেমা 'ইয়ে সালি যিন্দেগি'তে অভিনয় করে প্রশংসিত হন এবং 'স্ক্রিন এ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোর্টইং এ্যাক্ট্রেস' জেতেন। ২০১১ সালেই রণবীর কাপুর এর সঙ্গে অভিনীত চলচ্চিত্র 'রকস্টার' মুক্তি পায়। ২০১৮ সালের চলচ্চিত্র 'পদ্মাবত' তে তিনি মেহেরুন্নেসা চরিত্রে অভিনয় করেন।
পূর্ব জীবন
অদিতি ১৯৮৫ সালে হায়দ্রাবাদে এক তেলুগু পরিবারে জন্ম নেন।[2]
তথ্যসূত্র
- Chatterjee, Anamika (অক্টোবর ৬, ২০১৭)। "Embracing the desi boho"। Khaleej Times। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- Adivi, Sashidhar (২৬ নভেম্বর ২০১৭)। "I always consider myself a Hyderabadi: Aditi Rao Hydari"। The Deccan Chronicle (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.