স্বামী বিবেকানন্দ রোড (মুম্বাই)
স্বামী বিবেকানন্দ রোড, সংক্ষেপে এস,ভি, রোড, হল ভারতীয় মহানগর মুম্বাইয়ের পশ্চিম উপনগর-এর প্রধানতম সড়কগুলির একটি।[1]
নেই স্বামী বিবেকানন্দ রোড | |
---|---|
পথের তথ্য | |
বৃহত্তর মুম্বাই পৌর নিগম দ্বারা রক্ষণাবেক্ষণকৃত | |
দৈর্ঘ্য: | ২৫ কিমি (১৬ মাইল) |
প্রধান সংযোগস্থল | |
দক্ষিণ প্রান্ত: | বান্দ্রা |
উত্তর প্রান্ত: | দহিসর |
অবস্থান | |
প্রাথমিক গন্তব্যস্থল: | খার রোড, সান্তাক্রুজ, ভিলে পার্লে, আন্ধেরি, যোগেশ্বরী, গোরেগাঁও, মালাড, কান্দিবালি, বোরিবালি |
মহাসড়ক ব্যবস্থা | |
সড়কটি দক্ষিণে বান্দ্রা এবং উত্তরে দহিসর'র কাছে পশ্চিম দ্রুতগতি মহাসড়ক'র উড়ালপুলে গিয়ে শেষ হয়েছে, সড়কটির দৈর্ঘ্য প্রায় ২৫ কিমি। এস,ভি, রোড মুম্বাই উপনগরীয় রেলের পশ্চিম লাইনের পশ্চিম দিক বরাবর ১১টি উপনগরীয় স্টেশনের সাথে সংযুক্ত। রাস্তাটির পার্শ্বদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এই রাস্তাটির যানজট কমাতে নিউ লিংকিং ও পশ্চিম দ্রুতগতি মহাসড়ক সমানভাবে চলিত।
তথ্যসূত্র
- Lewis, Clara (আগস্ট ২৩, ২০১২)। "Activists slam authority for lack of foresight" (ইংরেজি ভাষায়)। মুম্বাই। টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২০১২-১০-১০।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.