দালাল স্ট্রীট

দালাল স্ট্রিট ভারতের, মুম্বাই মহানগরীর বাণিজ্যিক কেন্দ্রস্থল, যেখানে বম্বে স্টক এক্সচেঞ্জ এবং এর সাথে সম্পর্কিত আর্থিক সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠান অবস্থিত। যখন বম্বে স্টক এক্সচেঞ্জ এর দপ্তর বম্বে সমাচার মার্গ ও হাম্মাম স্ট্রিটের মোড়ে একটি নতুন জায়গায় স্থানান্তর করা হয় তখন সেই রাস্তাটি দালাল স্ট্রিট হিসেবে নামকরণ করা হয়। দক্ষিণ এশীয় শব্দ দালাল থেকে এই পথটির নাম দালাল পথ হয়েছে বলে মনে করা হয়।[1] এই স্থানটি নিউইয়র্ক সিটির, ওয়াল স্ট্রিট এর অনুরূপ, স্থানটি সমগ্র ভারতের অর্থনীতির মেটোনিম হিসেবে ব্যবহৃত হয়।

দালাল স্ট্রিট নামাঙ্কিত পথফলক

তথ্যসূত্র

  1. McGregor, R. S. (১৯৯৩)। Oxford Hindi-English dictionary। Oxford: Oxford University Press। আইএসবিএন 978-0-19-864317-3।

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.