সুপার মিনি কম্পিউটার
একটি সুপার মিনি কম্পিউটার বা সুপার মিনি হল একটি মিনি কম্পিউটার যার উচ্চ ক্ষমতার কার্যক্ষমতা রয়েছে সাধারণ মিনি কম্পিউটারের তুলনায়। সংজ্ঞাটি এসেছে ১৯৭০ দশকের[1] মধ্যভাগে ৩২ বিটের মিনিগুলোকে ১৬ বিটের মিনি কম্পিউটার[2] থেকে আলাদা করার প্রয়াস থেকে। এই সংজ্ঞাটি বর্তমানে অব্যবহৃত কিন্তু কম্পিউটার ইতিহাসের ছাত্র, শিক্ষক ও গবেষকরা এখনো ব্যবহৃত হয়।
গুরুত্বপূর্ন সুপার মিনি
- নর্স্ক ডাটা নর্ড-৫, ১৯৭২ সালের প্রথম সুপার মিনি
- নর্স্ক ডাটা নর্ড-৫০, ১৯৭৫
- ইন্টারডাটা ৭/৩২ এবং ৮/৩২ পরবর্তীতে পারকিন এলমার দ্বায়িত্ব নেয়।
- সিস্টেম ইঞ্জিনিয়ার ল্যাবোরেটরিস ৩২/৫৫, ১৯৭৬
- ডিইসি ভেক্স-১১/৭৮০, ১৯৭৮
- ডাটা জেনারেল ইকলিপ্স এমভি/৮০০০, ১৯৮০
- এমএআই বেসিক ফোর এমএআই ৮০০০, ১৯৮৩ এবং এমপিএক্স
- গৌল্ড ইলেক্ট্রনিক্স পাওয়ারনড ৯০৮০
- গৌল্ড ইলেক্ট্রনিক্স এনপি-১
- নর্স্ক ডাটা এনডি-৫০০, ১৯৮১
- নর্স্ক ডাটা এনডি-৫৭০/সিএক্স, দ্রুততম সুপার মিনি, ১৯৮৩, ৭.১ এমআইপিএস
- প্রাইম কম্পিউটার ৭৫০
তথ্য সূত্র
![]() |
উইকিঅভিধানে সুপার মিনি কম্পিউটার শব্দটি খুঁজুন। |
- Koudela, J., Jr. (নভে ১৯৭৩), "The past, present, and future of minicomputers: A scenario", Proceedings of the IEEE, 61 (11): 1526–1534, doi:10.1109/PROC.1973.9322
- Flowers, Jeff (ফেব্রু ১৯৮২), "The Use of the 32-Bit Minicomputer for Data Acquisition", IEEE Transactions on Nuclear Science, 29 (1): 927–931, doi:10.1109/TNS.1982.4335992
টেমপ্লেট:Mini-compu-stub
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.