কম্পিউটারের শ্রেণী
কম্পিউটারকে ভাগ করা যায় অনেকভাবে। কিছু সাধারণ প্রকারভেদ নিচে দেওয়া হল:
আকারের দিক থেকে প্রকারভেদ
ব্যক্তিগত কম্পিউটার বা মাইক্রোকম্পিউটার
এই শ্রেণীতে আছে:
- ডেস্কটপ কম্পিউটার
- কার কম্পিউটারের মধ্যে (কারপুটার্স)
- গেম কনসোল
মোবাইল যন্ত্রপাতি:
- ল্যাপটপ এবং নোটবুক কম্পিউটার
- ট্যাবলেট কম্পিউটার
- স্মার্টফোন, স্মার্টবুক, পিডিএ এবং পালমটপ
- প্রোগ্রাম সক্ষম ক্যালকুলেটর
- হ্যান্ডহেল্ড গেম কনসোল
মিনিকম্পিউটার (মধ্যমসারির কম্পিউটার)
মেইনফ্রেম কম্পিউটার
সুপার কম্পিউটার
কম্পিউটার | |||||||||||||||||||||||||||||||
এনালগ | ডিজিটাল | হাইব্রিড | |||||||||||||||||||||||||||||
সুপার কম্পিউটার | মেইনফ্রেম কম্পিউটার | মিনি কম্পিউটার | মাইক্রোকম্পিউটার | ||||||||||||||||||||||||||||
কার্যক্ষমতার দিক থেকে প্রকারভেদ
- সার্ভার
- ওয়ার্কস্টেশন
- তথ্য যন্ত্রপাতি
- গ্রথিত কম্পিউটার
গতি এবং কম্পিউটিং পাওয়ারের উপর ভিত্তি করে কম্পিউটারের প্রকারভেদ
গতিএবং কম্পিউটিং পাওয়ারের উপর ভিত্তি করে কম্পিউটারের প্রকারভেদ নিম্নরূপ:
- পার্সোনাল কম্পিউটার (PC): সিঙ্গেল ইউজার কম্পিউটার যার মাইক্রোপ্রসেসরের ক্ষমতা মধ্যমানের
- ওয়ার্কস্টেশন: এটিও সিঙ্গেল ইউজার কম্পিউটার তবে এর মাইক্রোপ্রসেসর পার্সোনাল কম্পিউটারের তুলনায় শক্তিশালী
- মিনি কম্পিউটার: এটি একটি মাল্টি ইউজার কম্পিউটার সিস্টেম যা শত শত ইউজার সাপোর্ট করতে পারে
- মেইনফ্রেম কম্পিউটার: এটিও মাল্টি ইউজার কম্পিউটার তবে এর সফটওয়্যার টেকনোলজি মিনি কম্পিউটার থেকে ভিন্ন
- সুপার কম্পিউটার: বর্তমান বিশ্বে সবথেকে শক্তিশালী কম্পিউটার যা অনেকগুলো মাইক্রোপ্রসেসরের সাহায্যে তৈরি এবং একসাথে লক্ষ লক্ষ ইন্সট্রাকশন এক্সিকিউট করতে পারে।
আরো দেখুন
তথ্যসূত্র
বহিঃ সংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.