সুজি

সুজি বা সেমলিনা (ইংরেজি: Semolina) হল গম থেকে তৈরি একপ্রকার প্রক্রিয়াজাত খাদ্য উপাদান, যা দ্বারা প্রধানত বিভিন্ন প্রকার মিষ্টান্ন তৈরি করা হয়|[1] গম ছাড়াও চাল এবং ভুট্টা থেকেও এটি তৈরি করা হয়|

Semolina, unenriched
প্রতি ১০০ গ্রাম (৩.৫ আউন্স) পুষ্টিগত মান
শক্তি১,৫০৬ কিজু (৩৬০ kcal)
72.83 g
খাদ্যে ফাইবার3.9 g
1.05 g
সুসিক্ত স্নেহ পদার্থ0.15 g
এককঅসুসিক্ত0.124 g
বহুঅসুসিক্ত0.43 g
প্রোটিন
12.68 g
ভিটামিনসমূহ
ভিটামিন এ সমতুল্য
(0%)
0 μg
থায়ামিন (বি)
(24%)
0.28 mg
রিবোফ্লাভিন (বি)
(7%)
0.08 mg
ন্যায়েসেন (বি)
(22%)
3.31 mg
ভিটামিন বি
(8%)
0.1 mg
ফোলেট (বি)
(18%)
72 μg
ভিটামিন বি১২
(0%)
0 μg
ভিটামিন সি
(0%)
0 mg
চিহ্ন ধাতুসমুহ
ক্যালসিয়াম
(2%)
17 mg
লোহা
(9%)
1.23 mg
ম্যাগনেসিয়াম
(13%)
47 mg
ফসফরাস
(19%)
136 mg
পটাশিয়াম
(4%)
186 mg
সোডিয়াম
(0%)
1 mg
দস্তা
(11%)
1.05 mg
অন্যান্য উপাদানসমূহ
পানি12.67 g
  • একক
  • μg = মাইক্রোগ্রামসমূহ   mg = মিলিগ্রামসমূহ
  • IU = আন্তর্জাতিক এককসমূহ
Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database

নামকরণ

সুজি শব্দটি ইতালীয় সেমোলা শব্দ থেকে এসেছে; যার অর্থ হল 'তুষ'।[2] এই শব্দটি এসেছে প্রাচীন ল্যাটিন ‘সিমিলা’ শব্দ থেকে। যার অর্থ ময়দা

প্রস্তুতকরণ

প্রস্তুতকৃত সুজি

আধুনিক ময়দা উৎপাদন ব্যবস্থায় গম থেকে ময়দা প্রস্তুত করাতে খাঁজকাটা ইস্পাতের রোলার ব্যবহার করা হয়। রোলারগুলো এমনভাবে স্থাপন করা হয় যাতে তাদের মধ্যে গমের দানার চেয়ে সামান্য কম ফাকা থাকে। মিলের মধ্যে যখন গম দেয়া হয় তখন এই ইস্পাতের রোলারগুলো গমের উপর থেকে তুষ ও অঙ্কুর আলাদা করে ফেলে। সাথে সাথে গমের শর্করার অংশটুকু মোটা দানায় ভেঙে যায়। চালুনির মাধ্যমে এই দানাগুলো আলাদা করে নিয়ে সুজি প্রস্তুত করা হয়।

ধরন

ডুরাম বা ম্যাকরনি গম দিয়ে যে সুজি প্রস্তুত করা হয় তা সাধারনত হলুদ বর্ণের হয়।[3] গম ছাড়াও অন্যান্য খাদ্যশস্য থেকেও সুজি প্রস্তুত করা হয়। যেমন চালের সুজি বা ভুট্টার সুজি।

রান্না

রেডমেসন সস মাখানো ও সুজি দিয়ে বানানো হল্যান্ডের পুডিং

সুজি ‍সিদ্ধ করে পরিজ বানানো হয়। দক্ষিণ ভারতে সুজি দিয়ে রাভা দোসা ও প্রস্তুত করা হয়। মাছ ভাজার পূর্বে তার উপরে আবরন হিসাবেও সুজি ব্যবহার করা হয়। পশ্চিম আফ্রিকায় সুজি একটি অন্যতম প্রধান খাদ্য। বিশেষ করে নাইজেরিয়ার জনগন মাংস ও স্যুপের সাথে দুপুরের ও রাতে প্রধান খাবার হিসাবে ব্যবহার করে। হারসা নামক একপ্রকার কেক তৈরীতেও সুজি ব্যবহার করা হয়।[4]

বেকিং

বেকিং এর পর এর আঠালো ভাব দূর করার জন্য সুজি ব্যবহার করা হয়। রুটি প্রস্তুত করতে সামান্য পরিমানে ডুরাম সুজি এর স্বাদ বৃদ্ধি করে।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Semolina - Definition"। Merriam-Webster। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১২
  2. "semolina, n.". OED Online. September 2012. Oxford University Press. 15 November 2012 <http://www.oed.com/view/Entry/175791?redirectedFrom=semolina>.
  3. "Semolina Flour"। Spiritfoods। ৬ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১২
  4. Anthony Ham; Paula Hardy; Alison Bing; Lonely Planet Publications (২০০৭)। Morocco। Lonely Planet। পৃষ্ঠা 74। আইএসবিএন 1-74059-974-8।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.