সাদা খঞ্জন

সাদা খঞ্জন (মোটাসিলা আল্বা) হল ছোটো প্রজাতির প্যাসারিফর্মিস পাখি যারা প্রধানত খঞ্জন পরিবারের অন্তর্ভুক্ত। এছাড়াও চরদাই প্রজাতির পাখিরাও এই পরিবারের অন্তর্ভুক্ত। এদেরকে প্রধানত পাওয়া যায় ইউরোপ, এশিয়া এবং উত্তর আফ্রিকার কিছু কিছু অংশে। এরা এদের পরিসীমার মধ্যে খুব হাল্কা অংশে বিরাজ করে অথবা এরা পরিযান করে আফ্রিকাতে।

সাদা খঞ্জন
এম. আল্বা আল্বা

ন্যূনতম বিপদগ্রস্ত  (আইইউসিএন ৩.১)[1]
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Passeriformes
পরিবার: Motacillidae
গণ: Motacilla
প্রজাতি: M. alba
দ্বিপদী নাম
Motacilla alba
Linnaeus, 1758

এই প্রজাতির পাখিগুলো প্রধানত পোকামাকড় খেকো পাখি এবং এদেরকে দেশের বিভিন্ন শহরে এবং লোকালয়ে দেখতে পাওয়া যায়। এরা প্রধানত খোলামেলা জায়গায় খাবার খেতে ভালোবাসে, যেখানে তারা তাদের শিকারের পিছনে ধাওয়া করতে পারে। শহুরে অঞ্চলে এরা প্রধানত গাড়ি রাখার জায়গায় তাদের শিকারকে তন্ন তন্ন করে খোঁজে। এরা প্রধানত পাথরের দেওয়ালের ছিদ্রে বাসা বাঁধতে ভালবাসে এবং অনুরূপ আকৃতির মনুষ্যসৃষ্ট জায়গায় বাসা বেধে বসবাস করতে পছন্দ করে।

সাদা খঞ্জন লাতভিয়ার জাতীয় পাখি।[2]

বিভিন্ন দৃশ্য এবং পাখনা

তথ্যসূত্র

  1. BirdLife International (২০১৩)। "Motacilla alba"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩
  2. "National symbols of Latvia" (রুশ)

বহির্সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.