সাঈদ বাবু

সাঈদুল ইসলাম যিনি সাঈদ বাবু (জন্ম ২৫ জুন) নামে অধিক পরিচিত হলেন একজন বাংলাদেশি মডেল ও অভিনেতা।[1][2] ২০১২ সালে ১৫তম মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে তিনি খেলা খেলা সারাবেলা টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ টিভি অভিনেতার জন্য সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[3]

সাঈদ বাবু
জন্ম
সাঈদুল ইসলাম

২৫ জুন
ভোলা
জাতীয়তাবাংলাদেশি
দাম্পত্য সঙ্গীনাজমুন নাহার
ওয়েবসাইটsayedbabu.info

প্রারম্ভিক জীবন

বাবু ২৫ জুন ভোলা জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন।[4] তার পিতার নাম জহিরুল ইসলাম ও মাতার নাম সায়মা খাতুন।[4] তিন ভাই এবং চার বোনের মধ্যে তিনি সবচেয়ে কনিষ্ঠ।[4] তিনি ভোলা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে মালয়েশিয়ায় চলচ্চিত্র ও মাল্টিমিডিয়া নিয়ে উচ্চ শিক্ষা লাভ করেন।[4][5]

কর্মজীবন

বাবু ১৯৯৫ সালে ভোলার একটি থিয়েটার ক্লাবের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।[4] ২০০৫ সাল থেকে ঢাকায় বিজ্ঞাপনচিত্রে অংশ নেওয়া শুরু করেন।[5] ২০০৭ সালে এইতো প্রেম চলচ্চিত্রের একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ২০০৯ সালে বিবিসি প্রযোজিত বিশ্বাস নামক একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন।[6][7] ২০১৮ সালে তিনি পোড়ামন ২ চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করেন।[8][9]

পুরস্কার

মেরিল-প্রথম আলো পুরস্কার

ব্যক্তিগত জীবন

বাবু ব্যক্তিগত জীবনে ২০১২ সালের ১২ ডিসেম্বর নাজমুন নাহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[1]

তথ্যসূত্র

  1. "সাম্প্রতিক সাঈদ বাবু"যুগান্তর। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯
  2. "সাঈদ বাবুর দিনকাল..."ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯
  3. "ফিরে দেখা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯
  4. "জীবনী"সাঈদ বাবু (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯
  5. "'আমার অভিনয়জীবনের একটি সেরা কাজ'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯
  6. "Making learning fun"ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৫ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯
  7. "'শুটিংয়ের ফাঁকে আয়নার সামনে দাঁড়িয়ে রিহার্সাল করি'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯
  8. "অনুদানের ছবিতে সাঈদ বাবু"মানবজমিন। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯
  9. "বড় পর্দায় সাঈদ বাবু"মানবজমিন। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.