বিশ্বাস (টেলিভিশন ধারাবাহিক)

বিশ্বাস হল বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অর্থায়নে নির্মিত ২৪ পর্বে নির্মিত বাংলাদেশী অতিপ্রাকৃত নাটক , দুঃসাহসিক, ফ্যান্টাসি , গোয়েন্দা, রহস্য ধারাবাহিক যা প্রথম বাংলাদেশ টেলিভিশনে ১৬ অক্টোবর ২০১০ থেকে ১৮ মার্চ ২০১১ পর্যন্ত দেখানো হয়। চব্বিশ পর্বে নির্মিত এই ধারাবাহিকটি জি ক্যাফে নামক চ্যানেলেও সম্প্রচার করা হয়।

বিশ্বাস
বিশ্বাস
প্রচারণামূলক পোস্টার
ধরণঅন্যতম উত্তেজক,অতিপ্রাকৃত নাটক , দুঃসাহসিক, ফ্যান্টাসি , গোয়েন্দা, রহস্য
ফরম্যাটটেলিভিশন ধারাবাহিক
রচনাইলোরা চৌধুরী (৩টি পর্ব)
সেলিম গিয়াস উদ্দিন (২৩টি পর্ব)
জো হো (৬টি পর্ব)
ফারহানা ইসলাম (২টি পর্ব)
ওয়ারিস ইসলাম (৭টি পর্ব)
আদিত্য কবির (১টি পর্ব)
রায়হান রহমান (৪টি পর্ব)
বেন টিসডেল (৪টি পর্ব)
পরিচালকওয়ারিস ইসলাম (৯টি পর্ব)
সামির আহমেদ (৬টি পর্ব)
ইন্দ্রা বোস (৫টি পর্ব)
সেলিম গিয়াস উদ্দিন (৪টি পর্ব)
অভিনয়েশামা রহমান
বাবু মোঃ সাইদুল ইসলাম
আরবি রহমান
রহমত আলী
বর্ণনাকারীআসাদুজ্জামান নূর
আবহ সঙ্গীত রচয়িতাস্টিফেন মারফি
প্রস্তুতকারক দেশবাংলাদেশ
মূল ভাষাবাংলা
ইংরেজি
ধারাবাহিকের সংখ্যা১টি
পর্বসংখ্যা২৪টি (পর্বের সংখ্যা)
নির্মাণ
প্রযোজকমেরি হেয়ার
ঋষি শংকর
সম্পাদকইকবাল কবির জুয়েল (১০টি পর্ব)
ডনি বুকক (৫টি পর্ব)
জর্জিস বাশার (৩টি পর্ব)
অবস্থানঢাকা, বাংলাদেশ
লন্ডন, যুক্তরাজ্য
চলচ্চিত্রকাররজার বন্নিসি (৮টি পর্ব)
রাশেদ জামান (১টি পর্ব)
ব্যাপ্তিকাল২৫ মিনিট
প্রোডাকশন কোম্পানিবিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট
সম্প্রচার
মূল চ্যানেলবাংলাদেশ টেলিভিশন
(বাংলাদেশ)
জি ক্যাফে
(যুক্তরাজ্য)
প্রথম প্রদর্শন১৬ অক্টোবর ২০১০ (2010-10-16) – ১৮ মার্চ ২০১১ (2011-03-18)
(বাংলাদেশ)
মূল প্রদর্শনী মার্চ ২০১১ (2011-03-06) – ১৪ জুলাই ২০১১ (2011-07-14)
(যুক্তরাজ্য)
ক্রমধারা
সম্পর্কিত প্রদর্শনীবিবিসি জানালা মজায় মজায় শেখা
বহিঃসংযোগ
নির্মাতার ওয়েবসাইট

সংক্ষিপ্ত বিবরণ

বিশ্বাস দক্ষিণ এশিয়ার প্রথম অতিপ্রাকৃত গোয়েন্দা সিরিজ।[1][2][3][4] এবং বাংলাদেশ ও লন্ডন, ইংল্যান্ডের মধ্যে প্রথম ধারাবাহিক নাটক।[5]

তথ্যসূত্র

  1. Dowell, Ben (২৮ ফেব্রুয়ারি ২০১১)। "BBC World Service Trust drama to air on Zee TV"The Guardian। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৪
  2. "Zee Network Europe joins hands with BBC to showcase Asia's first Supernatural Drama"Esselgroup। ৭ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৪
  3. "Zee Network Europe joins hands with BBC to showcase Asia's first Supernatural Drama"Zee Television। ৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৪
  4. Rahman, Emdad (২১ এপ্রিল ২০১১)। "Emdad Rahman discusses paranormal adventures with Shama Rahman"। London: East London News। সংগ্রহের তারিখ ১ মে ২০১৪
  5. "The Nine Lives of Shama Rahman"WOW Talks। ১৫ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১ মে ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.