সফটওয়্যার ডিজাইন
সফটওয়্যার ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন এজেন্ট সফটওয়্যার নির্মাণের স্পেসিফিকেশন তৈরী করেন। [1] সফটওয়্যার ডিজাইন বলতে জটিল ব্যবস্থাকে ধারণাবদ্ধকরণ, কাঠামোবদ্ধকরণ, বাস্তবায়ন, সম্পাদন ও পরিবর্তনের সাথে যুক্ত সমস্ত কার্যাবলিকে বুঝায়। [2]
সচরাচর সফটওয়্যার ডিজাইনে রয়েছে সমস্যা সমাধান ও সফটওয়্যার সমাধানের একটি পরিকল্পনা। এর মধ্যে রয়েছে নিচু-পর্যায়ের উপাদান ও অ্যালগরিদম ডিজাইন এবং উচ্চ পর্যায়ের স্থাপত্য ডিজাইন।
তথ্যসূত্র
- রালফ, পি. ও ওয়ান্ড, Yওয়াই (২০০৯)। ডিজাইন ধারণার একটি আনুষ্ঠানিক সংজ্ঞার প্রস্তাব। ।
- ফ্রিম্যান, পটার; ডেভিড হার্ট (২০০৪)। "A Science of design for software-intensive systems"। Communications of the ACM। ৪৭ (৮): ১৯–২১ [২০]। doi:10.1145/1012037.1012054।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.