শ্যামলী পরিবহন
শ্যামলী পরিবহন (শ্যামলী এন আর ট্রাভেলস) বাংলাদেশের একটি অন্যতম আন্তঃজেলা পরিবহন সংস্থা। বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের কলকাতা, আগরতলা, শিলিগুড়ি, শিলং ও গৌহাটিতে নিয়মিত যাত্রী পরিবহন করে সংস্থাটি।[3]
![]() | |
---|---|
স্লোগান | "পরিবহন জগতে আভিজাত্যের প্রতীক" |
সংস্থাপিত | ১৯৭৩[1][2] |
প্রধান কার্যালয় | শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা |
পরিসেবিত এলাকা | |
পরিসেবার ধরন | যাত্রী পরিবহন |
প্রধান নির্বাহী | গণেশ চন্দ্র ঘোষ |
ওয়েবসাইট | www |
ইতিহাস
পাবনা জেলার সাধারণ স্কুটারচালক গণেশ চন্দ্র ঘোষ ১৯৭৩ সালে শ্যামলী পরিবহন প্রতিষ্ঠা করেন।[1][2] তার স্কুটার বিক্রির টাকায় কেনা শ্যামলী পরিবহনের প্রথম বাস চালানো হতো রাজশাহী-নগরবাড়ী সড়কে। ১৯৭৯ সালে ঢাকা-পাবনা রুটে বাস চালানোর মাধ্যমে আন্তঃজেলা পরিবহন পরিসেবা শুরু করে।[4] এরপর পর্যায়ক্রমে শ্যামলীর ব্যবসা বিস্তৃত হয়। ১৯৯৯ সালে আন্তর্জাতিক রুটে বাস চালানো শুরু করে শ্যামলী।
পরিসেবা
শ্যামলী পরিবহন বর্তমানে বাংলাদেশের প্রায় ৪০টি জেলায় পরিবহন সেবা প্রদান করে।[4] এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম থেকে কলকাতা, আগরতলা, শিলিগুড়ি, শিলং ও গৌহাটিতে নিয়মিত যাত্রী পরিবহন করে। সম্প্রতি পরীক্ষামূলকভাবে ঢাকা-কাঠমান্ডু রুটে যাত্রী পরিবহন করে শ্যামলী।[5][6]
তথ্যসূত্র
- "শ্যামলী পরিবহনের নাম অন্যদের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯।
- "শ্যামলী পরিবহনের নাম অন্য কারো ব্যবহারে নিষেধাজ্ঞা"। জাগোনিউজ২৪। ২২ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯।
- "শ্যামলী পরিবহন ওয়েবসাইট হোমপেইজ"। শ্যামলী পরিবহন। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯।
- "কুমিল্লা মহাসড়কে আতঙ্কের নাম শ্যামলী পরিবহন"। জাগোনিউজ২৪। ২৫ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯।
- "BBIN initiative: Dhaka-Kathmandu trial bus service on April 27" (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯।
- "Dhaka-Kathmandu bus service begins on test" (ইংরেজি ভাষায়)। দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। ২৩ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯।