শাহীনুর পাশা চৌধুরী

শাহিনুর পাশা চৌধুরী (এডভোকেট মাওলানা) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক সাংসদ। সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য[1] ২০০৫ সালে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর প্রথমবারের মতো ১৪ মাসের জন্য তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।[2]

এডভোকেট মাওলানা
শাহিনুর পাশা চৌধুরী
Shahinur Pasha Chowdhury
সুনামগঞ্জ-৩-এর সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০০৫  ২০০৬
প্রধানমন্ত্রীবেগম খালেদা জিয়া
পূর্বসূরীআব্দুস সামাদ আজাদ
উত্তরসূরীএম. এ. মান্নান
ব্যক্তিগত বিবরণ
জন্মসুনামগঞ্জ, বাংলাদেশ
নাগরিকত্ব পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ
রাজনৈতিক দলজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
সন্তানচৌধুরী ফযলে নুর রাহাত
প্রাক্তন শিক্ষার্থী
জীবিকারাজনীতিবিদ

জন্ম ও প্রথমিক জীবন

ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী ১৯৮৫ সালে সিলেট কাসিমুল উলুম দরগাহে শাহজালাল থেকে দাওরায়ে হাদিস পাশ করেন। ঢাকা বিশ্ব বিদ্যালয় ও লেখাপড়া করেন।

কর্মজীবন

সিলেট থেকে প্রকাশিত সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা ''মাসিক তৌহিদী পরিক্রমা'' র সম্পাদক তিনি। জামিয়া দারুল কুরআন সিলেটের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল।

রাজনৈতিক জীবন

১৯৯১ সালে ছাত্র জমিয়তের মাধ্যমে রাজনীতির শুরু। ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। বর্তমান জমিয়ত উলামায়ে ইসলামের এর ভাইস প্রেসিডিয়াম সদস্য । ১৯৯১ সালে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতিক নিয়ে অ্যাডভোকেট সৈয়দ শামসুল ইসলাম নির্বাচন করেন। পরবর্তীতে ১৯৯৬ সালে জমিয়ত নেতা অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করেন। ২০০১ সালে বিএনপির সাথে চারদলীয় জোটের প্রাথী হিসেবে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ এর সাথে প্রতিদ্বন্ধিতা করেন। ২০০৫ সালের আব্দুস সামাদ আজাদের মৃত্যু হলে উপ-নির্বাচনে তিনি চারদলীয় জোট প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রার্থী হলেও বিজয়ী হতে পারেননি। ২০১৮ সালের নিরবাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে আওয়ামী লীগের এম. এ. মান্নানের কাছে পরাজিত হন।[3][4]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  2. "শাহিনুর পাশা চৌধুরী"প্রথম আলো। ২০১৯-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬
  3. "১০ বছর পর আবার তাঁরা মুখোমুখি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৫
  4. "সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থীশূন্য বিএনপি | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.