শামসুল ইসলাম আলমাজী

শামসুল ইসলাম আলমাজী (মৃত্যু ২২শে অক্টোবর ২০০৯) ছিলেন একজন বাংলাদেশী চিত্রসাংবাদিক। তিনি আর্ন্তজাতকি খ্যাতিম্পন্ন আলোকচিত্রশিল্পী। তিনি বিচিত্রার সাংবাদিক ও সম্পাদক ছিলেন।[2]

শামসুল ইসলাম আলমাজী
জন্ম
সিরাজগঞ্জ[1]
মৃত্যু২২ অক্টোবর ২০০৯
ঢাকা
মৃত্যুর কারণপারকিনসন্স

তিনি পারকিনসন্স রোগে ভুগে ২০০৯ সালের ২২শে অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন।[3]

তথ্যসূত্র

  1. "সাংস্কৃতিক ঐতিহ্যের শহর সিরাজগঞ্জ :: দৈনিক ইত্তেফাক"দৈনিক ইত্তেফাক। ২৭ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৮
  2. খান, অলিউল হক (১৩ নভেম্বর ২০১৭)। "দৈনিক বাংলা ও বিচিত্রার সেই সম্পদগুলো কোথায়?"দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৮
  3. "ফটোসাংবাদিক শামসুল ইসলাম আলমাজী আর নেই"দৈনিক প্রথম আলো। ২৩ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.