শরীফ খসরুজ্জামান
শরীফ খসরুজ্জামান হলেন মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং নড়াইল-২ আসনের সাবেক সাংসদ। ১৯৯১ ও জুন ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেও পরে তিনি বিএনপিতে যোগদান করেন।[1][2]
শরীফ খসরুজ্জামান | |
---|---|
![]() | |
সাবেক জাতীয় সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৯১ – ফেব্রুয়ারি ১৯৯৬ | |
পূর্বসূরী | সাইফ হাফিজুর রহমান |
উত্তরসূরী | আঃ কাদের সিকদার |
সংসদীয় এলাকা | নড়াইল-২ |
কাজের মেয়াদ জুন ১৯৯৬ – ২০০১ | |
পূর্বসূরী | আঃ কাদের সিকদার |
উত্তরসূরী | শেখ হাসিনা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৪৫ বাবরা গ্রাম, জয়পুর , লোহাগড়া, নড়াইল, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ১৮ জুলাই ২০১৮ আনোয়ার খান মডার্ন হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা। |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ (২০০৮ সালের পূর্বে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
পেশা | রাজনীতিবিদ, ব্যবসা |
জন্ম ও প্রাথমিক জীবন
শরীফ খসরুজ্জামান ১৯৪৫ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) খুলানার নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুরের বাবরা গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যবসার সুবাদে খুলনার খালিশপুর হাউজিং এস্ট্রেট এলাকায় স্ব-পরিবারে বসবাস করতেন।
রাজনৈতিক ও কর্মজীবন
শরীফ খসরুজ্জামান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নড়াইলে মুজিব বাহিনীর প্রধান ছিলেন। তার নেতৃত্বে মুক্তিযুদ্ধে লোহাগড়া মুক্ত হয়। তিনি ১৯৯১ সালের পঞ্চম ও জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনিবাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংসদ মনোনয়নে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য তিনি।[3][4]
পারিবারিক জীবন
ব্যাক্তিগত জীবনে শরীফ খসরুজ্জামান বিবাহিত, দুই পুত্র ও এক কন্যার জনক।
মৃত্যু
শরীফ খসরুজ্জামান ১৮ জুলাই ২০১৮ সালে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। খুলনার খালিসপুরে নড়াইলের লোহাগড়ার জয়পুর ইউনিয়নের বাবরা গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।[5]
তথ্যসূত্র
- "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "শরীফ খসরুজ্জামান"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৮।
- arthosuchak (২০১৮-০৭-১৯)। "নড়াইলের সাবেক এমপি মুক্তিযোদ্ধা শরীফ খসরুজ্জামান আর নেই"। ArthoSuchak (bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৮।
- "সাবেক এমপি খসরুজ্জামানের ইন্তেকাল, তারেক রহমানের শোক"। Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৮।