সাইফ হাফিজুর রহমান

সাইফ হাফিজুর রহমান বাংলাদেশী আইনজীবী, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং নড়াইল-২ (লোহাগড়া) আসনের সাবেক সাংসদ। তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। যুদ্ধাপরাধের মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী তিনি।[1][2]

অ্যাডভোকেট
সাইফ হাফিজুর রহমান
সাবেক জাতীয় সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮৬  ১৯৯১
উত্তরসূরীশরীফ খসরুজ্জামান
সংসদীয় এলাকানড়াইল-২
ব্যক্তিগত বিবরণ
জন্মলোহাগড়া, নড়াইল
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলজাতীয় পার্টি
(২০০১ সালের পূর্বে)
বাংলাদেশ আওয়ামী লীগ
সম্পর্কসাইফ মিজানুর রহমান (বড় ভাই)
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাআইনজীবী ও রাজনীতিবিদ

জন্ম ও প্রাথমিক জীবন

সাইফ হাফিজুর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ল' ডিগ্রি অর্জন করেন।[3]

রাজনৈতিক ও কর্মজীবন

সাইফ হাফিজুর রহমান নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি। ১৯৮৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি জাতীয় পার্টিতে ছিলেন, তখন ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদে নড়াইল-২ (লোহাগড়া) আসনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।[1][2] ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে ও জাতীয় পার্টির মনোনয়নে অংশ গ্রহণ করে পরাজিত হন। ২০০১ সালের নিরবাচনের পূর্বে আবার যোগ দেন আওয়ামী লীগে। তিনি যুদ্ধাপরাধের মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী।[3]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.