লুকাস পাকেতা

লুকাস পাকেতা নামে পরিচিত লুকাস তোলেন্তিনো কেলহো দে লিমা (Lucas Tolentino Coelho de Lima; জন্ম: ২৭ আগস্ট ১৯৯৭) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার। তিনি ইতালীয় ক্লাব এসি মিলানব্রাজিল জাতীয় ফুটবল দলে আক্রমণভাগের মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন।

লুকাস পাকেতা
২০১৭ সালে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাথে পাকেতা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লুকাস তোলেন্তিনো কেলহো দে লিমা
জন্ম (1997-08-27) ২৭ আগস্ট ১৯৯৭
জন্ম স্থান রিউ দি জানেইরু, ব্রাজিল
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব এসি মিলান
জার্সি নম্বর ৩৯
জাতীয় দল
বছর দল উপস্থিতি (গোল)
২০১৬–২০১৭ ব্রাজিল অনূর্ধ্ব-২০ (১)
২০১৮– ব্রাজিল (১)

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৩ মার্চ ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।

তার বড় ভাই মাথিউস সিরি সি ক্লাব মঞ্জায় খেলে থাকেন।[1]

কর্মজীবন পরিসংখ্যান

আন্তর্জাতিক

২৩ মার্চ ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
ব্রাজিল
বছরউপস্থিতিগোল
২০১৮
২০১৯
মোট

আন্তর্জাতিক গোল

গোল ও ফলাফলে ব্রাজিলের গোলের ট্যালি প্রথমে:
নংতারিখভেন্যুপ্রতিপক্ষগোলফলাফলপ্রতিযোগিতা
২৩ মার্চ ২০১৯এস্তাদিও দো দ্রাগাও, পোর্তো, পর্তুগাল পানামা১–০১–১প্রীতি ম্যাচ

তথ্যসূত্র

  1. জুফ্রিদা, জাকোমো (২৩ জানুয়ারি ২০১৯)। "Monza: arriva in prestito Matheus Paquetà, fratello di Lucas"মিলান লাইভ (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৯
  2. National-Football-Teams.com-এ "Lucas Paquetá" (ইংরেজি ভাষায়)। জাতীয় ফুটবল দল। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.